এফসি শালকে 04 কোন দেশের ক্লাব?
এফসি শালকে 04 কোন দেশের ক্লাব? | এফসি শালকে 04 ক্লাবটির প্রতিষ্ঠাতা কে? | FC Schalke 04 Which Country Club?
এফসি শালকে 04, বর্তমানে তার সদস্য সংখ্যার দিক থেকে জার্মানির দ্বিতীয় বৃহত্তম ক্লাব। বাস্কেটবল, হ্যান্ডবল, টেবিল টেনিস, শীতকালীন ক্রীড়াসহ প্রায় সকল প্রকার খেলা হয় এই ক্লাবে।
তবে, বর্তমানে ফুটবল দলের জন্য ক্লাবটি বেশি সুপরিচিত। ফুটবলে জার্মান লীগের শীর্ষ স্তর বুন্দেসলীগায় প্রতিদ্বন্দ্বীতা করে দলটি। আজ আমরা জানবো, এফসি শালকে 04 কোন দেশের ক্লাব এবং এর প্রতিষ্ঠাতা কে।
আরো দেখুনঃ সরাসরি ফুটবল খেলা দেখার সফটওয়্যার.
এফসি শালকে 04 কোন দেশের ক্লাব?
এফসি শালকে 04 ক্লাবটি জার্মানিতে অবস্থিত। ক্লাবটির সম্পূর্ণ নাম Football Club Gelsenkirchen- Schalke 04। ক্লাবটির গ্রাউন্ড Veltins-Arena, Gelsenkirchen। এটি ৬২ হাজার ২৭৩ জন ধারন ক্ষমতা বিশিষ্ট।
এফসি শালকে 04 ক্লাবটির প্রতিষ্ঠাতা কে?
এফসি শালকে 04 ক্লাবটি আজ থেকে প্রায় ১১৮ বছর আগে, ১৯০৪ সালের ৪ মে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাতার জন্য অনেকেই সহযোগীতা করলেও, উইলি গিস (Willy Gies) এর নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়।
আরো দেখুনঃ
- বায়ার 04 লেভারকুসেন কোন দেশের ক্লাব ?
- ল্যাজিও কোন দেশের ক্লাব?
- স্পোর্ট-ক্লাব ফ্রেইবার্গ কোন দেশের ক্লাব?
বর্তমানে এই ক্লাবের দখলে অনেক শিরোপা আছে। ঘরোয়া, জাতীয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্লাবটি বেশ নামডাক অর্জন করেছে।