ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা | ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে
ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা | FIFA Football World Cup Winner List
ফুটবল বিশ্বকাপ অন্য এক অনুভূতির নাম। কারণ ফুটবল হল গোটা বিশ্বের মধ্যে জনপ্রিয় একটি খেলা। আর আমরা সবাই জানি যে, ফুটবল বিশ্বকাপ মূলত চার বছর পর পর অনুষ্ঠিত হয়। কিন্তু আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা মূলত সকল ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা দেখতে চায়। আর তাদের উদ্দেশ্য পূরণ করার জন্যই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। কারণ আজকের আর্টিকেলে আমি অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত। সকল FIFA World Cup Winner List প্রদান করব। যেখান থেকে আপনি ফুটবল বিশ্বকাপ জয়ী দলের নাম দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি সেই তালিকা দেখে নেওয়া যাক।
আরো দেখুন:
ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা
আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমি আপনাকে ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা প্রদান করব। তবে তার আগে আপনাকে একটা বিষয় জানিয়ে দিব যে। বর্তমান সময় পর্যন্ত এই বিশ্বের মধ্যে কোন দেশ গুলো কতবার বিশ্বকাপ জিততে পেরেছে। কেননা আমরা অনেকেই জানিনা যে, কোন দেশ কতবার বিশ্বকাপ জিতেছে। আর আপনি যেন এই বিষয় টি সম্পর্কে জানতে পারেন। সে কারণে এবার আমি নিচে একটি তালিকা প্রদান করব। যে তালিকা থেকে আপনি দেখতে পারবেন যে, কোন দল কতবার বিশ্বকাপ জিতেছে। এবং তারপরে আমি আপনাকে ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা প্রদান করব।
জার্মানি | ৪ বার |
ব্রাজিল | ৫ বার |
উরুগুয়ে | ২ বার |
আর্জেন্টিনা | ২ বার |
ফ্রান্স | ২ বার |
উপরে আপনি যে তালিকা দেখতে পাচ্ছেন। সে তালিকার মধ্যে বিশ্বের কোন দেশ কতবার ফুটবল বিশ্বকাপ জিতেছে সেটা উল্লেখ করা হয়েছে। তবে এবার আমি আপনাকে ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা প্রদান করব। যেখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে। কত সালে, কোন দেশের সাথে ফুটবল বিশ্বকাপ খেলে বিশ্বের কোন কোন দল জয়ী হয়েছিল। আর এই FIFA World Cup Winner List দেখতে হলে আপনাকে নিচের আলোচনায় নজর রাখতে হবে।
ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে | বিশ্বকাপ ফুটবল কে কতবার নিয়েছে
স্বাগতিক দলের নাম এবং সাল | বিশ্বকাপ জয়ীর তালিকা | ফাইনাল খেলার ফলাফল |
উরুগুয়ে, ১৯৩০ সাল | উরুগুয়ে | উরুগুয়ে ৪ গোল – ২ আর্জেন্টিনা |
ইতালি, ১৯৩৪ সাল | ইতালি | ইতালি ৪-২ হাঙ্গেরি |
১৯৪২ সাল | – | – |
১৯৪৬ সাল | – | – |
ব্রাজিল, ১৯৫০ সাল | উরুগুয়ে | উরুগুয়ে ২-১ ব্রাজিল |
সুইজারল্যান্ড, ১৯৫৪ সাল | জার্মানি | জার্মানি ৩-২ হাঙ্গেরি |
সুইডেন, ১৯৫৮ সাল | ব্রাজিল | ব্রাজিল ৫-২ সুইডেন |
চিলি, ১৯৬২ সাল | ব্রাজিল | ব্রাজিল ৩-১ চেকোস্লোভাকিয়া |
ইংল্যান্ড, ১৯৬৬ সাল | ইংল্যান্ড | ইংল্যান্ড ৪-২ জার্মানি |
মেক্সিকো, ১৯৭০ সাল | ব্রাজিল | ব্রাজিল ৪-১ ইতালি |
জার্মানি, ১৯৭৪ সাল | জার্মানি | জার্মানি ২-১ হল্যান্ড |
আর্জেন্টিনা, ১৯৭৮ সাল | আর্জেন্টিনা | আর্জেন্টিনা ৩-১ হল্যান্ড |
স্পেন, ১৯৮২ সাল | ইতালি | ইতালি ৩-১ জার্মানি |
মেক্সিকো, ১৯৮৬ সাল | আর্জেন্টিনা | আর্জেন্টিনা ৩-২ জার্মানি |
ইতালি, ১৯৯০ সাল | জার্মানি | জার্মানি ১-০ আর্জেন্টিনা |
যুক্তরাষ্ট্র, ১৯৯৪ সাল | ইতালি | ইতালি ৫-৩ ফ্রান্স |
ফ্রান্স, ১৯৯৮ সাল | ফ্রান্স | ফ্রান্স ৩-০ ব্রাজিল |
জাপান, ২০০২ সাল | ব্রাজিল | ব্রাজিল ২-০ জার্মানি |
জার্মানি, ২০০৬ সাল | ইতালি | ইতালি ৫-৩ ফ্রান্স |
দক্ষিণ আফ্রিকা, ২০১০ সাল | স্পেন | স্পেন ১-০ হল্যান্ড |
ব্রাজিল, ২০১৪ সাল | জার্মানি | জার্মানি ১-০ আর্জেন্টিনা |
রাশিয়া, ২০১৮ সাল | ফ্রান্স | ফ্রান্স ৪-২ ক্রোয়েশিয়া |
আরো দেখুনঃ
ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা নিয়ে কিছু কথা
প্রিয় পাঠক, বিভিন্ন সময় আমাদের ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা এর প্রয়োজন হয়ে থাকে। আর আপনি যাতে আপনার প্রয়োজন অনুযায়ী FIFA World Cup Winner List খুঁজে পান। সে কারণে আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। কারণ আজকের আর্টিকেলে আমি ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা কে পরিষ্কার ভাবে উল্লেখ করেছি। যেখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে, কোন দল কত সালে ফুটবল বিশ্বকাপ জিতেছিল।
এবং সেই সালে ফুটবল বিশ্বকাপ ফাইনালে কোন কোন দল অংশগ্রহণ করেছিল। আশা করি আপনি আজকের এই আলোচনার মাধ্যমে অনেক উপকৃত হয়েছেন। আর এই ধরনের উপকারী তথ্য গুলো জানতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।