vlxxviet mms desi xnxx

রকেট একাউন্ট খোলার নিয়ম

0
Rate this post

Rocket code | রকেট একাউন্ট খোলার নিয়ম

বর্তমানে প্রযুক্তির যুগে মোবাইল ব্যাংকিং সেবা  আর্থিক লেনদেনকে আরও সহজ করে তুলেছে। এই মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে মানুষ যেকোন সময় যেকোন ধরনের লেনদেন সম্পন্ন করতে পারে।  এখন আর লাইনে দাঁড়িয়ে বিল প্রদান করতে হয় না। মোবাইল ব্যাংকিং চালু হওয়ার পর থেকে মানুষজন করে বসে মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করে বিল প্রদান করে থাকে। 

এ মোবাইল ব্যাংকিং বর্তমানে বহুল প্রচলিত একটি আর্থিক লেনদেন। এই সেবা সম্পর্কে অনেকের  মনে অনেক ধরনের প্রশ্ন জেগে ওঠে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি DBBLকর্তৃক মোবাইল ব্যাংকিং সেবার অন্যতম একটি মাধ্যম রকেট। আমরা রকেটের বিস্তারিত আলোচনা করব।

আরো পড়ুন: রকেট একাউন্ট বন্ধ করার নিয়ম

রকেট একটি বহুল জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা। তবে এখনো অনেক মানুষ আছে যারা রকেট একাউন্ট খোলার নিয়ম জানেনা। এবং রকেট একাউন্ট সম্পর্কে ধারণা নেই। তাদের জন্য আজকের এই কনটেন্টে। রকেট একাউন্ট খোলার নিয়ম সহ রকেট একাউন্ট সম্পর্কিত সকল তথ্য আপনাদেরকে প্রদান করব।

Rocket code | রকেট একাউন্ট খোলার নিয়ম

বাংলাদেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার সাথে তাল মিলিয়ে রকেট খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কারণ রকেট একাউন্ট খোলার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সেবা সুবিধা পেতে পারেন। সবথেকে আনন্দের বিষয় হচ্ছে রকেট মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করতে চাইলে, আপনি যদি রকেট একাউন্ট খুলতে চান। তাহলে আপনি একাউন্ট খোলার পর সাথে সাথে .২৫টাকা বোনাস পাবেন। 

এমন অনেক মানুষ আছে যারা রকেট একাউন্ট খুলতে পারে না। কিন্তু রকেট একাউন্টে আপনি আপনার মোবাইল থেকে খুব সহজেই করতে পারবেন। রকেট একাউন্ট খোলার ৩টি মাধ্যম আছে। যেমনঃ

  • নিজে কোড ব্যবহার করে
  • অ্যাপ এর সাহায্য
  • রকেট এজেন্ট বা রকেট কাস্টমার সার্ভিস থেকে

নিজে কোড ব্যবহার করে রকেট একাউন্ট খোলার নিয়ম

  • প্রথমে আপনার মোবাইল থেকে *৩২২# ডায়াল করুন। 
  • এরপর আপনার মোবাইলের স্ক্রিনে রিপ্লাই দেওয়ার জন্য ১ক্লিক করে Reply করুন। 
  • এখন একটি খালি ঘর আসবে সেই খালি ঘরে আপনার পছন্দমত চার ডিজিটের একটি গোপন পিন বা পাসওয়ার্ড সেট করুন। (অবশ্যই এই পিন বা পাসওয়ার্ডটি আপনি নিজে মনে রাখবেন এবং অন্য কোনো ব্যক্তিকে শেয়ার করবেন না।) 
  • আপনার রকেট একাউন্টে অটোমেটিকভাবে pre-registration হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে কিনা সেটি আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। 

অ্যাপ এর সাহায্য রকেট একাউন্ট খোলার নিয়ম

  • প্রথমে আপনার স্মার্টফোনের “Play store” or “App store” রকেট অ্যাপস ডাউনলোড করে ইন্সটল করতে হবে। 
  • ইনস্টল করা হয়ে গেলে আপনার অ্যাপটি ওপেন করতে হবে। 
  • এরপর অ্যাপস থেকে আপনার নির্ধারিত ভাষা নির্বাচন করতে হবে। (যেমনঃ আপনি বাংলা ভাষা সিলেক্ট করলেন)। 
  • এরপর ফাঁকা জায়গায় আপনার ব্যবহৃত মোবাইল নাম্বার দিতে হবে। (যে সিম দিয়ে আপনি রকেট অ্যাকাউন্ট খুলবেন ঐ সিমের নাম্বার দিতে হবে)।  
  • নাম্বারটি সেভ করা হয়ে গেলে রকেট অফিস থেকে আপনাকে একটি কল করা হবে। সেখানে আপনাকে চার ডিজিটের একটি পিন বা পাসওয়ার্ড সেট করতে হবে। (অবশ্যই আপনি আপনার পিন বা পাসওয়ার্ডটি মনে রাখবেন এবং আপনি ছাড়া অন্য কাউকে এ ধরনের পাসওয়ার্ড জানাবেন না)।  
  • তারপর  আপনার ব্যবহৃত যে সিম দিয়ে রকেট একাউন্ট খুলবেন সেই সিমে ১৬ ডিজিটের একটি সিকিউরিটি কোড এসএমএসের মাধ্যমে আসবে। 
  • সিকিউরিটি কোডটি যাচাই করুন এবং পরবর্তীতে ওকে বাটনে চাপ দিন। 
  • আপনার অ্যাকাউন্ট লগইন করার পর কিছু নিবন্ধনের সঠিক তথ্য চাইবে সে তথ্য গুলো পূরণ করুন। 
  • ক্যামেরা মধ্যে ক্লিক করে আপনি আপনার ছবি তুলুন। ছবি তোলার আগে অবশ্যই উপরোক্ত বিষয়গুলো ভালো করে পড়ে নিবেন। (উল্লেখ্য যে, ছবি তলার সময় আপনার চখের চশ্মা থাকলে খুলে নিতে হবে, এমন ভাবে ক্যামেরাতে আপনার ফাচে থাকবে যেন আপনার মুখ, চোখ, নাক ভাল করে বুজা যায়)। 
  • এরপর আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের এপিঠ-ওপিঠ এর পরিষ্কার ছবি তুলুন। 
  • ন্যাশনাল আইডি কার্ডের ছবি জমা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। 
  • এরপর আপনার সকল তথ্য সঠিক আছে কিনা সেগুলো যাচাই করে কনফার্ম করুন। 
  • কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কিনা সেটি কনফার্ম করার জন্য আপনার মোবাইলে একটি এসএমএস পাঠানো হবে। 
  • এভাবেই আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার মোবাইল ফোনে নগদ একাউন্ট খোলা হয়েছে

রকেট এজেন্ট বা রকেট কাস্টমার সার্ভিস থেকে রকেট একাউন্ট খোলার নিয়ম 

বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং ডাচ বাংলা কর্তৃক বর্তমান আর্থিক লেনদেন রকেট একাউন্ট নামে পরিচিত। আপনার কাছে যদি মনে হয় নিজে নিজে একাউন্ট করা ঝামেলা। তাহলে আপনি রকেট এজেন্ট বা কাস্টমার এর সাহায্যে রকেট একাউন্ট খুলতে পারবেন।  তবে আই একাউন্ট খোলার জন্য আপনার কিছু  প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এজেন্ট বা কাস্টমার সার্ভিস এ যেতে হবে।

