পর্তুগাল খেলোয়ারের নাম ও ছবি
পর্তুগাল বিশ্বকাপ স্কোয়াড ও পর্তুগাল খেলোয়ারের নাম ও ছবি ২০২২
আজকে আপনাদের সাথে শেয়ার করবো পর্তুগাল খেলোয়ারের নাম। তার আগে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। কাতার বিশ্বকাপ ২০২২ এর গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ দিকে। রাউন্ড অফিস থেকে খেলা শুরু হবে আগামী চার তারিখ থেকে। এর মধ্যে পর্তুগালদাদের রাউন্ড অফ সিক্সটিন এর জায়গা পাকাপোক্ত করে ফেলেছে। এবারের বিশ্বকাপে পর্তুগাল আক্রমণাত্মক ভাবে ফুটবল খেলছে।
যার ফলে প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়লাভ করে। তাছাড়া পর্তুকার দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ এটি। তাই রোলানদোর শেষ মত রাঙিয়ে দেওয়ার জন্য পর্তুগাল দল এবার বেশ ছন্দে রয়েছে। তাই আজকে আমরা আলোকপাত করবো কাতার বিশ্বকাপ ২০২২ এ দলে অন্তর্ভুক্ত পর্তুগাল খেলোয়ারের নাম নিয়ে। চলুন শুরু করা যাক
আরো দেখুন: পর্তুগাল খেলা কোন চ্যানেলে দেখাবে?
পর্তুগাল বিশ্বকাপ স্কোয়াড ২০২২ ও পর্তুগাল খেলোয়ারের নাম
কাতার বিশ্বকাপ ২০২২ এর জন্য কোচ ফার্নান্দো সান্তোস খেলোয়ারদের ইনজুরি ও ফর্ম নিয়ে দুশ্চিন্তার কারণে তিনি বিশ্বকাপের আগে একটি ৫৫ সদস্যের অস্থায়ী স্কোয়াড সিলেট করেন। এরপর কোচ সান্তোস ২৬ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করেন। চলুন জেনে নিই মূল স্কোয়াড এর পর্তুগাল খেলোয়ারের নাম:
অবস্থান | না. | প্লেয়ার | ক্লাব | বয়স | ক্যাপস |
জিকে (GK) | ১ | রুই প্যাট্রিসিও (Rui Patricio) | রোম (ITA) | ৩৪ | ১০৪ |
জিকে (GK) | ১২ | জোসে সা (Jose Sa) | নেকড়ে (ENG) | ২৯ | ০ |
জিকে (GK) | ২২ | ডিয়োগো কস্তা (Diogo Costa) | পোর্তো (POR) | ২৩ | ৭ |
ডিইএফ (DEF) | ৩ | পেপে (Pepe) | পোর্তো (POR) | ৩৯ | ১২৮ |
ডিইএফ (DEF) | ৬ | রাফায়েল গুয়েরেইরো (Raphael Guerreiro) | বরুশিয়া ডর্টমুন্ড (GER) | ২৮ | ৫৬ |
ডিইএফ (DEF) | ২ | ডিওগো ডালট (Diogo Dalot) | ম্যানচেস্টার ইউনাইটেড (ENG) | ২৩ | ৬ |
ডিইএফ (DEF) | ২৪ | আন্তোনিও সিলভা (Antonio Silva) | বেনফিকা (POR) | ১৯ | ০ |
ডিইএফ (DEF) | ৪ | রুবেন ডিয়াস (Ruben Dias) | ম্যানচেস্টার সিটি (ENG) | ২৫ | ৩৯ |
ডিইএফ (DEF) | ১৯ | নুনো মেন্ডেস (Nuno Mendes) | পিএসজি (এফআরএ) | ২০ | ১৬ |
ডিইএফ (DEF) | ১৩ | দানিলো পেরেইরা (Danilo Pereira) | পিএসজি (এফআরএ) | ৩১ | ৬৩ |
ডিইএফ (DEF) | ২০ | জোয়াও ক্যানসেলো (João Cancelo) | ম্যানচেস্টার সিটি (ENG) | ২৮ | ৩৭ |
মাঝামাঝি (MID) | ২৫ | ওটাভিও (Otavio) | পোর্তো (POR) | ২৭ | ৭ |
মাঝামাঝি (MID) | ৬ | জোয়াও স্ট্র (João Straw) | ফুলহাম (ENG) | ২৭ | ১৫ |
মাঝামাঝি (MID) | ৮ | ব্রুনো ফার্নান্দেস (Bruno Fernandes) | ম্যানচেস্টার ইউনাইটেড (ENG) | ২৮ | ৪৮ |
মাঝামাঝি (MID) | ২৩ | ম্যাথিউস নুনেস (Matheus Nunes) | নেকড়ে (ENG) | ২৪ | ৯ |
মাঝামাঝি (MID) | ১৪ | উইলিয়াম কারভালহো (William Carvalho) | রিয়েল বেটিস (ESP) | ৩০ | ৭৫ |
মাঝামাঝি (MID) | ১৬ | ভিতিনিহা (Vitinha) | পিএসজি (এফআরএ) | ২২ | ৪ |
মাঝামাঝি (MID) | ১৭ | জোয়াও মারিও (Joao Mario) | বেনফিকা (POR) | ২৯ | ৫২ |
মাঝামাঝি (MID) | ১৮ | রুবেন নেভেস (Ruben Neves) | নেকড়ে (ENG) | ২৫ | ৩১ |
FWD (ফরওয়ার্ড) | ১০ | বার্নার্ডো সিলভা (Bernardo Silva) | ম্যানচেস্টার সিটি (ENG) | ২৮ | ৭২ |
FWD (ফরওয়ার্ড) | ৭ | ক্রিস্টিয়ানো রোনালদো (Cristiano Ronaldo) | Manchester United (ENG) | ৩৭ | ১৯১ |
FWD (ফরওয়ার্ড) | ২১ | রিকার্ডো হোর্টা (Ricardo Horta) | ব্রাগা (POR) | ২৮ | ৫ |
FWD (ফরওয়ার্ড) | ১৫ | রাফেল লিও (Raphael Leo) | এসি মিলান (ITA) | ২৩ | ১১ |
