৬ষ্ঠ রোজার ফজিলত
৬ষ্ঠ রোজার ফজিলত | 6Sth Rojar Phajilayt
প্রত্যেক মুমিন মুসলমান টানা ১১ মাস অধীর আগ্রহে অপেক্ষা করেন, রমজান মাসের জন্য। ইসলামের ৫ টি ভিত্তির মধ্যে একটি হলো সাওম বা রোজা। আর রমজানের ৩০ টি রোজা আমাদের জন্য রহমত হয়ে আসে।
এই ৩০ টি রোজার প্রতিটিরই আলাদা কিছু গুরুত্ব ও ফজিলত আছে। আজকে আমরা ৬ষ্ঠ রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
৬ষ্ঠ রোজার ফজিলত ও গুরুত্ব
৬ষ্ঠ রোজা হলো, রমজান মাসের রহমতের ১০ দিনের ৬ তম দিন। এই দিন যেই ব্যক্তি মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবেন, তিনি ফেরেশতাদের সাথে ৭ম আসমানে অবস্থিত বাইতুল মামূর তাওয়াফ করার সমপরিমাণ সওয়াব পাবেন। অর্থাৎ, সহজেই অনুমেয় যে, ৬ষ্ঠ রোজার ফজিলত কতটা বেশি এবং এটি কত বড় গুরুত্ব বহন করে।
আরো দেখুনঃ
৬ষ্ঠ রোজার সময় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ্! আপনার নির্দেশ অমান্য করেছি বলে, আমাকে আপনি লাঞ্ছিত এবং অপদস্থ করবেন না! আমাকে শাস্তি দেবেন না, আপনার ক্রোধের চাবুক দ্বারা। আপনার সকল সৃষ্টির প্রতি আপনার অসীম অনুগ্রহ এবং আপনার সকল নিয়ামতের শপথ করে আমি বলছি, আপনার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আপনি আমাকে দূরে রাখবেন। হে সকল আবেদন কবুলকারীদের মাঝে শ্রেষ্ঠ আবেদন কবুলকারী।