ভ্যালেন্সিয়া কোন দেশের ক্লাব?
ভ্যালেন্সিয়া কোন দেশের ক্লাব? | ভ্যালেন্সিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা কে? | Valencia Which Country Club?
একটি পেশাদার ফুটবল ক্লাব হলো ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাব। এই ক্লাবটি স্প্যানীশ ফুটনল লীগ La Liga তে প্রতিদ্বন্দ্বীতা করে। ক্লাবটির ডাকনাম হলো “Los Che”। চলুন জেনে নিই, ভ্যালেন্সিয়া কোন দেশের ক্লাব সে-সম্পর্কে।
ভ্যালেন্সিয়া কোন দেশের ক্লাব?
Valencia Football Club স্পেনে অবস্থিত। সেখানকার ভ্যালেন্সিয়া শহরে অবস্থিত এজন্য তার নাম অনুসারে ক্লাবের নাম রাখা।
ভ্যালেন্সিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
আজ থেকে ১০৩ বছর আগে ১৯১৯ সালের মার্চ মাসের ১৮ তারিখ ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। অক্টাভিও অগাস্টো মিলেগো দিয়াজ ক্লাবটি প্রতিষ্ঠা করার পর এর প্রথম সভাপতির দায়িত্বে ছিলেন।
এই ক্লাবের বর্তমান মালিক হলেন পিটার লিম। আর বর্তমান প্রেসিডেন্ট হলেন লেহুন চ্যান। কোচ হিসেবে দায়িত্বে আছেন গেন্নারো গাত্তুসো। ক্লাবটি এ পর্যন্ত ৬ বার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে। তাছাড়া কোপা দেল রে ৮ বার, কোপা এভা দোয়ার্তে ১ বার, সুপার কোপা দে এস্পানিয়া ১ বার করে বিজয়ী হয়েছে।
আরো দেখুনঃ
ইউরোপিয়ান খেলাগুলো এই ক্লাবের অনেক সফলতা আছে৷ উয়েফা কাপ- ১ বার, উয়েফা ইন্টারটোটো কাপ-১ বার, ইন্টার সিটি ফেয়ার’স কাপ ২ বার, উয়েফ সুপার কাপ-২ বার, উয়েফা উইনার’স কাপ-২ বার জিতেছে ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাব। আশা করা হচ্ছে, এই ক্লাবটি শীঘ্রই নামী দামী ক্লাব গুলোর পাশে তাল মিলিয়ে যেতে পারবে।