পিএসএল 2023 সময়সূচী
পিএসএল 2023 সময়সূচী | PSL 2023 Schedule
PSL (পাকিস্তান সুপার লিগ) হলো, পকিস্তান এর অন্যতম একটি টি টুয়েন্টি লীগ প্রতিযোগীতার নাম। যে ক্রিকেট লীগের খেলায় পাকিস্তানি পেশাদার ক্রিকেটাররা অংশগ্রহন করে থাকে। আর আমরা জানি যে, ইতিমধ্যে পিএসএল 2023 সময়সূচী প্রকাশ করা হয়েছে। আর সেই পিএসএল 2023 সময়সূচী অনুযায়ী, উক্ত লীগের খেলা চলমান থাকবে, ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ থেকে মার্চ এর ১৯ তারিখ পর্যন্ত।
এক নজরে পিএসএল 2023
আজকে আমরা অবশ্যই পিএসএল 2023 সময়সূচী উল্লেখ করবো। তবে তার আগে আমরা ২০২৩ সালের পিএসএল সম্পর্কে কিছু অজানা তথ্য জানবো। যেমন,
- আয়োজনের নামঃ PSL (পাকিস্তান সুপার লিগ),
- মোট দলেরর সংখ্যাঃ ০৬ টি,
- খেলার ধরনঃ টি টুয়েন্টি,
- খেলা শুরুর তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩,
- ফাইনাল খেলার তারিখঃ মার্চ ১৯, ২০২৩,
- মোট ম্যাচের সংখ্যাঃ ৩৪ টি,
- মোট ভ্যানুর সংখ্যাঃ ০৪ টি,
তো উপরের তালিকা তে আপনি পিএসএল ২০২৩ এর সংক্ষিপ্ত বিবরনী দেখতে পাচ্ছেন। চলুন, এবার তাহলে পিএসএল 2023 সময়সূচী দেখে নেয়া যাক।
আরো দেখুন:- পিএসএল লাইভ ম্যাচ দেখার উপায়.
পিএসএল 2023 সময়সূচী
আমরা জানি যে, পিএসএল ক্রিকেট লীগের খেলাতে মোট ০৬ টি দল অংশগ্রহন করবে। আর এই ক্রিকেট দল গুলোর খেলা কোন দিন, কখন অনুষ্ঠিত হবে। সেই তালিকা গুলো আপনি নিচের পিএসএল 2023 সময়সূচী থেকে দেখে নিতে পারবেন।
পিএসএল 2023 সময়সূচী – PSL 2023 Schedule | ||||
নং | খেলার তারিখ | প্রতিযোগী দলের নাম | বাংলাদেশ সময় | ভ্যানুর নাম |
০১ | ১৩ ফেব্রুয়ারি | মুলতান সুলতানস VS লাহোর কালান্দার্স | রাত ৯ টা | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
০২ | ১৪ ফেব্রুয়ারি | করাচি কিংস VS পেশোয়ার জালমি | রাত ৮ টা | ন্যাশনাল স্টেডিয়াম করাচি |
০৩ | ১৫ ফেব্রুয়ারি | কোয়েটা গ্ল্যাডিয়েটরস VS মুলতান সুলতানস | রাত ৭ টা | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
০৪ | ১৬ ফেব্রুয়ারি | করাচি কিংস VS ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৮ টা | ন্যাশনাল স্টেডিয়াম করাচি |
০৫ | ১৭ ফেব্রুয়ারি | মুলতান সুলতানস VS পেশোয়ার জালমি | রাত ৭ টা | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
০৬ | ১৮ ফেব্রুয়ারি | কোয়েটা গ্ল্যাডিয়েটরস VS করাচি কিংস | রাত ৮ টা | ন্যাশনাল স্টেডিয়াম করাচি |
০৭ | ১৯ ফেব্রুয়ারি | মুলতান সুলতানস VS ইসলামাবাদ ইউনাইটেড | বিকাল ৩ টা | ন্যাশনাল স্টেডিয়াম করাচি |
০৮ | ১৯ ফেব্রুয়ারি | করাচি কিংস VS লাহোর কালান্দার্স | রাত ৮ টা | ন্যাশনাল স্টেডিয়াম করাচি |
০৯ | ২০ ফেব্রুয়ারি | কোয়েটা গ্ল্যাডিয়েটরস VS পেশোয়ার জালমি | রাত ৮ টা | ন্যাশনাল স্টেডিয়াম করাচি |
১০ | ২১ ফেব্রুয়ারি | কোয়েটা গ্ল্যাডিয়েটরস VS লাহোর কালান্দার্স | রাত ৮ টা | ন্যাশনাল স্টেডিয়াম করাচি |
১১ | ২২ ফেব্রুয়ারি | মুলতান সুলতানস VS করাচি কিংস | রাত ৮ টা | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
