রিয়াল ভ্যালাডোলিড কোন দেশের ক্লাব?
রিয়াল ভ্যালাডোলিড কোন দেশের ক্লাব? | রিয়াল ভ্যালাডোলিড ক্লাবটির প্রতিষ্ঠাতা কে?
রিয়াল ভ্যালাডোলিড বর্তমান সময়ে স্পেনের একটি ক্লাব। আজ আমরা এই লেখায় রিয়াল ভ্যালাডোলিড কোন দেশের ক্লাব এই সম্পর্কে জানাবো।
আরো দেখুনঃ
রিয়াল ভ্যালাডোলিড কোন দেশের ক্লাব?
রিয়াল ভ্যালাডোলিড স্প্যানিশ একটি ক্লাব। স্পেনে এই ক্লাবের অবস্থান। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবগুলো যেখানে অবস্থান করছে। সেখানে দলটা সামনের দিকে বেশ এগিয়ে যাচ্ছে প্রতিপক্ষের সাথে লড়াই করে।
রিয়াল ভ্যালাডোলিড ক্লাবটির প্রতিষ্ঠাতা কে?
১৯২৮ সালের জুন মাসের ২০ তারিখ রিয়াল ভ্যালোডোলিড নিজেদের যাত্রা শুরু করে। রিয়াল ভ্যালাডোলিডে ক্লাবটির বর্তমান মালিক হলেন বিখ্যাত ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো নাজারিও।
সাবেক এই ফুটবলার ছিলেন অসাধারণ এবং তিনি একজন অসাধারণ ব্যবসায়ীও ছিলেন। এই গ্রেট ব্রাজিলিয়ান গত চার মৌসুম থেকেই ভ্যালাডোলিডে দায়িত্বে রয়েছেন।রিয়াল ভ্যালাডোলিড যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তার একটাই কারণ ছিল।
রিয়াল ইউনিওন দেপোর্তিভা দে ভ্যালাডোলিড এবং ক্লাব দেপোর্তিভো এস্পানোলের একীভূতকরণের মাধ্যমে মূলত এই ক্লাবটির সামনে আসা। ক্লাবটি নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল ২২ সেপ্টেম্বর, ১৯২৮ তারিখে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন রিয়াল ভ্যালাডোলিড কোন দেশের ক্লাব সে সম্পর্কে।