vlxxviet mms desi xnxx

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর পরিসংখ্যান 2024

0
5/5 - (1 vote)

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর পরিসংখ্যান ২০২৪ | Argentina vs Ecuador Stats 2024

আপনারা যারা আর্জেন্টিনা বনাম ইকুয়েডর পরিসংখ্যান জানতে এসেছেন, তাদের উদ্দেশ্য করে আগে কিছু কথা বলতে চায়। চারপাশে এখন বিশ্বকাপের হাওয়া বইছে। এর মধ্যে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ছিল সৌদি আরবের সাথে। তবে অপ্রত্যাশিত ভাবে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। তবে ইতিহাসে আর্জেন্টিনার এরূপ হার আরো হয়েছিল। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি “আর্জেন্টিনা বনাম ইকুয়েডর পরিসংখ্যান” সম্পর্কে।

ইতিহাসে আর্জেন্টিনা ও ইকুয়েডর বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে একে অপরের। এদের মধ্যে আর্জেন্টিনা ও ইকুয়েডর কেউ-ই কাউকে ছাড় দেয়নি একবারও। একটি দল অপরটিকে হারিয়ে দেয়ার চেষ্টার ছিল অনড়। তবে খেলা শেষে হার-জিত থাকবেই। কোনো বার জিতে গেছে আর্জেন্টিনা, কোনো বার ইকুয়েডর। আর কখনো হয়েছে ড্র ম্যাচ। তবে ইতিহাসে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় হয়েছিল ইকুয়েডরের বিপক্ষেই। তবে চলুন দেখে নিই আর্জেন্টিনা বনাম ইকুয়েডর পরিসংখ্যান এর বিস্তারিত।

আরো দেখুন:

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ঐতিহাসিক ম্যাচগুলো

একদম শুরু থেকে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচ সংঘটিত হয়েছিল বেশ কয়েকবার। ১৯৪১ সালের ১৬ ফেব্রুয়ারিতে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আর্জেন্টিনা ও ইকুয়েডরের মধ্যে। প্রথম ম্যাচটি-তে আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে ৬ গোল করে। অন্যদিকে ইকুয়েডর করে মাত্র ১ গোল। ম্যাচটি হয়েছিল কোপা আমেরিকা উপলক্ষে। এরপর অনেকগুলো ম্যাচই অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও ইকুয়েডরের মধ্যে। তবে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু ম্যাচের বর্ণনা নিচে দেয়া হলো।

২০১৫ সাল থেকে-

২০১৫ সালের ১লা এপ্রিল আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইকুয়েডরের। সেবার মাত্র ১ গোলের ব্যবধানে হেরে যায় ইকুয়েডর। আর্জেন্টিনা দল করেছিল ২ গোল ও ইকুয়েডর করেছিল ১ গোল। ২০১৫ সালে অক্টোবর মাসের ৯ তারিখ আবারো ইকুয়েডরের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সেবার ইকুয়েডর ছিনিয়ে নেয় নিজেদের শ্রেষ্ঠত্বের দাবি। ২-০ গোলে শেষ হয়েছিল ম্যাচটি। আর্জেন্টিনা কোনো গোল করতে পারেনি। কিন্তু ইকুয়েডরের বল টানা ২ বার জড়িয়েছিল গোলপোস্টের মাঝে। 

২০১৭ সালে ১১ অক্টোবর তৃতীয়বারের মতো মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইকুয়েডর। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফার্স এ তখন ইকুয়েডর করেছিল ১ গোল। তার বিপরীতে আর্জেন্টিনা করেছিল ৩ গোল। ২ গোলের  ব্যবধানে সেবার-ও আর্জেন্টিনা জিতে গিয়েছিল ইকুয়েডরের বিপক্ষে। 

চতুর্থবারের মতো আর্জেন্টিনা ও ইকুয়েডর একে অপরের মুখোমুখি হয় ২০১৯ সালের অক্টোবর মাসের ১৩ তারিখ। ইতিহাসে আর্জেন্টিনা ও ইকুয়েডর পরিসংখ্যান এর ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম বড় জয় ছিল সেবার। ইকুয়েডর তার বল গোলপোস্টে নিয়েছিল মাত্র ১ বার। আর অপরদিকে আর্জেন্টিনা গোলপোস্টে বল নিয়েছে ৬ বার। ৬-১ গোলে আর্জেন্টিনার জয় হয় তখন।

২০২০ সালে অক্টোবরের ৯ তারিখ ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা ১ গোল করে। অপরদিকে ইকুয়েডরের স্কোর বোর্ডে তখনো গোলের পরিমাণ শূন্য। এভাবে সে ম্যাচটা জিতে যায় আর্জেন্টিনা।  ২০২১ সালে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকা-র ম্যাচে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গড়িয়েছিল আর্জেন্টিনা ও ইকুয়েডর এই দুই দলই। তখন ইকুয়েডর কোন গোল করতে পারেনি ও আর্জেন্টিনা করে ফেলে ৩ গোল।