১২ | ২৩ ফেব্রুয়ারি | ইসলামাবাদ ইউনাইটেড VS পেশোয়ার জালমি | রাত ৮ টা | ন্যাশনাল স্টেডিয়াম করাচি |
১৩ | ২৪ ফেব্রুয়ারি | কোয়েটা গ্ল্যাডিয়েটরস VS ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৮ টা | ন্যাশনাল স্টেডিয়াম করাচি |
১৪ | ২৬ ফেব্রুয়ারি | মুলতান সুলতানস VS করাচি কিংস | বিকাল ৩ টা | ন্যাশনাল স্টেডিয়াম করাচি |
১৫ | ২৬ ফেব্রুয়ারি | লাহোর কালান্দার্স VS পেশোয়ার জালমি | রাত ৮ টা | গাদ্দাফি স্টেডিয়াম |
১৬ | ২৭ ফেব্রুয়ারি | লাহোর কালান্দার্স VS ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৮ টা | গাদ্দাফি স্টেডিয়াম |
১৭ | ১ মার্চ | করাচি কিংস VS পেশোয়ার জালমি | রাত ৮ টা | পিন্ডি স্টেডিয়াম |
১৮ | ২মার্চ | কোয়েটা গ্ল্যাডিয়েটরস VS লাহোর কালান্দার্স | রাত ৮ টা | গাদ্দাফি স্টেডিয়াম |
১৯ | ৩ মার্চ | করাচি কিংস VS ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৮ টা | পিন্ডি স্টেডিয়াম |
২০ | ৪ মার্চ | মুলতান সুলতানস VS লাহোর কালান্দার্স | রাত ৮ টা | গাদ্দাফি স্টেডিয়াম |
২১ | ৫ মার্চ | কোয়েটা গ্ল্যাডিয়েটরস VS ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৮ টা | পিন্ডি স্টেডিয়াম |
২২ | ৬ মার্চ | কোয়েটা গ্ল্যাডিয়েটরস VS করাচি কিংস | রাত ৮ টা | পিন্ডি স্টেডিয়াম |
২৩ | ৭ মার্চ | লাহোর কালান্দার্স VS পেশোয়ার জালমি | বিকাল ৩ টা | পিন্ডি স্টেডিয়াম |
২৪ | ৭ মার্চ | মুলতান সুলতানস VS ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৮ টা | পিন্ডি স্টেডিয়াম |
২৫ | ৮ মার্চ | কোয়েটা গ্ল্যাডিয়েটরস VS পেশোয়ার জালমি | রাত ৮ টা | পিন্ডি স্টেডিয়াম |
২৬ | ৯ মার্চ | লাহোর কালান্দার্স VS ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৮ টা | পিন্ডি স্টেডিয়াম |
২৭ | ১০ মার্চ | মুলতান সুলতানস VS পেশোয়ার জালমি | রাত ৮ টা | পিন্ডি স্টেডিয়াম |
২৮ | ১১ মার্চ | কোয়েটা গ্ল্যাডিয়েটরস VS মুলতান সুলতানস | রাত ৮ টা | পিন্ডি স্টেডিয়াম |
২৯ | ১২ মার্চ | ইসলামাবাদ ইউনাইটেড VS পেশোয়ার জালমি | বিকাল ৩ টা | গাদ্দাফি স্টেডিয়াম |
৩০ | ১২ মার্চ | লাহোর কালান্দার্স VS করাচি কিংস | রাত ৮ টা | গাদ্দাফি স্টেডিয়াম |
৩১ | ১৫ মার্চ | কোয়ালিফায়ার -১ | রাত ৮ টা ৩০ মিনিট | গাদ্দাফি স্টেডিয়াম |
৩২ | ১৬ মার্চ | এলিমিনেটর | রাত ৮ টা ৩০ মিনিট | গাদ্দাফি স্টেডিয়াম |
৩৩ | ১৭ মার্চ | কোয়ালিফায়ার -২ | রাত ৮ টা ৩০ মিনিট | গাদ্দাফি স্টেডিয়াম |
৩৪ | ১৯ মার্চ | ফাইনাল | রাত ৮ টা ৩০ মিনিট | গাদ্দাফি স্টেডিয়াম |
*উপরে উল্লেখিত পিএসএল 2023 সময়সূচী টি শুধুমাত্র বাংলাদেশ এর জন্য প্রযোজ্য, |
তো আপনার যারা বাংলাদেশ থেকে পিএসএল খেলা দেখতে চান। তারা উপরে উল্লেখ করা সময়সূচী অনুযায়ী সকল পিএসএল খেলা গুলো দেখতে পারবেন। তবে পরবর্তী সময়ে যদি কোন কারণে এই পিএসএল 2023 সময়সূচী এর মধ্যে পরিবর্তন নিয়ে আসা হয়। তাহলে এই পিএসএল 2023 সময়সূচী কে আপডেট করে দেওয়া হবে।
পিএসএল ২০২৩ সময়সূচী পিকচার
কিভাবে পিএসএল গ্রুপ পর্ব থেকে কোয়ালিফাই করা হয়?
