৮ম রোজার ফজিলত
৮ম রোজার ফজিলত | 8 Rojar Phajilayt
ইসলামের ৫ টি ভিত্তির একটি হলো সাওম অর্থাৎ, রোজা। প্রত্যেক মুমিন মুসলমানের উপর মহান আল্লাহ তায়ালা আরবি রমজান মাসের ৩০ টি রোজা ফরজ করেছেন। তাই আমরা নিষ্ঠার সাথে রমজানে ৩০ টি রোজা পালন করি।
তবে, প্রতিটি রোজারই আছে আলাদা গুরুত্ব এবং ফজিলত। আজকে আমরা, ৮ম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
৮ম রোজার ফজিলত ও গুরুত্ব
রমজানের রহমতের ১০ দিনের ৮ম দিন হলো এটি। এদিন রোজা রাখলে, রোজাদার ব্যক্তির উপর, মহান আল্লাহ রাব্বুল আলামীন কর্তৃক রহমত বর্ষিত হয়। যেমনটা হয়েছিল হযরত ইবরাহীম (আ:) এর ক্ষেত্রে। তাই ৮ম রোজার গুরুত্ব অনেক।
এক্ষেত্রে মূলত, বোঝানো হয়েছে হযরত ইবরাহীম (আ:) এর আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনাকে। যখন কিনা মহান আল্লাহ, আগুনকে ফুলের বাগিচায় রূপান্তর করে হযরত ইবরাহীম (আ:) কে রক্ষা করেছিলেন। তাই, আল্লাহর রহমত পাওয়ার একটি বড় সুযোগ ৮ম রোজা।
আরো দেখুনঃ
৮ম রোজায় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আপনি আপনার উদারতার উসিলাতে আজকের দিনে আপনি আমায় এতিমদেরকে দয়া করার, শান্তি প্রতিষ্ঠা করার, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করার এবং সৎ ব্যক্তিদের সহযোগিতা লাভ করার তৌফিক প্রদান করুন। হে, সকল আকাঙ্খাকারীদের আশ্রয়স্থল।