সেবার আর্জেন্টিনা ও ব্রাজিল ফাইনালে উঠেছিল, আর আর্জেন্টিনা জিতে নিয়েছিল কোপা আমেরিকার কাপ। ২০২২ সালে মার্চ মাসের ২৯ তারিখ অনুষ্ঠিত হওয়া আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচে দুই দল-ই হাড্ডাহাড্ডি লড়াই করে। শেষ পর্যন্ত উভ পক্ষ ১ গোল করে ম্যাচটি ড্র করে ফেলে। 

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর পরিসংখ্যান ২০২৪ | Argentina vs Ecuador Stats 2024

ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর মোট ৩৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচগুলো কোন তারিখে অনুষ্ঠিত হয়েছিল,  কোন দল কতগুলো গোল করেছিল সেই পরিসংখ্যান এখন আমরা জানবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম ইকুয়েডর পরিসংখ্যান:

তারিখ/সময়দলগোলবিজয়ী দলপ্রতিযোগী
১৬ ফেব্রুয়ারী, ১৯৪১আর্জেন্টিনা বনাম ইকুয়েডর৬-১আর্জেন্টিনাCopa America
২২ জানুয়ারি, ১৯৪২আর্জেন্টিনা বনাম ইকুয়েডর১২-০আর্জেন্টিনাCopa America
৩১ জানুয়ারি, ১৯৪৫আর্জেন্টিনা বনাম ইকুয়েডর৪-২আর্জেন্টিনাCopa America
২৫ ডিসেম্বর, ১৯৪৭আর্জেন্টিনা বনাম ইকুয়েডর২-০আর্জেন্টিনাCopa America
৯ মার্চ, ১৯৫৫আর্জেন্টিনা বনাম ইকুয়েডর৪-০আর্জেন্টিনাCopa America
১৭ মার্চ, ১৯৫৭আর্জেন্টিনা বনাম ইকুয়েডর৩-০আর্জেন্টিনাCopa America
১২ ডিসেম্বর, ১৯৫৯আর্জেন্টিনা বনাম ইকুয়েডর১-১ড্রCopa America
৪ ডিসেম্বর, ১৯৬০আর্জেন্টিনা বনাম ইকুয়েডর৬-৩আর্জেন্টিনাFIFA World Cup
১৭ ডিসেম্বর, ১৯৬০আর্জেন্টিনা বনাম ইকুয়েডর৫-০আর্জেন্টিনাFIFA World Cup
২০ মার্চ, ১৯৬৩আর্জেন্টিনা বনাম ইকুয়েডর৪-২আর্জেন্টিনাCopa America
১০ আগস্ট, ১৯৮৩আর্জেন্টিনা বনাম ইকুয়েডর২-২ড্রCopa America
২ জুলাই, ১৯৮৭আর্জেন্টিনা বনাম ইকুয়েডর৩-০আর্জেন্টিনাCopa America
১৩ এপ্রিল, ১৯৮৯আর্জেন্টিনা বনাম ইকুয়েডর২-২ড্রInternational Friendly
৪ জুলাই, ১৯৮৯আর্জেন্টিনা বনাম ইকুয়েডর0-0ড্রCopa America
২৫ মে, ১৯৯৪আর্জেন্টিনা বনাম ইকুয়েডর০-১ইকুয়েডরInternational Friendly
২ জুন, ১৯৯৬আর্জেন্টিনা বনাম ইকুয়েডর০-২ইকুয়েডরFIFA World Cup
৩০ এপ্রিল, ১৯৯৭আর্জেন্টিনা বনাম ইকুয়েডর২-১আর্জেন্টিনাFIFA World Cup
১১ জুন, ১৯৯৭আর্জেন্টিনা বনাম ইকুয়েডর0-0ড্রCopa America
১ জুলাই, ১৯৯৯আর্জেন্টিনা বনাম ইকুয়েডর৩-১আর্জেন্টিনাCopa America
১৯ জুলাই, ২০০০আর্জেন্টিনা বনাম ইকুয়েডর২-০আর্জেন্টিনাFIFA World Cup
১৪ আগস্ট, ২০০১আর্জেন্টিনা বনাম ইকুয়েডর২-০আর্জেন্টিনাFIFA World Cup
৩০ মার্চ, ২০০৪আর্জেন্টিনা বনাম ইকুয়েডর১-০আর্জেন্টিনাFIFA World Cup
৭ জুলাই, ২০০৪আর্জেন্টিনা বনাম ইকুয়েডর৬-১আর্জেন্টিনাCopa America
৪ জুন, ২০০৫আর্জেন্টিনা বনাম ইকুয়েডর০-২ইকুয়েডরFIFA World Cup
১৫ জুন, ২০০৮আর্জেন্টিনা বনাম ইকুয়েডর১-১ড্রFIFA World Cup
১০ জুন, ২০০৯আর্জেন্টিনা বনাম ইকুয়েডর০-২ইকুয়েডরFIFA World Cup
২১ এপ্রিল, ২০১১আর্জেন্টিনা বনাম ইকুয়েডর২-২ড্রInternational Friendly
২ জুন, ২০১২আর্জেন্টিনা বনাম ইকুয়েডর৪-০আর্জেন্টিনাFIFA World Cup
১১ জুন, ২০১৩আর্জেন্টিনা বনাম ইকুয়েডর১-১ড্রFIFA World Cup
১৫ নভেম্বর, ২০১৩আর্জেন্টিনা বনাম ইকুয়েডর০-০ড্রInternational Friendly
৩১ মার্চ, ২০১৫আর্জেন্টিনা বনাম ইকুয়েডর২-১আর্জেন্টিনাInternational Friendly
৮ অক্টোবর, ২০১৫আর্জেন্টিনা বনাম ইকুয়েডর০-২ইকুয়েডরFIFA World Cup
১০ অক্টোবর, ২০১৭আর্জেন্টিনা বনাম ইকুয়েডর৩-১আর্জেন্টিনাFIFA World Cup
১৩ অক্টোবর ২০১৯আর্জেন্টিনা বনাম ইকুয়েডর৬-১আর্জেন্টিনাInternational Friendly
৮ অক্টোবর, ২০২০আর্জেন্টিনা বনাম ইকুয়েডর১-০আর্জেন্টিনাFIFA World Cup
৩ জুলাই, ২০২১আর্জেন্টিনা বনাম ইকুয়েডর৩-০আর্জেন্টিনাCopa America
২৯ মার্চ, ২০২২আর্জেন্টিনা বনাম ইকুয়েডর২-২ড্রFIFA World Cup