আরো পড়ুন: রকেট একাউন্ট পিন ভুলে গেলে

  • আপনার ব্যবহৃত ফোন নাম্বার 
  • আপনার ব্যবহৃত ১ কপি পাসপোর্ট সাইজের ছবি 
  • আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। 
  • এরপর আপনাকে রকেট একাউন্ট রকেট এজেন্ট কর্তৃক একটি ফর্ম দেওয়া হবে সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য পূরণ করে আপনার বৃদ্ধাঙ্গুলির ছাপ এবং স্বাক্ষর দিতে হবে। 
  • তিন থেকে পাঁচ দিন অপেক্ষা করার পর রকেট একাউন্ট সচল হয়ে যাবে। 
  • আর আপনার রকেট একাউন্ট সচল হয়েছে কিনা সেটি জানার জন্য রকেট এজেন্ট কর্তৃক আপনার মোবাইল ফোনে একটি কনফার্মেশন এসএমএস দেয়া হবে। 

এই মাধ্যম গুলো ব্যবহার করে আপনি খুব সহজেই রকেট একাউন্ট করতে পারবেন এবং সেবা নিতে পারবেন। 

রকেট একাউন্ট দেখার নিয়ম

আপনার যখন রকেট একাউন্ট খোলা হয়ে যাবে তখন আপনার রকেট একাউন্ট দেখার প্রয়োজন হতে পারে। রকেট একাউন্ট দেখার নিয়ম নিম্নে দেয়া হলঃ

রকেট একাউন্ট দেখার দুটি নিয়ম রয়েছে। যেমনঃ

  • রকেট কোড ব্যবহার করে
  • অ্যাপ এর মাধ্যমে

রকেট একাউন্ট এর কোড ব্যবহার করে যেভাবে আপনি আপনার একাউন্টের সকল বিষয় দেখতে পারবেন। 

  • প্রথমে আপনি আপনার মোবাইল থেকে *৩২২#  ডায়াল করুন। 
  • এরপর আপনার যে সম্পর্কিত তথ্য বা প্রয়োজন জানার প্রয়োজন সেখানে বিভিন্ন ধরনের নাম্বার আছে সেগুলো ব্যবহার করে জানতে পারবেন। 

অ্যাপসের মাধ্যমে আপনি যেভাবে আপনার একাউন্ট দেখতে পারবেন সেটি হচ্ছেঃ 

  • আপনার মোবাইল অ্যাপস ওপেন করতে হবে।
  • এরপর আপনার ব্যবহৃত রকেট একাউন্টে যে সিম টি ব্যবহার করেছেন সেই সিমের নাম্বারটি লিখাতে হবে।
  • তারপর আপনার গোপনীয় চার ডিজিটের পাসওয়ার্ড সেট করে লগইন করলেই আপনি আপনার একাউন্ট দেখতে পাবেন।

রকেট একাউন্ট চেক করার নিয়ম

রকেট একাউন্ট চেক করার নিয়ম ২টি।যেমনঃ 

  • বাটন মোবাইলে রকেট কোড ব্যবহার করে এবং  
  • স্মার্ট ফোনে অ্যাপ ব্যবহার করে।

বাটন মোবাইলে রকেট কোড ব্যবহার করে রকেট একাউন্ট চেক করার নিয়ম

  • প্রথমে আপনি আপনার মোবাইল থেকে *৩২২# নাম্বারে ডায়াল করুন। 
  • এখানে অনেকগুলো অপশন দেখা যাবে। যেমনঃ আপনি যদি আপনার ব্যালেন্স জানতে চান তাহলে ৫ নাম্বারে ব্যালেন্স জানতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ৫লিখে রিপ্লাই ক্লিক করতে হবে। 
  • তারপর আপনার চার ডিজিটের পিন বা পাসওয়ার্ড চাইবে। সেটি সেট করে রিপ্লাই দিতে হবে। 
  • এখন আপনি দেখতে পারবেন আপনার একাউন্টে কত টাকা জমা আছে। 

স্মার্ট ফোনে অ্যাপ ব্যবহার করে রকেট একাউন্ট চেক করার নিয়ম

  • প্রথমে আপনাকে অ্যাপ ওপেন করতে হবে। 
  • এরপর আপনার মোবাইল নাম্বার এবং পিন সেট করে লগইন করতে হবে। 
  • রকেট একাউন্টের অ্যাপসের উপরিভাগে লেখা থাকে ব্যালেন্স। সেখানে ক্লিক করলেই আপনি আপনার ব্যালেন্স জানতে পারবেন।

