১৩তম রোজার ফজিলত
১৩তম রোজার ফজিলত |13th Rojar Phajilayt
প্রত্যেক মুমিন মুসলমান ব্যক্তির উপর রমজান মাসের ৩০ টি রোজা রাখা ফরজ। আর, এই রোজাগুলো মূলত, আমরা মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যেই রেখে থাকি।
রোজা রাখার মাধ্যমে আমরা গরীব দুঃখী, অনাহার মানুষের কষ্ট বুঝতে পারি। প্রতিটি রোজার কিছু বিশেষ ফজিলত রয়েছে। আজকে আমরা ১৩তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
১৩তম রোজার ফজিলত ও গুরুত্ব
১৩ তম রোজা হলো রমজান মাসের মাগফেরাতের ৩য় দিন। এদিন যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট অনুগত হয়ে রোজা রাখবে, তাকে হাশরের ময়দানে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করা হবে।
অর্থাৎ, মহান আল্লাহ রোজাদার ব্যক্তিকে সেদিন ভয়াবহতা থেকে রক্ষা করবেন। তাই, সহজেই অনুমেয়, ১৩তম রোজার গুরুত্ব কতটা অধিক!
আরো দেখুনঃ
১৩তম রোজার দিন নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ্! আজকের এই দিনে আপনি আমাকে সকল প্রকার কলুষতা এবং অপবিত্রতা থেকে পবিত্র করুন। পৃথিবীতে যে সকল কিছু তকদীর বা ভাগ্য অনুযায়ী হয়, তা মেনে চলার ধৈর্য্য আমাকে আপনি দান করুন।
আপনার বিশেষ অনুগ্রহে আমাকে তাকওয়া অর্জন এবং সৎ কর্মশীলদের সাহচর্যে থাকার তৌফিক দিন । হে সকল অসহায়দের আশ্রয়দাতা!