কোপা আমেরিকা কবে শুরু হবে?
কোপা আমেরিকা কবে শুরু হবে?
আমরা সকলেই জানি যে, বর্তমান সময়ে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগীতার মধ্যে কোপা আমেরিকা হলো অন্যতম। যেখানে আমরা আমাদের প্রিয় ফুটবল দলের প্রিয় খেলোয়ারদের খেলা উপভোগ করতে পারি। আর সে কারণে আমরা কোনো ভাবেই সেই খেলাগুলো মিস করতে চাইনা। যার কারণে আমরা বিভিন্ন সময় গুগলে সার্চ করি যে, কোপা আমেরিকা কবে শুরু হবে।
তো যারা আসলে জানতে চান যে, কোপা আমেরিকা কবে শুরু হবে। তারা শুনে রাখুন, ২০২৪ সালের জুন মাসের ২৪ তারিখ থেকে কোপা আমেরিকা শুরু হবে।
আর উক্ত কোপা আমেরিকার খেলা গুলোতে মোট ১৬ টি ফুটবল দল অংশগ্রহন করবে। যেগুলোর মধ্যে দক্ষিন আমেরিকার মোট ১০ টি দল থাকবে। এছাড়াও ক্যারিবিয়ান থেকে মোট ছয় (০৬) টি দল উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহন করবে।
আরো দেখুন:
কোপা আমেরিকা কবে শুরু হবে FAQ
Q: কোপা আমেরিকা কবে?
A: পরবর্তী কোপা আমেরিকার খেলা ২০২৪ সালের জুন মাসের ২৪ তারিখ থেকে শুরু হবে।
Q: কোপা আমেরিকা কত বছর পর পর হয়?
A: মোট ০৪ বছর পর কোপা আমেরিকার খেলা অনুষ্ঠিত হয়।
Q: ব্রাজিল কতবার কোপা কাপ জিতেছে?
A: এখন পর্যন্ত ব্রাজিল মোট ০৯ বার কোপা আমেরিকা কাপ জিততে পেরেছে।