২৯তম রোজার ফজিলত | 29Tm Rojar Phajilayt
২৯তম রোজার ফজিলত | 29Tm Rojar Phajilayt
ইসলামের ৫ টি ভিত্তির একটি হলো রোজা বা সাওম। মহান আল্লাহ তায়ালা প্রত্যেক মুমিন বান্দাকে রমজান মাসের ৩০ টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আর প্রতিটি রেজারই কিছু নিজস্ব ফজিলত আছে। আজকে আমরা, ২৯তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
২৯তম রোজার ফজিলত ও গুরুত্ব
২৯তম রোজা বলতে বোঝায় রমজান মাসের নাজাতের ১০ দিনের মাঝের ৯ম দিন। কিছু ক্ষেত্রে আবার এটাই শেষ রমজান। তবে, ২৯তম রোজার অনেক ফজিলত আছে। এই দিন যে ব্যক্তি রোজা রাখবেন তিনি আল্লাহর অশেষ রহমত লাভ করবেন। তিনি ১ হাজার কবুল হজ্জ্বের সমান সওয়াব লাভ করেন। তাই, বোঝাই যায়, ২৯তম রোজার ফজিলত ও গুরুত্ব অনেক বেশী!
আরো দেখুনঃ
২৯ তম রোজার সময় নিচের দোয়াটি পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আজকে আপনি আমাকে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে দিন। সকল গুনাহ থেকে মুক্তিসহ আমাকে সাফল্য দান করুন। আর আমার অন্তরকে মুক্ত করুন অভিযোগ এবং সন্দেহের কালিমা থেকে। হে সকল ঈমানদার বান্দাদের প্রতি দয়াবান!