স্পেনের জাতীয় খেলা কি?
স্পেনের জাতীয় খেলা কি? | Spener Jatiyo Khela Ki
স্পেন খেলাধুলার ক্ষেত্রে একটি প্রসিদ্ধ দেশ। এই দেশে মানুষের মাঝে খেলাধুলা বেশ উন্মাদনার সৃষ্টি করে। কিন্তু স্পেনের জাতীয় খেলা কি?
স্পেনের জাতীয় খেলা হল ফুটবল।
ফুটবল স্পেনের সবচেয়ে জনপ্রিয় একটি খেলা দর্শকদের মাঝে। স্পেনের গঠিত ক্লাবফুটবল গুলোর দিকে লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন যে কেন এই দেশটির জাতীয় খেলা ফুটবল। ক্লাবগুলোর মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ বা এফসি বার্সেলোনা, লা রোজার ইত্যাদি।
এফসি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো জনপ্রিয় ক্লাবগুলো একের পর এক কিংবদন্তি ফুটবল প্লেয়ার তৈরি করছে। ফুটবলে ২০১০ সালে ফিফা বিশ্বকাপের পাশাপাশি এ পর্যন্ত তারা তিনবার ইউরো কাপ জিতেছে।
স্পেনের বেশিরভাগ টিভি চ্যানেলে নিউজ কভারেজের ৮০ শতাংশ খেলার খবর থাকে ফুটবল নিয়ে। তারমানে আপনি বুঝতেই পারছেন স্পেনে উৎসাহী ফুটবল ভক্তের পরিমাণ কত!
আরো দেখুনঃ
পরিশেষে: স্পেনের জাতীয় খেলা কি এই প্রশ্নের এক কথার উত্তর হচ্ছে ফুটবল। ফুটবল তাদের মাঝে এতটাই বেশি জনপ্রিয় যে তাদের জনসংখ্যার বেশিরভাগই এই খেলাটির জন্য উন্মাদ। আশা করছি স্পেনের জাতীয় খেলা কি এই প্রশ্নের উত্তরটি পেয়েছেন এই পোষ্টের মাধ্যমে।