টেলিটক বন্ধ সিম অফার ২০২৪
টেলিটক বন্ধ সিম অফার ২০২৪ | Teletalk bondho sim offer 2024
বাংলাদেশের প্রতিটি টেলিকমিউনিকেশন কোম্পানি তাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। আর এই অফার গুলোর মধ্যে বেশিরভাগ বন্ধ সিম অফার থাকে। বাংলাদেশের টেলিটক অপারেটর এই বন্ধ সিম অফার থেকে পিছিয়ে নয়। তারা নিয়মিত তাদের Teletalk bondho sim offer 2024 দিয়ে থাকে।
আরো পড়ুন: রবি বন্ধ সিম অফার
তবে যেকোনো বন্ধ সিম অপারেটর থেকে Teletalk bondho sim offer বেশি দিয়ে থাকে । কারণ এমন অনেক ব্যক্তি আছে যারা টেলিটক সিম শুধু অফারের জন্য কিনে থাকে। তাই তারা কয়েক দিন ব্যবহার করে আবার বন্ধ করে রাখে সিমটি। আর তাদের জন্য টেলিটক গ্রাহকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন আকর্ষণীয় এবং দুর্দান্ত অফার নিয়ে আসে। চলুন তাহলে জেনে নিন টেলিটক বন্ধ সিম অফার গুলো সম্পর্কে।
টেলিটক বন্ধ সিম অফার ২০২৪
Teletalk bondho sim offer 2024 এর এই অফারটি ১২ মাস চলতে থাকে। দুর্দান্ত এই অফারটি শুধু মাত্র টেলিটক দিয়ে থাকে। তাদের এই অফার এর জন্য টেলিটক সিম ক্রয় করে। বছরের যে কোনো সময় এই অফারটি উপভোগ করতে পারবেন। এই অফারটি হচ্ছে-
- 2GB ডাটা (যার ময়াদ 7 দিন)
- 23 মিনিট (অননেট),
- 23 এসএমএস (অননেট)
- 30 MB ডাটা (যার মেয়াদ 3 দিন)।
- 23 টাকা রিচার্জ করে
- *111*23# ডায়াল করতে হবে ।
এছাড়াও টেলিটক আপনার বন্ধ সিম চালু করার পর প্রতি মাসে ২২ টাকা রিচার্জ করলেই পেয়ে যাবেন ২ জিবি ইন্টারনেট (সারা বছর অর্থাৎ ১২ মাসে পাচ্ছেন ২৪ জিবি ফ্রি ইন্টারনেট)
Teletalk bondho sim offer check 2024
Teletalk bondho sim offer check 2024 – টেলিটক বন্ধ সিম অফার চেক ২০২৪ এর সকল অফার চেক করার জন্য আপনি বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে পারেন। তবে আপনি এভাবেও জানতে পারেন- যেকোন টেলিটক নম্বর থেকে আপনার বন্ধ টেলিটক মোবাইল নম্বরটি লিখে SMS করুন 112 নম্বরে। অফার চেক করার জন্য কোন কল রেট নেয়া হয় না।
Teletalk oporajita bondho sim offer
টেলিটক অপারেটর তাদের সিমের নাম দিয়েছে অপরাজিতা। তবে টেলিটক বন্ধ সিম অফার টেলিটকের যেকোন বন্ধ সিম উপভগ করতে পারবে। টেলিটক অপরাজিতা বন্ধ সিম অফার হচ্ছে-
- ১৯ টাকা রিচার্জ করে
- ২০ মিনিট ফ্রি (যেকোন অপারেটরে)
- মিনিট মেয়াদ ৩ দিন
- ২জিবি ফ্রি ইন্টারনেট (4G)
- ইন্টারনেট মেয়াদ ৭ দিন
- ৪৫ পয়সা/মিনিট কলরেট
- কলরেট মেয়াদ ৩০ দিন
দেরি না করে এখনই আপনার টেলিটক অপরাজিতা বন্ধ সিম অফার পেতে এখনই আপনি টেলিটক অপরাজিতা বন্ধ সিম চালু করুন এবং উপভোগ করুন।
Teletalk bondho sim offer offer
টেলিটক অপারেটরের অন্য আরেক্তি সিমের নাম হচ্ছে বর্ণমালা। মনে রাখবেন সিমের নাম যাইহোক না কেন টেলিটক বন্ধ সিম অফার একই হবে। য়াপ্নার টেলিটক অপরাজিতা সিমের মতই আপনি টেলিটক বর্ণমালা বন্ধ সিমে অফার পাবেন। চলুন তাহলে জেনে নেই টেলিটক বর্ণমালা সিম অফার।
- ২২ টাকা রিচার্জে
- ২ জিবি ফ্রি ইন্টারনেট
- মেয়াদ ৭ দিন
- ৪৫ পয়সা/মিনিট কলরেট
- কলরেট মেয়াদ ৩০ দিন
- বছরে ১২ বার এই অফার নিতে পারবেন এছাড়াও আরও অনেক অফার পাবেন।
৪৩ টাকা রিচার্জ
- ৪৩ টাকা রিচার্জে
- ৪ জিবি ডাটা
- ৪০ মিনিট
- মেয়াদ ৭ দিন
- যত খুশি ততবার।
- রিচার্জ অথবা ডায়াল করুন *১১১*৪৩#
১০৯ টাকা রিচার্জ
- ১০৯ টাকা রিচার্জে
- ৫ জিবি ডাটা
- ১০০ মিনিট
- মেয়াদ ৩০ দিন
- যত খুশি ততবার
- রিচার্জ অথবা ডায়াল করুন *১১১*১০৯#
টেলিটক বন্ধ সিম অফার বিশেষ শর্তাবলী
- আপনার বন্ধ সিম চালু করার পর ২ জিবি ডাটা (৭ দিন মেয়াদ) এর অফারটি গ্রাহক শুধুমাত্র একবার উপভোগ করতে পারবেন।
- যেকোন অপারেটরে ৪৫ পয়সা/মিনিট কলরেট সুবিধা উপভোগ করতে চাইলে ডায়াল করুন *১১১*৪৫#
- টেলিটক অপারেটর কর্তৃক অফার চলাকালীন সময়ে গ্রাহক যতখুশি ততবার স্পেশাল ডাটা অফার, স্পেশাল কম্বো অফার ও স্পেশাল কলরেট অফার উপভোগ করতে পারবে।
- মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে অব্যবহৃত ডাটা ব্যবহারযোগ্য নয়।
- ট্যারিফে এসডি, ভ্যাট ও চার্জ প্রযোজ্য।
- সকল প্রিপেইড গ্রাহক বন্ধ সিম অফারের আওতাভুক্ত হবেন (বিগত ৯০ দিনে) ।
- আপনার টেলিটক সিমটি বন্ধ সিম অফারের আওতাভুক্ত কিনা তা জানতে যেকোনো টেলিটক নাম্বার থেকে মোবাইলের মেসেজ করুন ১১২ তে
- সকল অফারটি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলমান থাকবে।
উপসংহার: আশা করি আমদের এই কন্টেন্টের মাধ্যমে আপনার Teletalk bondho sim offer 2024 – টেলিটক বন্ধ সিম অফার ২০২৪ সম্পর্কে জানতে পেরেছেন। তাহলে আপনার Teletalk bondho sim offer উপভোগ করার জন্য চালু করুন আম্র বন্ধ সিমটি। আর আপনার পরিচিত সকল টেলিটক গ্রাহকদের জানিয়ে দিন দুর্দান্ত এই অফার সম্পর্কে।