২৩তম রোজার ফজিলত | 23Tm Rojar Phajilayt
২৩ তম রোজার ফজিলত | 23Tm Rojar Phajilayt
প্রত্যেক মুমিন মুসলমান ব্যক্তির উপর রমজান মাসের ৩০ টি রোজা রাখা ফরজ। আর, এই রোজাগুলো মূলত, আমরা মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যেই রেখে থাকি।
রোজা রাখার মাধ্যমে আমরা গরীব দুঃখী, অনাহার মানুষের কষ্ট বুঝতে পারি। প্রতিটি রোজারই কিছু বিশেষ ফজিলত রয়েছে। আজকে আমরা, ২৩তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
২৩তম রোজার ফজিলত ও গুরুত্ব
২৩তম রোজা হলো রমজান মাসের নাজাতের ১০ দিনের ৩য় দিন। এই দিন রোজা রাখলে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত লাভ করা যায়।
তাছাড়াও, যে ব্যক্তি এদিন রোজা রাখেন, মহান আল্লাহ তার জন্য জান্নাতে একটি শহর নির্মান করে দেবেন। সুতরাং, এটা সহজেই অনুমেয় যে, ২৩তম রোজার ফজিলত ও গুরুত্ব অনেক।
আরো দেখুনঃ
২৬তম রোজার সময় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আপনি আমার সকল প্রকার গুনাহ ধুয়ে মুছে পরিস্কার করে দিন। আজকে আপনি আমাকে সব ধরনের দোষ-ত্রুটি থেকে পবিত্র করুন। তাকওয়া আর খোদাভীতির মাধ্যমে আমার অন্তরকে সকল পরিক্ষায় উত্তীর্ণ করুন। হে সকল অপরাধীদের ভুল-ত্রুটি মার্জনাকারী!