vlxxviet mms desi xnxx

উদিনেস কোন দেশের ক্লাব?

0
Rate this post

উদিনেস কোন দেশের ক্লাব? | উদিনেস ক্লাবের প্রতিষ্ঠাতা কে? | Udinese Which Country Club?

ক্লাবটির সম্পূর্ন নাম উদিনেস ক্যালকিও ফুটবল ক্লাব। ইতালিয়ান পেশাদার ক্লাব হিসেবে এখন বেশ সুখ্যাতি ক্লাবটির। আজ আমরা এই পোস্টে উদিনেস কোন দেশের ক্লাব সে-সম্পর্কে জানবো।

উদিনেস কোন দেশের ক্লাব?

ইতালিতে অবস্থান উদিনেস ক্লাবের। সেখানে উদিন শহরে দেখা মিলবে এর। ফ্রুইলি অঞ্চলের সাধারণত জনগণ হল উনিনেস ক্লাবের সমর্থক।

উদিনেস ক্লাবের প্রতিষ্ঠাতা কে?

শুনতে অবাক লাগলেও এই ক্লাবটি মোট ৫ বার প্রতিষ্ঠা করা হয়েছে। সর্বপ্রথম উদিনেস ক্লাবটি আজ থেকে  ১২৬ বছর আগে ১৮৯৬ সালের ৩০ নভেম্বর প্রতিষ্ঠা করা হয়। তখন এর নাম ছিল Societa Dii Ginnastica e Scherma। ২য় বার ১৯১১ সালে ৫ জুলাই Associazione del Calcio Udine নামে প্রতিষ্ঠিত হয়। 

এরূপ ১৯১৯ ও ১৯২৫ সালেও ক্লাবটির নতুনরূপে আবির্ভাব হয়। সবশেষে ১৯৭৮ সালে উদিনেস ক্যালকিও (Udenese Calcio) নামে ক্লাবটি পরিচিতি পায়। এখন পর্যন্ত এ নাম বহাল রয়েছে। ১৯১১ সালের হিসাব অনুযায়ী, লুইগি ডাল ড্যান-কেই (Luigi Dal Dan) উদিনেস ক্লাবের প্রতিষ্ঠাতা বলা হয়।

আরো দেখুনঃ

এই ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট হলেন ফ্রাঙ্কো সালদাতি। ম্যানেজার হলেন আন্দ্রেয়া স্যোতিল। ক্লাবটির দখলে এখন পর্যন্ত বেশ কিছু শিরোপা আছে। প্রতিটি লীগেই মোটামুটি ভালো পারফরম্যান্স করে ক্লাবটি সমান তালে এগিয়ে চলেছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex