সেল্টা ডি ভিগো কোন দেশের ক্লাব?
সেল্টা ডি ভিগো কোন দেশের ক্লাব? | সেলটা ডি ভিগো ক্লাবের প্রতিষ্ঠাতা কে? | Celta De Vigo Which Country Club?
সেল্টা ডি ভিগো কোন দেশের ক্লাব?? সেল্টা ডি ভিগো স্পেনের একটি ক্লাব। এখন এই নামে ডাকা হলেও, আগে রিয়াল ক্লাব সেল্টা ডি ভিগো নামেই সবাই চিনত ক্লাবটিকে। চলুন এই ক্লাবের আরো খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিই।
আরো দেখুনঃ চ্যাম্পিয়নস লিগ কে কতবার জিতেছে?
সেল্টা ডি ভিগো কোন দেশের ক্লাব?
এই ক্লাবটি মূলত স্পেনে অবস্থিত। সেখানকার ভিগো শহরে এই ক্লাবের অবস্থান। “সেল্টা ডি ভিগো “ ভিগোর রাজকীয় একটি সেল্টিক ক্লাব হিসেবে পরিচিত। এটি ভিগো ভিত্তিক একটি স্প্যানীশ পেশাদার Football Club। ২০১৯-২০ হিসাব অনুযায়ী সকল ক্লাবের মধ্যে ১৭ তম অবস্থানে ছিল ক্লাবটি।
সেলটা ডি ভিগো ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
সেল্টা ডি ভিগো ক্লাব ১৯২৩ সালের ২৩ শে আগস্ট তারিখে নিজেদের যাত্রা শুরু করে। ম্যানুয়েল বার্সেনা ডি আন্দ্রেস এই ক্লাবটি প্রতিষ্ঠা করেন। তার অবদানের ফলে এই ক্লাব বর্তমানে বেশ ভাল অবস্থানে আছে। এখন এই ক্লাবটির ম্যানেজার হলেন অস্কার গার্জিয়া। স্প্যানীশ খেলোয়াড় Ugo Mayo এখন ক্লাবটির অধিনায়কের দায়িত্বে আছেন।
২০০০ উয়েফা ইন্টারটোটো কাপ – এই ১ টি আন্তর্জাতিক শিরোপা আঁকড়ে আছে ক্লাবটি। অবশ্য ঘরোয়া ফুটবলে তাদের অর্জনের ঝোলা বেশ অনেকটা ভারী। সেল্টা ডি ভিগো কোন দেশের ক্লাব আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
আরো দেখুনঃ