ফ্রান্সের জাতীয় খেলা কি?
ফ্রান্সের জাতীয় খেলা কি? | Franceae Jatiyo Khala Ki
ফ্রান্সবাসীদের কাছে খেলাধুলা একটি নিত্যনৈমিত্তিক ব্যপার। বিশ্বের অন্যান্য ক্রীড়াপ্রেমী দেশগুলোর মতো ফ্রান্সও জনপ্রিয় তাদের খেলাধুলার জন্য। ফ্রান্সের জনগণ খেলাধূলার প্রতি এতটা বেশি আকর্ষিত যে পুরুষদের দুই-তৃতীয়াংশ এবং নারীদের এক-তৃতীয়াংশ সক্রিয়ভাবে কোন না কোন খেলায় অংশগ্রহণ করে প্রতিবছরই। ফ্রান্সে কোন না কোন আন্তর্জাতিক টুনামেন্ট অনুষ্ঠিত হয় তার মধ্যে ফ্রান্স অন্যতম বিভিন্ন স্বর্ণপদক জয়ের ক্ষেত্রে।
কিন্তু খেলাপ্রেমী এই দেশটির প্রধান খেলা কি বা ফ্রান্সের জাতীয় খেলা কি? ফ্রান্সের জাতীয় খেলা হলো ফুটবল।
ফুটবল ছাড়াও ফ্রান্সের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে রয়েছে টেনিস এবং সাইক্লিং। ফুটবল ছাড়াও টেনিস এবং সাইক্লিংকেও ফ্রান্সের জাতীয় খেলা হিসেবে ধরা হয়। ফুটবলে ফ্রান্স ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছে। ২০২২ কাতার বিশ্বকাপেও তার ফাইনালে বিজয়ী দল আজেন্টিনার মুখোমুখি হয়েছিল।
আরো দেখুনঃ
সমাপ্তি: ফ্রান্স খেলাধূলা প্রিয় একটি জাতি। খেলাধুলাকে তারা আনন্দের সাথে সাথে শারিরীক কসরত হিসেবেও গণ্য করে থাকে। জাতীয় খেলা ঐভাবে নির্দিষ্ট না হলেও ফ্রান্সের জাতীয় খেলা কি এই প্রশ্নের উত্তরে বলতে হয় ফুটবল এরপরেই রয়েছে টেনিস এবং সাইক্লিং।