উপরের সবগুলো পরিসংখ্যান লক্ষ করলে দেখা যায় যে আর্জেন্টিনার জয় প্রচুর বেশি। অপর দিকে ইকুয়েডরের পারফরম্যান্স ততটা ভালো নয়।

আরো দেখুন:

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর পরিসংখ্যান থেকে আর্জেন্টিনা সবচেয়ে বড় জয়

ইতিহাসে কোপা আমেরিকার একটি ম্যাচে ১৯৪২ সালের ২২ শে জানুয়ারি ইকুয়েডর ও আর্জেন্টিনা একে অপরের মুখোমুখি হয়েছিল ২য় বারের মতো। তবে তখন ইকুয়েডরের ০ গোলের পরিবর্তে আর্জেন্টিনা করে মোট ১২ টি গোল। এটাই ছিল ইকুয়েডর ও আর্জেন্টিনার হওয়া ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। তবে ইকুয়েডরের সবচেয়ে বড় হার। 

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর কে শক্তিশালী?

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায়, আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে যতটা ভালো খেলেছে, ইকুয়েডর তেমনটা ফেরত দিতে সক্ষম হয়নি। তবে প্রতিটি দলই চেষ্টা করে নিজের সেরাটা দিয়ে খেলতে। ইকুয়েডর-ও চেষ্টা করছে। তবে আর্জেন্টিনা দলটির কাছে ইকুয়েডর অনেকটা দূর্বল হলেও মাঠের মধ্যে ইকুয়েডরকে বেশ হিংস্র দল হিসেবেই দেখা যায়। তবে এই চেষ্টায় তারা সফল হয়েছিল মাত্র ৫ বার। তবে বর্তমানে ইকুয়েডর দলের পারফরমেন্স যথেষ্ট ভালো।

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর লাইভ ম্যাচ 2024

২০২২ সালের ফুটবল বিশ্বকাপে বাছাই পর্বে ইকুয়েডর ও আর্জেন্টিনার একসাথে কোনো ম্যাচ নেই। তবে ভাগ্যক্রমে এই দুই দলের দেখা হলেও হতে পারে পরের রাউন্ডে। যদি খেলা হয় তাহলে আমরা অবশ্যই আপডেট পরিসংখ্যান জানিয়ে দিবো।

সর্বশেষ কথা: আশা করি আজকের আর্জেন্টিনা বনাম ইকুয়েডর পরিসংখ্যান থেকে আপনারা সবটুকু জানতে পেরেছেন। এরকম আরো তথ্য পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। আর আজকের এই পোস্টটি আপনার যে বন্ধুরা আর্জেন্টিনা দল সাপোর্ট করে তাদের সাথে শেয়ার করুন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex