ক্লারমন্ট কোন দেশের ক্লাব?
ক্লারমন্ট কোন দেশের ক্লাব | ক্লারমন্ট ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা কে? | Claremont Which Country Club?
ক্লারমন্ট ফুটবল ক্লাব মোটামুটি জনপ্রিয় একটি ক্লাব। ক্লাবটি বর্তমানে ফ্রান্সের লিগ ১-এ খেলে। আজকের এই পোস্টে আমরা ক্লারমন্ট কোন দেশের ক্লাব সে সম্পর্কে জানবো।
আরো দেখুনঃ
ক্লারমন্ট কোন দেশের ক্লাব?
ক্লারমন্ট ফুটবল ক্লাবটি ফ্রান্সে অবস্থিত। ক্লারমন্ট-ফেরান্ড শহরে এই ক্লাবটির অবস্থান। ক্লাবটির পুরো নাম হলো ক্লারমেন্ট ফুট ৬৩। আর ডাকনাম হলো লেস ল্যান্সার্স সংক্ষিপ্ত নাম হিসেবে “ক্লারমন্ট সি. এফ. ৬৩” নামে ডাকা হয়।
ক্লারমন্ট ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
ক্লারমন্ট ফুটবল ক্লাব আজ থেকে প্রায় ১১২ বছর আগে যাত্রা শুরু করে। তথ্যমতে, ১৯১২ সালে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এই ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট ও মালিক হলেন আহমেদ শেফার। আর এই ক্লাবের প্রধান কোচ হিসেবে আছেন প্যাসকেল গাস্তিয়েন।
ক্লাবটি অবশ্য খুব বেশি শিরোপা জিততে পারেনি। কেবল মাত্র ২ টি শিরোপা আছে তাদের ঝুলিতে। দুইটি-ই হলো Champion National এর। ক্লাবটি ২০০১-০২ ও ২০০৬-০৭ এই ২ বার বিজয়ী হয়।
ক্লারমন্ট ফুটবল ক্লাব ভালো কি-না, এ নিয়েও প্রশ্ন আছে। তবে কিছুদিন আগে একটি র্যাকিং অনুযায়ী, শীর্ষ ১০০ জন ভালো খেলোয়াড়দের মাঝে ২ জন খেলোয়াড় ছিলেন, যারা ক্লারমন্ট ফুটবল ক্লাবের।