আসমানি কিতাব কাকে বলে?
আসমানি কিতাব কাকে বলে? | আসমানী কিতাব কয়টি ও কি কি? | আসমানি কিতাব বলতে কি বুঝ?
একজন মুসলিম হিসেবে আমাদের আসমানী কিতাব সম্পর্কে জানার অবশ্যই প্রয়োজন। আসমানী কিতাব সম্পর্কে জানতে হলে সবার আগে আমাদের জানতে হবে আসমানী কিতাব কি? বা আসমানী কিতাব কাকে বলে?
হ্যাঁ আজ আমরা আপনাদের মাঝে হাজির কিতাব সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। যাতে করে একজন মুমিন হিসেবে আপনাদের আসমানী কিতাব সম্পর্কে জানতে সুবিধা হয়। চলো শুরু করি আমাদের আজকের বিষয় আসমানী কিতাব কাকে বলে।
আসমানি কিতাব কি?
আমরা সকলেই জানি যে কিতাবের আরেক অর্থ হচ্ছে পুস্তক বা গ্রন্থ বা বই। সুতরাং, আসমানী কিতাব মূলত কতগুলো গ্রন্থ কে বোঝানো হয়। আর এই গ্রন্থ গুলো ইসলাম ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পুস্তক, যেখানে আল্লাহ তাআলা আদেশ-নির্দেশ রয়েছে।
আসমানি কিতাব কাকে বলে?
আসমানী কিতাব হচ্ছে ইসলামের পরিভাষায় মানবজাতি হেদায়েতের জন্য কিতাব সমূহ। অর্থাৎ মহান আল্লাহতালার বানী সমূহ গ্রন্থগুলোকে আসমানী কিতাব বলা হয়।
আল্লাহ তাআলার নিকট হতে জিবরাঈল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটবাণী প্রেরণ হত। আর এই সকল বাণীসমূহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের নিকট পৌঁছে দিতেন।
আসমানি কিতাবের মূল বিষয়বস্তু
আসমানী কিতাব সমূহ আসমানী কিতাব সমূহ বিভিন্ন বিষয়ের উপর উপস্থাপন করেছেন। কিন্তু এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান বিষয়বস্তু গুলো হচ্ছে-
- আল্লাহতালার গুণাবলীর বর্ণনা।
- সকল নবী-রাসূলগণের বর্ণনা।
- আল্লাহতালা পরিচয়।
- অবাধ্য কাফেরদের পরিণতির বর্ণনা।
- হালাল ও হারামের বর্ণনা।
- ইসলামী বিধি-বিধান সংক্রান্ত বর্ণনা।
- উপদেশ সুসংবাদ সম্পর্কিত বর্ণনা।
- পূর্ববর্তী জাতি সমূহের বর্ণনা।
- আকিদা বিষয়বস্তু বর্ণনা।
- পরকাল সম্পর্কিত বিষয়বস্তু বর্ণনা।
- শান্তি ও সতর্কীকরণ সম্পর্কিত বর্ণনা।
আরো দেখুন: শরিয়ত অর্থ কি? শরিয়তের গুরুত্ব.
আসমানি কিতাব কয়টি ও কি কি?
মহান আল্লাহ তায়ালা সর্ব মোট ১০৪ খানা আসমানি কিতাব নাযিল করেছেন। কিন্তু এই ১০৪ খানা কিতাব সমূহের মধ্যে মাত্র ৪ খানা কিতাব হচ্ছে বড় এবং প্রসিদ্ধ। বাকি ১০০ খানা কিতাব কে বলা হয়। আবার ছোট কিতাবগুলোকে সহিফা বলা হয়ে থাকে। তবে যে সকল চারখানা প্রসিদ্ধ কিতাব রয়েছে। আর সে সকল ৪ খানা কিতাব সমূহ ৪ জন নবী রাসূলের উপর নাযিল করা হয়েছে।
নিম্নে একটি টেবিলের মাধ্যমে নবী-রাসূলদের নাম এবং কিতাবসমূহের নামগুলো উপস্থাপন করা হচ্ছে-
কিতাব সমূহের নাম | নবী রাসূলদের নাম |
তাওরাত | হযরত মুসা (আ:) |
যাবুর | হযরত দাউদ (আ:) |
ইঞ্জিল | হযরত ঈসা (আ:) |
কুরআন | বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) |
অবশিষ্ট ১০০ সহিফা আসমানী কিতাব সমূহ আরও ৪ জন নবী রাসূলের উপর নাযিল করা হয়েছে।
আর সেই সকল কিতাব সমূহ যে সকল নবী রাসূলের উপর নাযিল করা হয়েছে তার লিস্ট নিম্নে একটি টেবিল এর মাধ্যমে উপস্থাপন করা হলো-
নবী রাসূলদের নাম | সহিফা কিতাবের সংখ্যা |
হযরত আদম (আ:) | ১০ খানা সহিফা |
হযরত শিস (আ:) | ৫০ খানা সহিফা |
হযরত ইব্রাহিম (আ:) | ১০ খানা সহিফা |
হযরত ইদ্রিস (আ:) | ৩০ খানা সহিফা |
সুতরাং এভাবে আল্লাহতালা ১০৪ খানা কিতাব সমূহ বিভিন্ন নবী-রাসুলদের উপর নাযিল করেছেন।
আরো দেখুন: আকাইদ বলতে কি বুঝায়.
উপসংহার: আশা করি আপনারা আমাদের এই আর্টিকেল থেকে আসমানী কিতাব কাকে বলে সম্পর্কে জানতে পেরেছেন এবং এর পাশাপাশি আসমানী কিতাব গুলো সংখ্যা জানতে পেরেছেন। আপনারা যদি আসমানী কিতাব সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।