আমরা উপরের তালিকা থেকে পিএসএল 2023 সময়সূচী সম্পর্কে জানতে পারলাম। তো অনেক সময় আমরা পিএসএল গ্রুপ পর্ব থেকে কিভাবে কোয়ালিফাই করা হয়, তা জানতে চাই। আর এই পিএসএল এর গ্রুপ পর্ব কোয়ালিফাই করার পদ্ধতি টি একটু ভিন্ন।
কেননা, উক্ত আয়োজনে মোট ০৬ টি ক্রিকেট দল অংশগ্রহন করে। এবং কোয়ালিফাই এর আগে গ্রুপ পর্বে এই ছয়টি দলের মোট ৩০ টি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হবে। আর এই ম্যাচ গুলোতে যে ক্রিকেট দল গুলো জয়লাভ করবে। তাদের প্রত্যেকে ০২ পয়েন্ট করে পাবে।
এভাবে যখন ম্যাচ খেলার পর যে ০৪ টি দল সর্বোচ্চ পয়েন্ট অর্জন করতে পারবে। তখন সেই ক্রিকেট দল গুলোকে নিয়ে কোয়ালিফাই পর্ব শুরু হবে। আর এই কোয়ালিফাই পর্ব শেষ হওয়ার পরে যে দুটো দল জয়লাভ করবে। সেই দুটো দলের মধ্যে আয়োজিত হবে, পিএসএল ফাইনাল আসর।
পিএসএল ২০২৩ এ সাকিব কোন দলে খেলবে?
পাকিস্তান সুপার লীগ এর মধ্যে দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদেরও সুযোগ রয়েছে। আর আমরা জানি যে, আমাদের দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও এই পিএসএল খেলায় অংশগ্রহন করে। তাই, অনেকেই জানতে চায় যে, পিএসএল ২০২৩ এ সাকিব কোন দলে খেলবে।
তো ২০২৩ সালে যে পিএসএল খেলা আয়োজিত হবে। সেই খেলায় আমাদের সাকিব আল হাসান যে ক্রিকেট দলের হয়ে খেলবে। সেই ক্রিকেট দলের নাম হলো, লাহোর কালান্দার্স। আশা করি, আপনি আপনার প্রশ্নের সঠিক তথ্য জানতে পেরেছেন।
পিএসএল সময়সূচী 2023 FAQ
Q: পিএসএল কি?
A: পিএসএল এর অর্থ হলো, পাকিস্তান সুপার লিগ। মূলত এটি হলো, পাকিস্তানের ক্রিকেট ক্লাব গুলোর মধ্যে একটি টি টুয়েন্টি লিগ এর প্রতিযোগীতা। এবং এই সুপার লিগ এর সদর দপ্তর, পাকিস্তান এর লাহোরে অবস্থিত।
Q: পিএসএল এর ব্যবস্থাপক কে?
A: পাকিস্তান ক্রিকেট বোর্ড হলো, পিএসএল এর মূল ব্যবস্থাপক।
Q: পিএসএল এর প্রথম টুর্ণামেন্ট কবে অনুষ্ঠিত হয়েছিলো?
A: ২০১৬ সালে পিএসএল এর প্রথম টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো।
Q: পিএসএল এর মধ্যে মোট ক্রিকেট দলের সংখ্যা কত?
A:পিএসএল এর মধ্যে মোট ক্রিকেট দলের সংখ্যা হলো, ০৬ টি।
Q: পিএসএল এর সর্বাধিক জয়ী দলের কোনটি?
A:বর্তমান সময় পর্যন্ত পিএসএল এর মধ্যে সর্বাধিক জয়ী দলের নাম হলো, ইসলামাবাদ ইউনাইটেড।
পিএসএল 2023 সময়সূচী নিয়ে আমাদের শেষকথা
আপনারা যারা ক্রিকেটপ্রেমী আছেন, তাদের জন্য আজকের এই লেখাটি অনেক প্রয়োজনীয়। কারণ, আজকে আমি আপনাকে পিএসএল 2023 সময়সূচী দেখিয়ে দিয়েছি। যেখান থেকে আপনি জানতে পারবেন যে, বাংলাদেশ থেকে কখন, কবে পিএসএল খেলা গুলো সরাসরি দেখা যাবে।
তো আপনি যদি এই ধরনের ক্রিকেট সংক্রান্ত সকল আপডেট সবার আগে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য, আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।