লিভারপুল কোন দেশের ক্লাব?
লিভারপুল কোন দেশের ক্লাব? | লিভারপুল ক্লাবের প্রতিষ্ঠাতা কে? | Liverpool Which Country Club?
বর্তমানে লিভারপুল ফুটবল ক্লাব ইংল্যান্ডের বেশ জনপ্রিয় একটি ক্লাব। তবে লিভারপুল নামেই বেশি পরিচিত। চলুন তাহলে জেনে নেওয়া যাক লিভারপুল কোন দেশের ক্লাব সে সম্পর্কে।
আরো দেখুনঃ সরাসরি ফুটবল খেলা দেখার সফটওয়্যার.
লিভারপুল কোন দেশের ক্লাব?
মূলত লিভারপুল ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগের একটি পেশাদার ক্লাব। ডাক নাম হল দ্য রোডস। এই ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হলেন ইয়ান রাশ। ১৮৯২ সাল থেকে অ্যানফিল্ড রোডে তাদের হোম ম্যাচগুলো খেলে আসছে।
লিভারপুল ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
জন হোল্ডিং ১৮৯২ সালের ১৫ মার্চ এই ক্লাবটি প্রতিষ্ঠা করে। ১৮৯৩ সালে ফুটবল লীগের সদস্য হয়। ১৯০১ সালে প্রথমবারের মতো বিভাগ-১ জিতে নেয়। বিল শ্যাঙ্কলিকে ১৯৫৯ সালে ম্যানেজার হিসেবে নিয়ে নিযুক্ত করা হয়। ১৯৬৫ সালে লিভারপুল প্রথম এফএ কাপ জিতে।
লিভারপুল ১৯৮৪ সালে, তাদের প্রথম ট্রেবল জয় করে। ইয়ান রাশ ১৯৮৩-৮৪ মৌসুমে ৪৭ গোল করে ক্লাবের হয়ে নতুন রেকর্ড তৈরি করেন। ২০০৬ সালে ক্লাবের নতুন মালিক হন আমেরিকান ব্যবসায়ী টম হিকস। ২০১৮ সালের ফিলিপ কুতিনহোকে ১২০ মিলিয়নে বার্সেলোনায় বিক্রি করে নতুন ইতিহাস সৃষ্টি করে।
আরো দেখুনঃ
লিভারপুল ক্লাব মোট ১৯টি ফুটবল লিগ, ৭টি এফ.এ.কাপ, ৬টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে। এটা থেকে বোঝায় যাচ্ছে যে, ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল কতটা শক্তিশালী দল। বর্তমানে লিভারপুল ক্লাবের ম্যানেজার হলেন ইয়ুর্গেন ক্লিপ।