২৮তম রোজার ফজিলত | 28Tm Rojar Phajilayt
২৮তম রোজার ফজিলত | 28Tm Rojar Phajilayt
ইসলামে পবিত্র একটি মাসের নাম রমজান। এই মাসেই সমগ্র মানবজাতির উপর হেদায়েতের জন্য, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর উপর সর্বশেষ আসমানি কিতাব ‘কুরআন মজিদ’ নাজিল করা হয়েছিল।
পবিত্র এই রমজান মাসে আমাদের সওয়াব অর্জন করার দরজা খুলে যায়। এসময় প্রতিটি রোজারই আলাদা কিছু ফজিলত থাকে। আজকে আমরা, ২৮তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
২৮তম রোজার ফজিলত ও গুরুত্ব
২৮তম রোজা বলতে বোঝানো হয়, রমজান মাসের নাজাতের ১০ দিনের ৮ম দিন। এই দিন যে ব্যক্তি রোজা রাখবেন, তার জন্য জান্নাতে যে পরিমাণ নিয়মতের ব্যবস্থা করা হয়, তার পরিমাণ দ্বিগুণ করে দেয়া হয়। তাই, সহজে বোঝাই যায় ২৮ তম রোজার ফজিলত ও গুরুত্ব অনেক বেশী!
আরো দেখুনঃ
২৮তম রোজার সময় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আজকের এই এ দিনে আমাকে আপনি নফল ইবাদত করার পর্যাপ্ত পরিমাণ সুযোগ করে দিন। ধর্মীয় শিক্ষার মর্যাদায় আপনি আমাকে ভূষিত করুন। আপনার নৈকট্য লাভের পথকে আমার জন্য সহজ করে দিন। হে পবিত্র সত্ত্বা! যাকে, অনুরোধকারীদের কোন আবেদন নিবেদন, ন্যায়বিচার থেকে টলাতে পারে না!