কাতার ভিসা চেক | Qatar Visa Check Online
কাতার ভিসা চেক করবেন কিভাবে? | Qatar Visa Check Online 2024
কাতার ভিসা চেকিং করতে চান? তাহলে আপনি একেবারে সঠিক জায়গাতে চলে এসেছেন। কারন আজকে আমি Qatar Visa Check নিয়ে বিস্তারিত আলোচনা করবো৷ তো আপনি যদি কাতার ভিসা চেক সক্রান্ত কোনো কিছু জানার থাকে৷ তাহলে এই আর্টিকেল টি আপনার জন্য অনেক প্রয়োজনীয়।
দেখুন আপনাকে শুরুতে একটা কথা বলে রাখি। আজকে আমি আপনাকে অনলাইনে কাতার ভিসা চেক করার নিয়ম গুলো জানিয়ে দেয়ার চেস্টা করবো। যাতে করে আপনি নিজের ঘরে বসে Qatar Visa Check করতে পারেন। তো আর দেরী না করে, চলুন সরাসরি মূল আলোচনায় ফিরে যাওয়া যাক।
গুরুত্বপূর্ণ: ই পাসপোর্ট করার নিয়ম.
কাতার ভিসা চেক করবেন কিভাবে?
আর্টিকেল এর শুরুতে আমি আপনাকে একটা কথা বলেছি। আর সেটি হলো যে, আজকে আমি অনলাইন এর মাধ্যমে কাতার ভিসা চেকিং করার উপায় জানিয়ে দেয়ার চেস্টা করবো।
তবে আপনি যদি এই পদ্ধতি তে ভিসা চেক করতে চান। তাহলে আপনাকে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে। চলুন এবার তাহলে কাতার ভিসা চেক করার পুরো প্রক্রিয়া টি জেনে নেয়া যাক।
- সবার আগে আপনি আপনার ফোন অথবা ল্যাপটপ থেকে একটি ব্রাউজার অপেন করবেন।
- এরপর সেই ব্রাউজার এর সার্চ বক্সে টাইপ করবেন, https://portal.moi.gov.qa
- যখন আপনি উপরের লিংকটি সার্চ করবেন৷ তখন আপনি একটা ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করবেন৷
যখন আপনি এই সাইটের মধ্যে প্রবেশ করবেন৷ তখন আপনাকে বেশ কিছু কাজ মনোযোগ দিয়ে করতে হবে। কারন, এখানে ভুল করলে আপনি ভিসা চেক করতে পারবেন না।
কাতার ভিসা চেক অনলাইন
আপনি চাইলে নিজের ঘরে বসে অনলাইনে কাতার ভিসা চেক করে নিতে পারবেন। সেই কারনে আমি আপনাকে উপরে একটি লিংক প্রদান করেছি। আপনি যদি সেই লিংকে ক্লিক করেন৷ তাহলে আপনি কাতার ভিসা চেকিং করার জন্য অরজিনাল ওয়েব সাইটে প্রবেশ করবেন৷
তো এরপর আপনাকে বিশেষ কিছু কাজ করতে হবে। যেমন,
- যখন আপনি উপরোক্ত ওয়েবসাইটে প্রবেশ করবেন৷ তখন আপনি একটা পপআপ উইন্ডো দেখতে পারবেন।
- যেখানে inquiries শব্দ টি লেখা থাকবে৷ আপনাকে এই লেখার উপর ক্লিক করতে হবে।
- এরপর আপনি সবার বাম পাশে লক্ষ্যে করুন। সেখানে Visa Services নামের একটা অপশন রয়েছে। আপনি সেখানে ক্লিক করুন।
- তো উপরের অপশনে ক্লিক করার পর আপনি Visa inquiry and printing দেখতে পারবেন। আপনাকে সেখানে ক্লিক করতে হবে।
তো আপনি যদি উপরের পদ্ধতি গুলো সঠিক ভাবে সম্পন্ন করতে পারেন। তাহলে আপনি কাতার ভিসা চেক করার অর্ধেক কাজ করে ফেলবেন৷ আর এরপরের কাজ গুলো আপনাকে সঠিক ভাবে সম্পন্ন করতে হবে।
কাতার ভিসা চেকিং করার উপায়
মনে রাখবেন, উপরের অপশন গুলো তে ক্লিক করার পর আপনি মোট ২ টি বিষয় দেখতে পারবেন। যেমন,
- Visa Number এবং
- Passport Number.
মূলত আপনাকে ভিসা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করে নিতে হবে৷ চলুন এবার তাহলে সে সম্পর্কে একটু আলোকপাত করা যাক।
তো এখন আর আপনাকে কোনো কিছু করতে হবে না। কারন, আপনি যদি Passport Number দিয়ে কাতার ভিসা চেকিং করতে চান। তাহলে আপনি আপনার পাসপোর্ট নম্বর দিবেন।
আর আপনি যদি ভিসা নাম্বার দিয়ে চেক করতে চান। তাহলে ভিসার অপশনে আপনার Visa Number দিন।
এরপর Nationality নামক অপশন থেকে আপনি আপনার দেশ Bangladesh সিলেক্ট করে দিন৷ সবশেষে আপনাকে সাবমিট নামক অপশনে ক্লিক করতে হবে। তো আপনি চাইলে এই পদ্ধতি অনুসরন করে Qatar Visa Check করে নিতে পারবেন৷
গুরুত্বপূর্ণ: নিজের পাসপোর্ট চেক করুন.
ভিসা চেকিং এর সুবিধা
দেখুন, যেহুতু আপনি ভিসা সম্পর্কে জানতে এসেছেন৷ সেহুতু আপনার একটা কথা জেনে রাখা উচিত। আর সেই কথাটি হলো, আপনি যখন ভিসা ব্যবহার করবেন৷ তখন আপনি বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবেন৷
যেমন, আপনি ভিসার মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে যেত পারবেন। এর পাশাপাশি আপনি সেই ভিসার মাধ্যমে। বিভিন্ন প্রকার ইন্টারন্যাশনাল ভাবে টাকা আদান প্রদান করার সুবিধা পাবেন।
কারন যখন আপনার নিকট ভিসা থাকবে। তখন আপনি সেটি দিয়ে Visa Card বানিয়ে নিতে পারবেন। যে কার্ড দিয়ে আপনি গোটা বিশ্বব্যাপী লেনদেন করতে পারবেন।
ভিসা চেকিং এর সতর্কতা
যে কোনো কাজে সর্তকতা থাকা উচিত। ঠিক তেমনি ভাবে আপনি যখন Visa Check করবেন। তখন আপনার বেশ কিছু বিষয় এর দিকে সতর্ক থাকতে হবে। যেমন,
- আপনার ভিসা তে থাকা ব্যক্তিগত তথ্য অপরিচিত কাউকে বলবেন না।
- কিংবা কোনো অসৎ ব্যক্তি যেন। আপনার ভিসায় থাকা ডকুমেন্টস সম্পর্কে জানতে না পারে।
- যখন আপনি ভিসা চেক করবেন। তখন অবশ্যই আপনার সঠিক তথ্য দেয়ার চেস্টা করবেন।
আপনাকে শুধু একটা কথা বলবো। দেখুন বর্তমান সময় অনলাইন নির্ভর যুগ। তাই এই সময়ে আপনি যখন নিজের ডেটা ব্যবহার করবেন। তখন অবশ্যই সতর্ক থাকবেন।
প্রিয় পাঠক, আপনি যদি Qatar Visa Check Online 2024 নিয়ে কিছু জানতে চান। তাহলে আজকের এই আর্টিকেল টি পড়ুন। কারন আজকে আমি কাতার ভিসা চেকিং করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।