উপযোগ কাকে বলে?
উপযোগ কাকে বলে? | What is utility
ব্যক্তির প্রয়োজনীয় কোন কিছুর অভাব পূরণ করার যে ক্ষমতা তাকে উপযোগ বলে। অর্থনীতিবিদ মেয়ার্স বলেছেন, “উপযোগ হলো কোনো দ্রব্যের ঐ বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে।
আরো দেখুনঃ যোগ কাকে বলে?
উপযোগ কি?
উপযোগ কাকে বলে বা উপযোগ কি এর সাধারণ বা অর্থনৈতিক অর্থ
হচ্ছে কোন জিনিসের উপকারিতা। কোন উপকারি বস্তুর অভাব মোচনের যে ক্ষমতা তাকে উপযোগ বলে।
উপযোগ কাকে বলে?
কোন দ্রব্যের যে চাহিদা বা উপকারিতা তার অভাব মেটানোর যে ক্ষমতা অর্থনীতিতে তাকে উপযোগ বলা হয়। যেমন: কলম, খাতা, খাদ্য ইত্যাদি দ্রব্য বা পণ্য উপযোগবিশিষ্ট। তাই অর্থনীতির ভাষায় উপযোগ কাকে বলে জানা জরুরি।
উপযোগ কত প্রকার?
উপযোগ প্রধানত তিন প্রকার। নিচের এর প্রকারভেদ উল্লেখ করা হলো।
১. প্রান্তিক উপযোগ
২. গড় উপযোগ
৩. মোট উপযোগ
মোট উপযোগ : কোন জিনিসের অভাব পুরশ্নে জন্য দ্রব্য এবং সেবার ভোগ থেকে উৎপন্ন তৃপ্তির যে সমষ্টিগত রূপ তাই মোট উপযোগ
প্রান্তিক উপযোগ : কোন ভোগ্য পণ্যের এককের যে পরিবর্তনের কারণে তার মোট উপযোগের মধ্যে পরিবর্তন ঘটে, তাকেই প্রান্তিক উপযোগ বলে
উপযোগের বৈশিষ্ট্যসমূহ
- উপযোগের সাথে নীতি বা নৈতিকতার কোনো ধরণের সম্পর্ক নেই এটি শুধুমাত্র একটি মানসিক ধারণা।
- উপযোগ এক ধরণের চাহিদা এর সাথে কল্যাণ, খারাপ, ভালো, অকল্যাণ,
- উচিত বা অনুচিত কোন কিছুরই উপযোগের সাথে সম্পর্ক নেই। এটি এক ধরণের চাহিদা শুধুমাত্র। যেমন: মাদকদ্রব্য, সিগারেট ইত্যাদি ক্ষতিকর জিনিস হলেও এদের চাহিদা রয়েছে।
- উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য।
- উপযোগ বা চাহিদা অর্থের মাধ্যমে পরিমাপ করা হয়।
- স্থান-কাল-পাত্রভেদে উপযোগ বা চাহিদার পার্থক্য রয়েছে।
আরো দেখুনঃ
পরিসমাপ্তি: কোন দ্রব্যের চাহিদা বা অভাব পূরণের যে ক্ষমতা তাকে উপযোগ বলে।
এই আর্টিকেলটিতে আমরা উপযোগ কাকে বলে, উপযোগ কি,উপযোগের বৈশিষ্ট্য, উপযোগের প্রকারভেদ, উপযোগের প্রকারভেদ গুলোর সংঙ্গা জানতে পেরেছে। শিক্ষার্থীরা প্রতিটি স্টেপ ফলো করলে উপযোগ কাকে বলে থেকে শুরু করে তাহলে সুন্দরভাবে উপযোগ সম্পর্কে বেসিক ধারণা নিতে পারবে।