বাম চোখ লাফালে কি হয়?
বাম চোখ লাফালে কি হয়? | বাম চোখ লাফালে কি হয় ইসলাম কি বলে?
মানুষের বাম চোখ লাফানো নিয়ে রয়েছে অনেক বৈজ্ঞানিক ও ধর্মীয় ব্যাখা। আবার এই বাম চোখ লাফানো নিয়ে আছে অনেক কুসংস্কার। কেননা, আমরা অনেকেই মনে করি যে, ডান চোখ কাঁপলে তা আমাদের জন্য শুভ সংবাদের ইঙ্গিত। আবার যদি বাম চোখ কাঁপে, তাহলে আমরা সেটিকে অশুভ ইঙ্গিত মনে করে থাকি।
কিন্তুু কেন আমাদের বাম চোখ লাফায় এবং বাম চোখ লাফালে কি হয়। উক্ত বিষয়টি সম্পর্কে পরিস্কার ধারনা দেয়ার জন্যই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। তাই চলুন, এবার জেনে নেওয়া যাক যে, বাম চোখ লাফালে কি হয়।
বাম চোখের পাতা লাফায় কেন?
বাম চোখ লাফালে কি হয় আমরা সেটি অবশ্যই জানবো। তবে তার আগে আমাদের জানতে হবে যে, কেন আমাদের বাম চোখের পাতা লাফায়। আর সবার আগে আমাদের ডক্টরদের পরামর্শ টি জেনে নিতে হবে। কেননা ডক্টরদের মতামত অনুযায়ী, বাম চোখের পাতা লাফানো কে একটি রোগের সাথে তুলনা করেন। যে রোগ এর নাম হলো, Myokymia (মায়োকিমিয়া)।
আরো দেখুনঃ- চোখের সমস্যা বোঝার উপায়।
এবং ডক্টরদের মতে মানুষের বাম চোখের পাতা লাফানো খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তুু যদি কোনো মানুষের ক্ষেত্রে এর পরিমান অধিক লক্ষ্য করা যায়। তাহলে বসে না থেকে অতি দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে। আর ডক্টরদের মতে মানুষের বাম চোখ লাফানোর বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন,
- অতিরিক্ত পরিমানে মানসিক চাপ,
- কম আলোতে বেশি সময় কাজ করা,
- অতিরিক্ত সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করা,
- ক্লান্তিবোধ,
- দৃষ্টিশক্তির সমস্যা,
- মাত্রাতিরিক্ত ক্যাফিন ও অ্যালকোহল সেবন,
- চোখের মধ্যে শুষ্কতা,
- দেহেরে পুষ্টির ভারসাম্যহীনতা,
- শরীরের মধ্যে থাকা এলার্জি,
ডক্টরদের মতে মানব দেহের বাম চোখ কেন লাফায়, তার পেছনে যে সকল কারণ আছে। সেই কারণ গুলোকে উপরে উল্লেখ করা হলো। তো এবার আমাদের জানতে হবে যে, বাম চোখ লাফালে কি হয়।
বাম চোখ লাফালে কি হয়?
আমাদের বাম চোখ লাফানোর পেছনে কি কি কারণ থাকতে পারে। সেই কারণ গুলো উপরে উল্লেখ করা হয়েছে। তবে বৈজ্ঞানিক ব্যাখা ছাড়াও বিভিন্ন মানুষের কাছে বাম চোখ লাফানো নিয়ে ভিন্ন রকমের মতবাদ রয়েছে। আর এবার আমি আপনাকে সেই মতবাদ গুলোর সাথে পরিচয় করিয়ে দিবো। যেমন,
- যদি কোনো ছেলের বাম চোখে কাঁপে। তাহলে তার অন্য মানুষের সাথে দ্বন্দ বা ঝগড়া হওয়ার ইঙ্গিত দেয়।
- এছাড়াও যদি কারো বাম চোখের পাতা কাঁপতে থাকে। তাহলে তার শত্রু বৃদ্ধি হওয়ার প্রবণতা থাকে।
- তবে যদি কোনো মেয়ের বাম চোখ কাঁপে। তাহলে বুঝতে হবে যে, তার যে কোনো স্থানে লজ্জিত বা অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে।
- আবার অনেকেই মনে করেন যে, বাম চোখ লাফালে দুর্ঘটনা হওয়ারও সম্ভাবনা রয়েছে।
- বাম চোখ লাফানোর আরো এক ধরনের অশুভ ইঙ্গিত রয়েছে। সেটি হলো, টাকা হানি হওয়ার আশঙ্কা থাকে।
তো বাম চোখ লাফালে কি হয়, সেটি নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মতামত রয়েছে। আর সেই ভিন্ন মতবাদ গুলোকে উপরে উল্লেখ করা হলো।
বাম চোখ লাফালে কি হয় ইসলাম কি বলে?
আমরা এতক্ষনের আলোচনা থেকে বাম চোখ লাফানোর কারণ ও ভিন্ন মতামত সম্পর্কে জানলাম। আর এবার আমাদের জানতে হবে যে, বাম চোখ লাফানোর বিষয়কে ইসলামের দৃষ্টিকোণ থেকে কি বলা হয়। কারন, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যেখানে মানব জীবনকে চালনা করার সবকিছু উল্লেখ করা আছে।
তো ইসলামের দৃষ্টিকোণ থেকে বাম চোখ লাফানোর ক্ষেত্রে শুভ বা অশুভ ইঙ্গিতের কোনো ধরনের ভিত্তি নেই। কেননা, ইসলামের আকীদা মতে আমাদের মানব জীবনে যে সকল মঙ্গল ও অমঙ্গল সংঘঠিত হয়। এবং যে সকল শুভ ও অশুভ সময় আস, তার সবকিছুই একমাত্র আল্লাহ্র হুকুমেই সংঘটিত হয়ে থাকে।
কিন্তুু মানব শরীরের মধ্যে থাকা বাম চোখ লাফালে কি হয়। সেই বিষয়টি সম্পর্কে ইসলামে তেমন কোনো ব্যাখা নেই অথবা ব্যাখা প্রদান করা হয়নি। তবে এই বাম চোখ লাফানো নিয়ে আমরা যে শুভ বা অশুভ এর ইঙ্গিত অনুমান করি। ইসলামের দৃষ্টিকোণ থেকে, সেটি করতে নিষেধ করা হয়েছে।
বাম চোখ লাফালে কি হয় আমাদের শেষকথা
আপনি যদি বাম চোখ লাফালে কি হয় আজকের আর্টিকেল টি পড়েন। তাহলে আপনি ষ্পষ্টভাবে জানতে পারবেন যে, বাম চোখ লাফালে কি হয়। কেননা, আজকে আমি বাম চোখ লাফালে কি হয় বিষয়টি সম্পর্কে আপনাকে পরিস্কার ধারনা দেওয়ার চেষ্টা করেছি।
আশা করি, আজকের এই লেখাটি থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। তো আপনি যদি এই ধরনের অজানা বিষয় গুলো খুব সহজ ভাষায় জানতে চান। তাহলে অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।