অ্যাটলেটিকো ডি মাদ্রিদ কোন দেশের ক্লাব?
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ কোন দেশের ক্লাব | অ্যাটলেটিকো ডি মাদ্রিদ ক্লাবের প্রতিষ্ঠাতা কে? | Atlético De Madrid Which Country Club?
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ কোন দেশের ক্লাব: অ্যাটলেটিকো ডি মাদ্রিদ স্পেনের একটি ক্লাব। এজন্য এই ক্লাবের বেশ ডাকনাম রয়েছে।
আরো দেখুনঃ চ্যাম্পিয়নস লিগ কে কতবার জিতেছে?
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ কোন দেশের ক্লাব?
ডাকনাম হলো “লস ইন্দিওস” ও “লস কোলকেনেরোস”। স্প্যানীশ একটি ক্লাব এটি। স্পেন এর মাদ্রিদ ভিত্তিক ও পেশাদার এই ফুটবল ক্লাবটিকে কেউ আবার অ্যাটলেটি নামেও ডেকে থাকেন। স্পেনের একদম সর্বোচ্চ মর্যাদার Football League – La-Liga তে খেলে ক্লাব।
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
ক্লাবটি প্রতিষ্ঠিত করা হয়েছিল ১৯০৩ সালের এপ্রিল মাসের ২৬ তারিখে। বড় সড় কোনো ক্লাব গড়ে তোলার লক্ষ্যে এর আগমন ঘটেনি। তবে একটু একটু করে পরিচিতি পেয়ে যায়। তিনজন ছাত্র মিলে এই ক্লাবটি তৈরি করেন। আর পরে এই ক্লাবে খেলোয়াড় আসতে থাকে। খেলতে খেলতে একটা সময় ক্লাবটি উন্নতির পর্যায়ে চরম শিখরে উঠে যায়।
তবে, ২০০০ সালের পর এই ক্লাব অনবদ্য পারফরম্যান্সে রাঙিয়ে দেয় সবটা। আর ২০২০ এ হয় সেরা ক্লাব। এখন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ক্লাব গুলোর সাথে বেশ সমান তালেই এগিয়ে চলেছে ক্লবটি। নিজেদের অর্জনে এখন বেশ কিছু শিরোপা ও আছে এই ক্লাবের।
আরো দেখুনঃ