১৪তম রোজার ফজিলত
১৪তম রোজার ফজিলত | 14thb Rojar Phajilayt
ইসলাম ধর্ম পালন করা সকল মুমিন মুসলমান ব্যক্তির জন্য এক পবিত্র মাস হলো রমজান। এই মাসের ৩০ দিন, ৩০ টি রোজা পালন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ।
এই ৩০ টি রোজার মাঝের প্রতিটিরই কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আর আছে আলাদা ফজিলত এবং গুরুত্ব-ও। আজকে আমরা, ১৪তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
১৪তম রোজার ফজিলত ও গুরুত্ব
১৪তম রোজা হলো রমজান মাসের মাগফেরাতের ১০ দিনের ৪র্থ দিন। এই দিন যে ব্যক্তি রোজা রাখবে, কিয়ামতের পর হাশরের ময়দানে তার হিসাব নিকাশ অনেক সহজ করে দেয়া হবে।
সেদিন মহান আল্লাহ তায়ালা তার বান্দার উপর খুশি হবেন। তাই সহজেই বোঝা যায়, ১৪তম রোজার ফজিলত ও গুরুত্ব অনেক বেশি।
আরো দেখুনঃ
১৪তম রোজার দিন নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ্! আজকের এই দিনে আমাকে আমার ভুল ভ্রান্তির জন্য জিজ্ঞাসাবাদ করবেন না। আমার কোনে দোষ-ত্রুটিকে আপনি হিসেবের মধ্যে ধরবেন না।
আপনার মর্যাদার উসিলাতে আপনি আমাকে বিপদ আপদ আর দুর্যোগের লক্ষ্য বস্তুতে পরিণত করবেন না। হে সকল মুসলমানদের মর্যাদা দানকারী!