১২তম রোজার ফজিলত
১২তম রোজার ফজিলত | 12th Rojar Phajilayt
প্রতিবছর মহান আল্লাহ তায়ালার রহমত বর্ষনের এক অপার সম্ভাবনা হয়ে মানবজাতির মাঝে আসে রমজান মাস। এই মাসের ৩০ টি রোজা সমগ্র মুসলমান জাতির উপর ফরজ করা হয়েছে।
আর ৩০ টি রেজার প্রতিটিরই আছে আলাদা কিছু ফজিলত। আজ আমরা ১২তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
১২তম রোজার ফজিলত ও গুরুত্ব
রমজানের ২য় ১০ দিন হলো মাগফেরাতের। আর এর মাঝে মাগফেরাতের ২য় দিন হলো ১২তম রোজা। যে ব্যক্তি রমজান মাসের ১২তম রোজা রাখবে, কিয়ামতের পর হাশরের ময়দানে, তার চেহারাকে চাঁদের মতে উজ্জ্বল করে দেয়া হবে। সেদিন তার মুখমণ্ডল চাঁদের ন্যায় উজ্জ্বল ও আলোকিত থাকবে। তাই, বোঝাই যাচ্ছে, ১২তম রেজার গুরুত্ব কতটা বেশি।
আরো দেখুনঃ
১২তম রোজায় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আজকের এই দিনে আপনি আমাকে, আত্মিক পবিত্রতার অলঙ্কারে ভূষিত করে দিন (আত্মিক অলঙ্কারে সাজিয়ে দেয়া অর্থে)। অল্পতেই সন্তুষ্টি আর পরিতৃপ্তির পোশাকে আবৃত্ত করে দিন।
আপনি আজ ন্যায় এবং ইনসাফে আমাকে সুসজ্জিত করুন। আপনার পবিত্রতার উসিলাতে আমাকে ভীতিকর সকল কিছু থেকে নিরাপদে রাখুন। হে, সকল খোদা ভীরুদের রক্ষাকারী!