লেস্টার সিটি কোন দেশের ক্লাব?
লেস্টার সিটি কোন দেশের ক্লাব? | লেস্টার সিটি ক্লাবের প্রতিষ্ঠাতা কে? | Leicester City Which Country Club?
লেস্টার সিটি ইংল্যান্ডের একটি পেশাদার ফুটবল ক্লাব। ইংল্যান্ডের অন্যান্য ক্লাবের মতো তাদের রঙিন ইতিহাস নেই। তবে বর্তমানে বেশ ভালো অবস্থানে রয়েছে এই ক্লাব। চলুন জেনে নেওয়া যাক, লেস্টার সিটি কোন দেশের ক্লাব সে সম্পর্ক।
আরো দেখুনঃ সরাসরি ফুটবল খেলা দেখার সফটওয়্যার.
লেস্টার সিটি কোন দেশের ক্লাব?
মূলত লেস্টার সিটি ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকে। ইংল্যান্ডের লেস্টার শহরের পাশে ক্লাবের অবস্থান। এই ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হলেন আর্থার চ্যান্ডলার। তাদের হোম গ্রাউন্ড হল, কিং পাওয়ার স্টেডিয়াম।
লেস্টার সিটি ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
ক্লাবটি ১৮৮৪ সালে উইজেস্টন স্কুলের প্রাক্তন ছাত্রদের দ্বারা লিসেস্টার ফস নামে প্রতিষ্ঠিত হয়েছিল। মূলত “ফস” বলতে ব্রিটেনের একটি পুরানো রোমান রাস্তাতে বুঝানো হত। ১৮৯৪ সালে ফুটবল লীগের সদস্য হয় এবং দ্বিতীয় বিভাগে কয়েকটি মৌসুম খেলার পর, তারা ১৯০৮ সালে প্রথম বিভাগে পদোন্নতি লাভ করে।
তবে আর্থিক কেলেঙ্কারির কারণে, ক্লাবটিকে ১৯১৯ সালে লেস্টার সিটি হিসাবে নামকরণ করা হয়। ১৯৫৮ সালে ম্যাট গিলিস কোচ হিসেবে আসার পর থেকে ক্লাবের প্রেক্ষাপট পরিবর্তন হতে শুরু করে। ১৯৬৮ সালে গিলিসের পদত্যাগের পর, লিস্টের সিটি আবারও দ্বিতীয় বিভাগে নেমে আসে।
আরো দেখুনঃ
২০১৬ সালে লিস্টার সিটি প্রিমিয়ার লিগে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল। ২০২১ সালে ক্লাবটি প্রথম এফএ কাপ শিরোপা জিতে নেয়।