রিয়াল বেটিস কোন দেশের ক্লাব?
রিয়াল বেটিস কোন দেশের ক্লাব? | রিয়াল বেটিস ক্লাবের প্রতিষ্ঠাতা কে? | Real Betis Which Country Club?
রিয়াল বেটিস ক্লাবটি স্প্যানীয় ফুটবল লীগ লা লিগাতে প্রতিদ্বন্দ্বীতা করে। আজ আমরা এই লেখায়, রিয়াল বেটিস কোন দেশের ক্লাব সে-সম্পর্কে জানবো।
রিয়াল বেটিস কোন দেশের ক্লাব?
রিয়াল বেটিস বহল একটি স্প্যানীশ ফুটবল ক্লাব। নিজেদের বেনিটো ভিলামারিন স্টেডিয়ামে ক্লাবটি নিজেদের সব হোম ম্যাচ গুলো খেলে থাকে।
রিয়াল বেটিস ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
আজ থেকে ১১৫ বছর আগে ১৯০৭ সালের সেপ্টেম্বর মাসের ১২ তারিখ ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ক্লাবটি। তখন এটাকে এস্পানা বালোম্পিয়ে বলে ডাকা হতো। এই ক্লাবটি প্রতিষ্ঠা করার পেছনে সেখানকার স্থানীয় কয়েকজন ছাত্রের অবদান আছে, যারা কিনা লোকাল পলিটেকনিক ইউনিভার্সিটির ছাত্র ছিল।
এই ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট হলেন অ্যাঞ্জেল হারো গার্সিয়া। আর প্রধান কোচ হিসেবে নিযুক্ত আছেন ম্যানুয়েল পেলেগ্রিনি। ক্লাবটির পারফরম্যান্সও বেশ ভালোই। এ পর্যন্ত ১ বার লা লিগা, ৭ বার Segunda Division চ্যাম্পিয়ন হয়েছে। তাছাড়া, ১৯৫৩-৫৪ সময়ে Tercera Division এ-ও চ্যাম্পিয়ন হয় ক্লাবটি।
আরো দেখুনঃ
১৯২৭-২৮-এ Campeonato Regional Sur এ চ্যাম্পিয়ন হয় ক্লাবটি। এটা রিয়াল বেটিস এর জন্য দারুণ একটি অর্জন ছিল। এগুলো ছাড়াও আরও বেশ কয়েকটা টুর্নামেন্ট খেলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করেছে ক্লাবটি।