পোল্যান্ড ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২৪
Poland 1 Euro In Bangladeshi Taka | পোল্যান্ড ১ টাকা বাংলাদেশের কত টাকা?
বর্তমান সময়ে পোল্যান্ডে যে মুদ্রার প্রচলন আছে তার নাম হলো, জ্লোটি। আর আমাদের বাংলাদেশি টাকার যে আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার রয়েছে তার চাইতে পোল্যান্ডের মুদ্রার মান অনেক বেশি। মূলত সে কারণে আমরা অনেকেই জানতে চাই যে, পোল্যান্ড ১ টাকা বাংলাদেশের কত টাকা। সে কারণে এই আর্টিকেলে আমি পোল্যান্ডের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার পার্থক্য তুলে ধরার চেষ্টা করবো।
পোল্যান্ড ১ টাকা বাংলাদেশের কত টাকা?
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আসলে জানতে চায় যে, পোল্যান্ড ১ টাকা বাংলাদেশের কত টাকা। তো আমরা সবাই জানি আন্তর্জাতিক মুদ্রাবাজারের বিনিময় হার প্রতিদিন কম বা বেশি হয়। আর আপডেট মুদ্রাবাজারের বিনিময় রেট হিসেবে পোল্যান্ডের ১ টাকা সমান আমাদের বাংলাদেশের ২৭.১৪ টাকা।
তবে এই মুদ্রার বিনিময় হার শুধুমাত্র আজকের জন্য প্রযোজ্য। কেননা, আগামীতে এই রেটের মধ্যে যে কোনো পরিবর্তন আসতে পারে। তাই আপনি সর্বশেষ বিনিময় হার অনুযায়ী পোল্যান্ডের মুদ্রার মান যাচাই করার চেষ্টা করবেন।
পোল্যান্ডের মুদ্রার নাম কি?
সবার শুরুতে আমাদের জানতে হবে পোল্যান্ডের মুদ্রার নাম কি। তো বর্তমান সময়ে পোল্যান্ডের মুদ্রার নাম হলো, জ্লোটি। যখন ১৯২০ সালে পোল্যান্ড স্বাধীনতা লাভ করেছিলো তখন থেকে এই দেশের মুদ্রা হিসেবে জ্লোটি ব্যবহার করা হয়। তবে এই দেশের মুদ্রার নাম নিয়ে আমাদের কিছু গুরত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া দরকার।
সেটি হলো, জ্লোটি শব্দটি এসেছে জলদ শব্দ থেকে, যার অর্থ হলো স্বর্ণ। অবাক করার মতো বিষয় হলো, অতিতে জ্লোটি মুদ্রাটি স্বর্ণে নির্মিত হত। তবে স্বর্ণের দাম ও চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ার কারণে ১৯শ শতাব্দীর পর থেকে এটি ধাতু দিয়ে তৈরি করার প্রচলন শুরু হয়েছিলো।
আজকের ডলার রেট কত ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ এখানে দেখুন- ডলার রেট
পোল্যান্ডের টাকার মান কত?
যেহুতু উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম পোল্যান্ডের ১ টাকা বাংলাদেশের কত টাকা। সেহুতু এটা সহজেই বলা যাবে যে পোল্যান্ডের টাকার মান কত। কেননা, বর্তমান সময়ের মুদ্রা বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের ২৭.১৪ টাকায় পোল্যান্ডের মাত্র ১ টাকা পাওয়া যাবে। আর এই বিনিময় হার অনুযায়ী ষ্পষ্টভাবে বোঝায় যায় বাংলাদেশের মুদ্রার চাইতে পোল্যান্ডের মুদ্রার মান অনেক বেশি।
পোল্যান্ডের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা?
আমরা জানি ১ পোলীয় জ্লোটি সমান ২৭.১৪ বাংলাদেশী টাকা। এখন যদি পোল্যান্ডের ১০০ টাকার মান যাচাই করার দরকার হয় তাহলে বাংলাদেশের ২৭১২.৪৮ টাকার বিনিময়ে পোল্যান্ডের ১০০ টাকা পাওয়া যাবে। আবার যদি পোল্যান্ডের মুদ্রার মান বেশি হয় এবং বাংলাদেশের মুদ্রার মান কমে যায় তাহলে আপনি পোল্যান্ডের ১০০ টাকা বিনিময়ে আরো বেশি টাকা পাবেন।
পোল্যান্ডের ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা?
বিভিন্ন সময় আমাদের বাংলাদেশ থেকে পোল্যান্ড অথবা পোল্যান্ড থেকে বাংলাদেশে যাওয়ার দরকার হয়। আর এমনটা হলে পোল্যান্ডের ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা তা আপনার জন্য জেনে নেওয়া জরুরী। তো বর্তমান সময়ের মুদ্রা বিনিময় হার অনুযায়ী পোল্যান্ডের ১০০০ টাকা বাংলাদেশের ২৭.১৪১১৯ টাকার সমান।
পোল্যান্ড টাকার রেট-FAQ
Q: পোল্যান্ড এর ধর্ম কি?
A: পোল্যান্ডের প্রধান ধর্মের নাম হলো, রোমান ক্যাথলিক। পোল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় ৮৭.৫% মানুষ রোমান ক্যাথলিক।
Q: পোল্যান্ড কেমন দেশ?
A: পোল্যান্ড একটি সুন্দর, সমৃদ্ধ এবং প্রাণবন্ত দেশ। এটি ইউরোপের মধ্যভাগে অবস্থিত একটি স্থল বেষ্টিত দেশ। পোল্যান্ডের উত্তরে রয়েছে বাল্টিক সাগর, পূর্বে বেলারুশ এবং ইউক্রেন, দক্ষিণে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া আর পশ্চিমে জার্মানি অবস্থিত।
Q: পোল্যান্ড কি দেশ নাকি রাষ্ট্র?
A: পোল্যান্ড একটি সংসদীয় প্রজাতন্ত্র যার সরকার প্রধান হলো, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান হলো, রাষ্ট্রপতি।
Q: পোল্যান্ডে মুসলিম জনসংখ্যা কত?
A: সত্যি বলতে পোল্যান্ডে মুসলিম জনসংখ্যার সঠিক পরিসংখ্যান জানা যায় না। সরকারি হিসাব অনুযায়ী, পোল্যান্ডে মুসলমানদের সংখ্যা প্রায় ৩০,০০০ জন। আর পোল্যান্ডে মুসলিম জনসংখ্যার বেশিরভাগই মধ্য এশিয়ার বংশোদ্ভূত।
Q: পোল্যান্ড কবে সোভিয়েত ইউনিয়ন ত্যাগ করে?
A: পোল্যান্ড ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়ন ত্যাগ করে। ১৯৮৯ সালের ২২শে ডিসেম্বর পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, পোল্যান্ড সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।
পরিশেষে লেখকের কিছূ মন্তব্য
আজকের আর্টিকেলে পোল্যান্ড ১ টাকা বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। তো আপনারা যারা পোল্যান্ডের মুদ্রার সাথে বাংলাদেশের মুদ্রার পার্থক্য জানতে চান তাদের জন্য এই লেখাটি অনেক হেল্পফুল হবে। আর আমরা যথেষ্ট চেষ্টা করি এই ধরনের ইনফরমেটিভ বিষয় গুলোকে শেয়ার করার জন্য। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।