ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলা | ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ ম্যাচ 2024
ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলা | ব্রাজিল বনাম কলম্বিয়া আজকের খেলা লাইভ 2024
ফুটবল খেলা মানেই আমাদের মতো ফুটবল প্রেমীদের মনে নতুন একটা আমেজ। আর সেই খেলাটি যদি আমাদের প্রিয় দলের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আপনারা যারা ফুটবল মাঠে ব্রাজিল দলকে সাপোর্ট করেন। তারা আগামী ম্যাচ গুলোতে ব্রাজিলের সাথে কলম্বিয়ার খেলা দেখতে পারবেন।
আর ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলা কবে হবে, কিভাবে আপনি আমাদের বাংলাদেশ থেকে খেলা দেখতে পারবেন। সেই বিষয় গুলো নিয়ে আজকে আমি আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো।
ব্রাজিল বনাম কলম্বিয়া আজকের খেলা লাইভ সময়সূচী
আমরা সবাই জানি যে, ফুটবল খেলা আমাদের দেশ থেকে দুরবর্তী দেশ গুলোতে অনুষ্ঠিত হয়। যার কারণে আমাদের বাংলাদেশ সময়ে কখন উক্ত খেলা দেখা যাবে, সেটি আমাদের জেনে নেওয়া দরকার। আর আপনি যেন ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলার সঠিক সময় জানতে পারেন। সে কারণে এই দুটো দলের খেলার সময়সূচী নিচে শেয়ার করা হলো।
আরো দেখুন:
খেলার তারিখ | খেলার সময় | প্রতিযোগী দলের নাম |
17-11-2024 | 6:00 AM | ব্রাজিল বনাম কলম্বিয়া |
———– | ————— | ———— |
ব্রাজিল বনাম কলম্বিয়া খেলা কোন চ্যানেলে দেখা যাবে?
টিভিতে ফুটবল খেলা দেখার মধ্যে আলাদা একটা মজা আছে। তবে যখন আপনি আপনার পছন্দের ফুটবল খেলা গুলো টিভিতে দেখতে চাইবেন। তখন আপনাকে জানতে হবে যে, কোন টিভি চ্যানেলে ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলা সরাসরি সম্প্রচার করবে।
আর আমাদের দেশ থেকে ব্রাজিল ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ গুলো যেসব চ্যানেল থেকে দেখা যাবে। সেই চ্যানেল গুলোর নাম নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন,
- T Sports
- GTV
- Star Sports 1 (Bangla)
- Sony Sports TEN 1[1]
- Sony Sports TEN 2
- Sony Sports TEN 3
- Sony Sports TEN 4
- Sony Sports TEN 5
- Sports18
- Star Sports 2
- Star Sports Select 1
- Star Sports Select 2
উপরের তালিকায় আপনি বেশ কিছু টিভি চ্যানেল এর নাম দেখতে পাচ্ছেন। মূলত এই চ্যানেল গুলো থেকে আপনি বাংলাদেশ থেকে কলম্বিয়া বনাম ব্রাজিল লাইভ খেলা গুলো দেখতে পারবেন।
এখানে প্রতিটি খেলার লাইভ দেখাসহ, খেলার পূর্ব ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ ম্যাচ বিস্তারিত দেওয়া আছে।
এখানে দেখুন: ফুটবল লাইভ দেখার উপায়.
ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলা স্ট্রিমিং অ্যাপ
যদিওবা আগের দিন গুলোতে খেলা দেখার একমাত্র মাধ্যম ছিলো টিভি চ্যানেল। তবে বর্তমান সময়ে ইন্টারনেট এর সহজলভ্যতার কারণে আমরা অনেকেই অনলাইনে খেলা দেখতে চাই। কারন, অনলাইনে আপনি আপনার নিজের মোবাইল থেকে পছন্দের ফুটবল খেলা লাইভ দেখতে পারবেন।
আর যদি আপনি আপনার মোবাইল থেকে লাইভ ফুটবল খেলা দেখতে চান। তাহলে আপনাকে বেশ কিছু অ্যাপস ইনস্টল করতে হবে। আর সেই অ্যাপস গুলোর নাম নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন,
- Mobdro
- 365 Scores
- YipTV
- ESPN
- La Liga TV
- UKTVNOW
- LiveScore
- SuperSport
- CBS Sports
- FlashScore
এই তালিকায় শেয়ার করা যেকোনো অ্যাপস থেকে আপনি কলম্বিয়া বনাম ব্রাজিল লাইভ খেলা দেখতে পারবেন। তবে এমন অনেক অ্যাপস আছে, যেগুলো থেকে খেলা দেখতে হলে আপনাকে পেইড সাবস্ক্রিপশন নিতে হবে।
ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ ম্যাচ ফেসবুকে
ফেসবুক কে আমরা শুধুমাত্র মেসেজিং করার জন্য ব্যবহার করি। তবে আপনি যদি সহজ একটি নিয়ম ফলো করেন। তাহলে আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করা ফেসবুক থেকে লাইভ ফুটবল খেলা দেখতে পারবেন। আর সেই খেলা দেখার নিয়ম গুলো নিচে শেয়ার করা হলো।
- সবার প্রথমে আপনাকে আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করতে হবে।
- তারপর আপনাকে ফেসবুকের সার্চ অপশনে ক্লিক করতে হবে।
- এবার Brazil vs Colombia Live লিখে সার্চ করতে হবে।
এই কাজটি করার পর আপনি ফেসবুকে বিভিন্ন লাইভ স্ট্রিমিং এর ভিডিও দেখতে পারবেন। আর যখন আপনি উক্ত ভিডিও গুলোতে ক্লিক করবেন। তারপর আপনি কলম্বিয়া বনাম ব্রাজিলের লাইভ খেলা দেখতে পারবেন।
Brazil vs Colombia live match FAQ
Q: কলম্বিয়া কয়টি বিশ্বকাপ খেলেছে?
A: এখন পর্যন্ত কলম্বিয়া মোট ০৬ বার বিশ্বকাপে অংশগ্রহন করেছে। এছাড়াও কলম্বিয়া 2001 সালে কোপা আমেরিকার আয়োজক হিসেবে তাদের প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছে।
Q: ফুটবলে সবচেয়ে বেশি অপরাজিত দল কোনটি?
A: সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন ইতালির। কারণ, তারা ২০১৮ সালের অক্টোবর থেকে শুরু করে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত টানা ৩৭টি ম্যাচ অপরাজিত ছিল।
Q: ব্রাজিল কতবার ফুটবল বিশ্বকাপ জিতেছে?
A: এখন পর্যন্ত ব্রাজিল মোট ০৫ বার ফুটবল বিশ্বকাপ জিতেছে।
আপনার জন্য আমাদের কিছুকথা
প্রিয় পাঠক, আজকে আমি আপনাকে ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলা দেখার উপায় গুলো শেয়ার করেছি। আশা করি, আজকের শেয়ার করা উপায় গুলো ফলো করে আপনার খেলা দেখার কোনো সমস্যা হবেনা।
তবে এরপও যদি আপনার খেলা দেখতে কোনো সমস্যা হয়। তাহলে আপনার সমস্যাটি নিচে কমেন্ট করবেন। আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।