বার্সেলোনা কোন দেশের ক্লাব?
বার্সেলোনা কোন দেশের ক্লাব? | বার্সেলোনা ক্লাবের প্রতিষ্ঠাতা কে? | Barcelona Which Country Club?
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ক্লাব গুলোর নামের তালিকায় আছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ইউনাইটেড এর মতো ক্লাব গুলোর মতো সফল ক্লাব হলো বার্সেলোনা। চলুন জেনে নেওয়া যাক, বার্সেলোনা কোন দেশের ক্লাব সে-সম্পর্কে।
বার্সেলোনা কোন দেশের ক্লাব?
বার্সেলোনা স্পেনের একটি ক্লাবের নাম। বর্তমান সময়ে জনপ্রিয়তার ক্ষেত্রে শুধু বার্সেলোনা নামক পরিচিত হলেও এর পুরো নাম ধরা হয় “ক্লাব ফুটবল দে বার্সেলোনা”। আর ডাকনাম হলো Barca or Blaugrana, Culers or Barcelonistes, Blaugranes or Azularanas।
বার্সেলোনা ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
বার্সেলোনা ফুটবল ক্লাব আজ থেকে ১২৩ বছর আগে ১৮৯৯ সালের ২৯ নভেম্বর নিজেদের যাত্রা শুরু করেছিল। সে সময় এই ক্লাবটি গড়ে উঠেছিল জোয়ান গ্যাম্পারের নেতৃত্বে।
ক্লাবটির প্রথম সভাপতির দায়িত্বে ছিলেন ওয়াল্টার ওয়াইল্ড। বর্তমানে ক্লাবটির প্রেসিডেন্ট হলেন জোয়ান লাপোর্তা। প্রধান কোচ হিসেবে আছেন জাভি (Xavi)।
বার্সেলোনা ক্লাবটি ইতিহাসে অনন্য কিছু রেকর্ড গড়েছে। রেকর্ড ৭৫ টি শিরোপার ক্ষেত্রে বার্সেলোনা কোপা দেল রে বিজয়ী হয়েছিল ৩১ বার। লা লিগাতে ট্রফি জিতেছে ২৬ বার।
আরো দেখুনঃ
এছাড়াও আছে ১৩ টি সুপার কোপা দে এস্পানা শিরোপা, ৩ টি কোপা ইভা দোয়ার্তে। এছাড়া আরো বেশ কিছু ট্রফি অর্জন করেছে বার্সেলোনা। বার্সেলোনা এখন বিশ্বে সকল ক্লাব গুলোর মধ্যে শীর্ষ চতুর্থ ধনী ক্লাব।