সাইকো অর্থ কি? | সাইকো মানে কি?
সাইকো অর্থ কি? | সাইকো মানে কি? | What does psycho mean?
সাইকো হলো এমন একজন ব্যক্তি যার মানসিক অবস্থা খারাপ বা মানসিক সমস্যা রয়েছে। যে ব্যক্তি এই ধরণের সমস্যা রয়েছে তাদেরকে সাইকো বলা হয়।
সাইকো অর্থ কি?
সাইকো অর্থ হলো মানসিকভাবে অসুস্থ ব্যক্তি, যিনি তার মানসিক অসুস্থতার কারণে অস্বাভাবিক কথা ও আচরণ করে থাকেন মানুষের সাথে তার কাজ ও ব্যবহারের মাধ্যমে।
সাইকো মানে কি?
ইংরেজি ভাষার শব্দ “psycho” এই শব্দটি সাইকোলজি থেকে এসেছে যার অর্থ মনোবিজ্ঞান। সাইকো মানে হলো যার মাথায় স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা নেই, যিনি অস্বাভাবিক আচরণ করে থাকেন।
সাইকো এর প্রতিশব্দ
- Crazy
- Loony
- Nuts
- Psychoneurotic
- Mad
- Unbalanced
- Screwy
- Crazed
- Psychotic
- Mental
- Certifiable
বাক্যে সাইকো শব্দটির ব্যবহার
১. এই লোকটি এমন অসংলগ্ন কথা কেন বলছেন ইনি সাইকো নাকি?
২. “ মাথায় কি সমস্যা রয়েছে তোমার? সাইকো হয়ে গেলে নাকি, এইভাবে কেউ কোন আচরণ করে?
সমাপ্তি: সাইকো অর্থ কি আশা করছি এই পোস্টের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। বর্তমানে মানসিক সমস্যার কারণে অনেকেই সাইকো টাইপ আচরণ করেন এই ধরণের মানুষকে অবশ্যই ভালো মনোরজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শে নিজেদের সুস্থ করে তোলা উচিত।