বাংলাদেশের জাতীয় খেলা কি?
বাংলাদেশের জাতীয় খেলা কি? | Bangladeshr Jatiyo Khela Ki
“বাংলাদেশ” স্বাধীন এই দেশটি ঐতিহ্য ও সৌন্দর্যে ভরপুর কিন্তু বাংলাদেশের জাতীয় খেলা কি? বাংলাদেশের জাতীয় খেলা হলো হা-ডু-ডু বা কাবাডি। এটি গ্রাম-বাংলার ঐতিহ্যগত খেলা।
“কাবাডি” যা প্রাচীণ ভারত থেকে আগত একটি খেলা বলে মনে করা হয়। এটি বাংলাদেশ ছাড়াও ভারতের অনেক রাজ্যেরও প্রধান একটি খেলা। এটি বাংলাদেশে বেশ জনপ্রিয় খেলা। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ কাবাডি দল ২০০৪ এবং ২০০৭ সালে তৃতীয় স্থান অর্জন করেছিল।
আরেকটি মজার বিষয় হলো বাংলাদেশ ছাড়াও কাবাডি নেপালেরও জাতীয় খেলা। ১৯৯০, ১৯৯৪ এবং ২০০২ সালে বাংলাদেশ কাবাডি দল এশিয়ান গেমসে রৌপ্য এবং ১৯৯৮, ২০০৬, ২০১০ এবং ২০১৪ সালে ব্রোঞ্জ জিতেছে। মূলত ভারতের পর পরই বাংলাদেশ কাবাডি খেলায় আন্তর্জাতিকভাবে সেরা একটি দল। গ্রাম-বাংলার মানুষের কাছে বিনোদনের অন্যতম উৎস হলো এই কাবাডি খেলা।
আরো দেখুনঃ
সমাপ্ত: এশিয়া মহাদেশের গ্রীষ্মমন্ডলীয় দেশগুলোর জনপ্রিয় একটি খেলা হলো কাবাডি পাশাপাশি এটি ভারত উপমহাদেশেরও প্রাচীন খেলাগুলোর মধ্যে একটি। অঞ্চলভিত্তিকভাবে এই খেলাটি বেশি অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশের জাতীয় খেলা কি আশা করছি প্রশ্নটির উত্তর পেয়েছেন।