লিও কোন দেশের ক্লাব?
লিও কোন দেশের ক্লাব? | লিও ক্লাবের প্রতিষ্ঠাতা কে? | Leo Which Country Club?
লিও ফুটবল ক্লাব বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একটি ক্লাব। পুরুষ ও নারীদের জন্য ফরাসি পেশাদার অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব হিসেবে বেশ জনপ্রিয়তা ক্লাবটির। ক্লাবটির পুরুষেরা বর্তমানে লীগ-১ এ প্রতিদ্বন্দ্বীতা করছে। চলুন জেনে নিই, লিও কোন দেশের ক্লাব?
লিও কোন দেশের ক্লাব?
লিও ফুটবল ক্লাব ফ্রান্সে অবস্থিত। সেখানে লিও শহরে এর অবস্থান।
লিও ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
আজ থেকে ৭৩ বছর আগে ক্লাবটি প্রথমবার নিজেদের যাত্রা শুরু করে। ১৯৫০ সালে লিও ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়। এই ক্লাবের প্রতিষ্ঠার সময়ের ম্যানেজার ফেলিক্স লুট এবং তার দল তাদের নিজস্ব ক্লাব গঠন নিয়ে কিছু চিন্তা করেছিলেন।
১৯৫০ সালের ৩ আগস্ট লুটের পরিকল্পনা বাস্তবে রূপান্তরিত হয়। লিওনাইস, ডাঃ অ্যালবার্ট ট্রিলাট এবং আরও অনেকের মাধ্যমে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।
আরো দেখুনঃ
লিও ফুটবল ক্লাবের প্রথম ম্যানেজার ছিলেন অস্কার হেইসেরার। বর্তমানে এই ক্লাবের প্রেসিডেন্ট জিন মিশেল আউলাস। প্রধান কোচ লরেন্ট ব্ল্যাংক। মালিক জন টেক্সটর। এই ক্লাবের অর্জনের ঝুলি বেশ ভারী। লিওন ফুটবল ক্লাব মোট সাতবার লিগ-১ জিতেছে, যা ফরাসি ফুটবল ইতিহাসে ষষ্ঠ স্থানে রয়েছে।