এছাড়াও আপনি আপনার রকেট একাউন্ট থেকে অন্যান্য সেবা গ্রহন করার জন্য এভাবে চেক করতে পারবেন।

রকেট অ্যাপ ডাউনলোড

যারা স্মার্ট ফোন ব্যাবহার করেন তারা খুব সহজেই অ্যাপ ডাউনলোড করে সেবা গ্রহণ করতে পারেন। তবে তাঁদের মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে যারা অ্যাপ কিভাবে ডাউনলোড করতে হয় সে ব্যাপার পরিষ্কার নন। রকেট অ্যাপ ডাউনলোড করা খুব সহজ। 

রকেট অ্যাপ ডাউনলোড যাভাবে করবেন তা নিম্নে দেয়া হলোঃ

  • আপনি আপনার স্মার্টফোনে ইন জিমেইল লগইন করবেন। 
  • জিমেইল লগইন করার পর আপনার ফোনে অটোমেটিক “Play Store” অ্যাপটি থাকবে। অথবা বর্তমানে যে কোন স্মার্ট ফোনে “Play Store” অ্যাপটি দেয়াই থাকে। 
  • সেই অ্যাপ এ প্রবেশ করে সার্চ অপশনে গিয়ে রকেট লিখে সার্চ দিলে আপনারা রকেট অ্যাপটি পেয়ে যাবেন। 
  • এরপর সেখান থেকে ডাউনলোডে ক্লিক করে রকেট অ্যাপটি ডাউনলোড করে নেবেন।

Rocket code | রকেট একাউন্ট কোড

প্রত্যেকটি মোবাইল ব্যাংকিং এ সেবার নির্দিষ্ট কোড রয়েছে। এই কোডগুলো ব্যবহার করে মোবাইল ব্যাংকিং থেকে আমরা বিভিন্ন ধরনের সেবা উপভোগ করে থাকি। তবে যারা স্মার্ট ফোন ব্যাবহার করে তারা অ্যাপ এর মাধ্যমে রকেটে এর সেবা গ্রহণ করতে পারবেন। তাদের এ ধরনের কোড এর প্রয়োজন হয় না।

আরো পড়ুন: কেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ

যারা অ্যাপস ছাড়া যেমন বাটন ফোনে রকেটের সেবা গ্রহণ করতে চান তারা শুধু এই ধরনের কোড ব্যবহার করে থাকে। এছাড়াও যেখানে ইন্টারনেটের সংযোগ থাকে না সেখানে এই কোডটি ব্যবহার করতে পারবেন। 

Rocket Code Number *৩২২#

রকেট হেল্পলাইন নাম্বার

আপনি যেকোনো সময় আপনার রকেট সম্পর্কিত যেকোন তথ্য জানতে চাইলে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেবন। ৩৬৫ দিন ২৪/৭ ঘন্টা আপনি এর সেবা পাবেন। 

রকেট হেল্পলাইন নাম্বার গুলো হচ্ছেঃ

যেকোন তথ্য জানতে ডায়াল করুন – ১৬২১৬ 

রকেট একাউন্ট দেখার কোড – *322#

ভেরিফাই রকেট ফেসবুক পেজ  – facebook.com

রকেট ওয়েবসাইট  – dutchbanglabank.com

উপসংহার: আশা করি আপনারা যারা নতুন একাউন্ট করবেন তাদের আর সমস্যায় পরতে হবে না। কারন আমরা আপনার সকল সমস্যার সমাধান এবং রকেট একাউন্ট খোলার নিয়ম বলে দিয়েছি। আপনারা আমদের এখান থেকে রকেট সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন। 

তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, আপনার রকেট একাউন্টের পিন বা পাসওয়ার্ড কখনও কোন অবস্থাতেই কারও সাথে শেয়ার করা যাবেন না।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex