ন্যান্টেস কোন দেশের ক্লাব?
ন্যান্টেস কোন দেশের ক্লাব? | ন্যান্টেস ক্লাবের প্রতিষ্ঠাতা কে? | Nantes Which Country Club?
বর্তমানে ফরাসি পেশাদার ক্লাব হিসেবে ন্যান্টেস ফুটবল ক্লাব অন্যতম সফল একটি দল ৷ ক্লাবটি এখন ফরাসি ফুটবল লীগ এর শীর্ষ স্তর লীগ-১ এ খেলছে। ক্লাবটিকে সফল দল বলার বড় কারণ হল আটটি লীগ-১ শিরোপা জিতেছে৷ আজ এই লেখাতে, ন্যান্টেস কোন দেশের ক্লাব সে-সম্পর্কে জানবো।
ন্যান্টেস কোন দেশের ক্লাব?
ক্লাবটি ফ্রান্সের পেস দে লা লোয়ার এর ন্যান্টেস এ অবস্থিত। ন্যান্টেস ক্লাবের সম্পূর্ণ নাম- ফুটবল ক্লাব দে ন্যান্টেস। আর ডাকনাম গুলো La Maison Jaune, Les Canaris।
ন্যান্টেস ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
ন্যান্টেস ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। তখন অনেক গুলো ক্লাব মিলে একত্রে বড় একটি ক্লাব গঠন করেছিল। আজ থেকে ৭৯ বছর আগে ১৯৪৩ সালের ২১ এপ্রিল ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়।
আরো দেখুনঃ
এখন ক্লাবের প্রেসিডেন্ট ওয়ালডেমার কিটা। আর প্রধান কোচ হিসেবে আছেন অ্যান্টোনি কোম-বোওয়ারে। ক্লাবটি ফরাসি ইতিহাসে বেশ কিছু শিরোপা অর্জন করেছে। কোপা দে লীগে ১ বার (১৯৬৪-৬৫) ও ট্রফি দেস চ্যাম্পিয়ন এ ৩ বার বিজয়ী ক্লাবটি (১৯৬৫, ১৯৯৯, ২০০১)। আশা করি, আপনারা সকলে জানতে পেরেছেন, ন্যান্টেস কোন দেশের ক্লাব।