ম্যালোর্কা রায়ো কোন দেশের ক্লাব?
ম্যালোর্কা রায়ো কোন দেশের ক্লাব? | ম্যালোর্কা রায়ো ক্লাবের প্রতিষ্ঠাতা কে? | Mallorca Rayo Which Country Club?
Royal Sporting Club হিসেবে বেশ নামডাক আছে ক্লাবটির। বর্তমানে লা লিগার হয়ে এই ক্লাবটি প্রতিদ্বন্দ্বীতা করছে। এই লেখায় ম্যালোর্কা রায়ো কোন দেশের ক্লাব সেটি সম্পর্কে জানবো।
আরো দেখুনঃ চ্যাম্পিয়নস লিগ কে কতবার জিতেছে?
ম্যালোর্কা রায়ো কোন দেশের ক্লাব?
মূলত স্পেনের ফুটবল লিগ লা-লিগায় ম্যালোর্কা রায়ো খেলে। বিশ্বের প্রথম শ্রেণীর ফুটবল লিগ এই লা-লিগা।
ম্যালোর্কা রায়ো ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
Mallorca Rayo ক্লাবটি তাদের যাত্রা শুরু করেছিল ১৯১৬ সালে মার্চ মাসের ৫ তারিখে। এই ক্লাবটিকে সম্পূর্ণ রূপ প্রদান করার জন্য ইঞ্জিনিয়ার “অ্যাডলকো ভাজকুয়েজ হুমাস্ক” তার ৮ জন সহকর্মী কাজ করেন।
প্রথম বারের মতো বুয়েন্স এইরেসের মাঠে ম্যাচ খেলতে নামে ক্লাবটি। আর ধীরে ধীরে ফুটবল জগতে নিজেদের পারদর্শীতার প্রমাণ দেয়। এ পর্যন্ত নিজেদের অর্জনের ঝুলিতে বেশ কিছু শিরোপা অন্তর্ভুক্ত করেছে ক্লাবটি। লা লিগা ম্যাচ জয়, সেরা লা লিগা পজিশন এর দিক থেকে ভালো করেছে ক্লাবটি।
এক মৌসুমে সবচেয়ে বেশি মোট ৬৯ গোল করার রেকর্ডও আছে ম্যালোর্কা রায়ো ক্লাবটির দখলে। সব মিলিয়ে অন্যান্য ক্লাবের মতো এখন এটিও বেশ ভালো ভাবেই ফুটবল বিশ্বে এগিয়ে চলেছে।
আরো দেখুনঃ