ব্রাজিল বনাম ভেনেজুয়েলা পরিসংখ্যান 2023
ব্রাজিল বনাম ভেনেজুয়েলা পরিসংখ্যান 2023 | Brazil vs Venezuela Stats 2023
ব্রাজিলের খেলা আসলেই যেন ব্রাজিল ফ্যানদের মনে অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। আর যেহুতু তাদের প্রিয় ফুটবল দলের খেলা ভেনেজুয়েলার সাথে আছে। সেহুতু তারা অনেকেই ব্রাজিল বনাম ভেনেজুয়েলা পরিসংখ্যান জানতে চাইবে। মূলত সেইসব মানুষের জন্যই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।
কারণ, আজকে আমি ব্রাজিল বনাম ভেনেজুয়েলা পরিসংখ্যান শেয়ার করবো। যে পরিসংখ্যান থেকে আপনি এই দুটো ফুটবল দলের খেলার সকল তথ্য জানতে পারবেন।
ব্রাজিল বনাম ভেনেজুয়েলা পরিসংখ্যান 2023
এখন পর্যন্ত এই দুটো দলের মধ্যে অনেক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিলো। তবে সেগুলোর মধ্যে অধিকাংশ ম্যাচে ব্রজিল জয়লাভ করতে পেরেছে। আর তাদের মধ্যে মোট কতগুলো ম্যাচের আয়োজন করা হয়েছিলো।
আর সেই ম্যাচ গুলোতে কে কতবার বিজয় অর্জন করতে পেরেছে। সেই তালিকা টি আপনি নিচের ব্রাজিল বনাম ভেনেজুয়েলা পরিসংখ্যান থেকে দেখতে পারবেন।
Brazil vs Venezuela Stats-
- মোট ম্যাচঃ ২৯ টি,
- ড্র ম্যাচ এর সংখ্যাঃ ০৩,
- ব্রাজিলের জয়লাভঃ ২৪ টি,
- ভেনেজুয়েলার জয়লাভঃ ০২ টি,
তো যারা আসলে এই দুটো দলের পরিসংখ্যান দেখতে চেয়েছেন। তাদের জন্য উপরের তালিকায় ব্রাজিল বনাম ভেনেজুয়েলা পরিসংখ্যান শেয়ার করা হয়েছে।
আরো দেখুন:
ব্রাজিল বনাম ভেনেজুয়েলা কে বেশি শক্তিশালী?
যদি আপনি উপরের ভেনেজুয়েলা বনাম ব্রাজিল পরিসংখ্যান দেখেন। তাহলে এটা সহজেই অনুমান করতে পারবেন যে, ভেনেজুয়েলার চাইতে ব্রাজিল অধিক শক্তিশালী। কেননা, তাদের মধ্যে আয়েঅজিত সকল খেলার মধ্যে ব্রাজিল অধিকাংশ ম্যাচে জয়লাভ করতে পেরেছে।
এখানে প্রতিটি খেলার লাইভ দেখাসহ, খেলার পূর্ব ভেনিজুয়েলা বনাম ব্রাজিল লাইভ ম্যাচ বিস্তারিত দেওয়া আছে।
এখানে দেখুন: ফুটবল লাইভ দেখার উপায়.
আপনার জন্য আমার কিছুকথা
প্রতি বছর বিভিন্ন সময়ে ফুটবল খেলার আয়োজন করা হয়। আর সেই খেলার ফলাফল গুলো সংগ্রহ করে আজকের শেয়ার করা ব্রাজিল বনাম ভেনেজুয়েলা পরিসংখ্যানটি আপডেট করে দেওয়া হবে।
আর আপনি যদি সেই আপডেট তথ্য গুলো বিনামূল্যে পেতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।