FWD (ফরওয়ার্ড) | ১১ | জোয়াও ফেলিক্স (Joao Felix) | অ্যাটলেটিকো মাদ্রিদ (ESP) | ২২ | ২৩ |
FWD (ফরওয়ার্ড) | ২৬ | গনসালো রামোস (Gonçalo Ramos) | বেনফিকা (POR) | ২১ | ০ |
FWD (ফরওয়ার্ড) | ৯ | অ্যান্ড্রু সিলভা (Andrew Silva) | RB Leipzig (GER) | ২৬ | ৫১ |
সুতরাং এতদিন আপনারা যারা কাতার বিশ্বকাপ ২০২২ এ পর্তুগাল খেলোয়ারের নাম জানতেন না তারা উপরের ছকটি ভালো করে পড়লে পর্তুগাল খেলোয়ারের নাম জানতে পারবেন।
পর্তুগাল জাতীয় দলের মূল শক্তি, তারকা ও দুর্বলতা
পর্তুগাল ২০০৬ সাল থেকে বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন পেরোতে ব্যর্থ হয়েছে। তাছাড়া ইউরো ২০২০ এ প্রথম নকআউট পর্যায়ে হেরে যায়। কিন্তু কাতার বিশ্বকাপে পর্তুগাল দুর্দান্তভাবে খেলা শুরু করে এবং খুব সহজেই রাউন্ড সিক্সটিনে চলে যায়।
তারকা-
রোনালদো, রুবেন ডিয়াস, ব্রুনো ফার্নান্দেস এবং বার্নার্দো সিলভা হল পর্তুগাল দলের মূল তারকা। এরা সব সময় গোল করার জন্য মুখিয়ে থাকে। তাই কাতার বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে পর্তুগাল যদি ম্যাচটি জিততে চায়। তাহলে অবশ্যই এই খেলোয়াড়দের ভালো পারফরম্যান্স দেখাতে হবে। তাছাড়া এই খেলোয়ারগুলো ইউরোপের সেরা ক্লাবগুলোতেও খেলে থাকে এবং সেখানেও তাদের পারফর্মেন্স যথেষ্ট ভালো।
মূলশক্তি-
উপরে চারজন খেলোয়াড় কোচ সান্তোসের প্রথম পছন্দ। তবে লিভারফুলের তারকা দিয়াগো জোতার ইনজুরি দলের বড় সমস্যার কারণ হয়েছে। রোনালদোর অতিরিক্ত চাপ কমানোর জন্য জোয়াও ফেলিক্স কে অবশ্যই ভালো পারফরম্যান্স করতে হবে। তাছাড়া অভিজ্ঞ পেঁপের সাথে ডিয়াসের বোঝাপড়া দলের ওপর বেশ ইতিবাচক প্রভাব ফেলছে। তবে ম্যাচ জিততে হলে অবশ্যই সব খেলোয়াড়দের ভালো খেলতে হবে।
দুর্বলতা-
পর্তুগাল দলের সবথেকে বড় দুর্বলতা বা সমস্যা হচ্ছে ডিফেন্সে খেলোয়াড়দের গতির অভাব। বিপক্ষ দলের আক্রমণ ঠেকাতে একটু হিমশিম খেয়ে যাচ্ছে পর্তুগাল দলের ডিফেন্সিভ খেলোয়াড়রা। তাছাড়া মিডফিল্ডে ও ভারসাম্য নিয়ে একটু সমস্যা দেখা দিচ্ছে। তাই পরবর্তী ম্যাচগুলো পর্তুগাল কে জিততে হলে অবশ্যই এই দুর্বলতা গুলো কাটাতে হবে।
পর্তুগাল বিশ্বকাপ গ্রুপ ফলাফল
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ এ পর্তুগাল দল ফিফা র্যাংকিংয়ের নয় নম্বর দল হিসেবে খেলতে আসে। পর্তুগাল এবারের বিশ্বকাপে গ্রুপ H পড়েছে। ঘানা বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামে পর্তুগাল। প্রথমে প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে বিশ্বকাপ যাত্রা শুরু করে। দ্বিতীয় ম্যাচ ছিল শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে।
কিন্তু সেই ম্যাচে ও উরুগুয়ে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে দেয় এবং রাউন্ড অফ সিক্সটিনে নিজেদের জায়গা পাকাপাকি করে ফেলে। পর্তুগাল গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলতে নামবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে ২ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯ টায়। এই ম্যাচ জিতে গেলে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করবে।
আরো দেখুন: বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে?
সর্বশেষ কথা: আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা এতদিন যারা পর্তুগাল খেলোয়ারের নাম জানতেন না, সকলে তা জানতে পেরেছেন। তাই আজকের এই পোস্টটি আপনার পর্তুগাল সাপোর্টার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া কাতার বিশ্বকাপ ২০২২ এর সকল আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন এবং আমাদের সঙ্গেই থাকুন।