৪৩ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান
৪৩ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
আপনি কি একজন বিসিএস ক্যাডার হবার স্বপ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বিসিএস প্রিলি পরীক্ষায়? ৪৩ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ পেতে চাইলে চোখ রাখুন আজকের আর্টিকেল এর মাধ্যমে।
বিসিএস এক স্বপ্নের নাম।প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী নিজেদের ভালো ক্যারিয়ার গঠনের নিমিত্তে, সুন্দর ভবিষ্যতের আশায় নিজেদের দক্ষতা যাচাই করে থাকে এই পরীক্ষায়। এই পরীক্ষায় উত্তীর্ণ করা এক ধরনের সোনার হরিণ সমতুল্য।কারণ প্রতিবছর লক্ষ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে এই পরীক্ষায়।তাই নিজেকে সেই কাতারে নিয়ে যেতে হলে আপনাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে বেশ আগে ভাগে এবং বেশ জোরেসোরে। ৪৩ তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন সমাধান ২০২১ PDF Download করার নিয়ম জানতে হলে সাথেই থাকুন।
বিসিএস পরীক্ষায় MCQ প্রশ্ন ও সমাধান
বরাবরের মত এই বছর বিসিএস পরীক্ষার প্রিলি অনুষ্ঠিত হয়েছে আজ ২৯ অক্টোবর ২০২১ এ।সারা বাংলাদেশে এক যোগে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষাটি।প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে গিয়ে অংশগ্রহণ করেছে পরীক্ষায়।পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘন্টা।সারা বাংলাদেশে একযোগে সকাল ১০ টা থেকে শুরু করে ১২ টা পর্যন্ত এর পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়।আমরা সকলে জানি বিসিএস ৩ টি ধাপ রয়েছে। তা হলঃ
- প্রিলি।
- রিটেন।
- ভাইবা।
তারই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হয়েছে বিসিএস পরীক্ষা প্রিলি। প্রতিবছর এই পরীক্ষায় সর্বাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। কারণ পরবর্তী ধাপে এই প্রিলিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা বিসিএসের পরবর্তী ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
প্রতিবছরের মত এই বছরও সর্বাধিক ৫ লক্ষ ৭০ হাজার শিক্ষার্থীরা এই বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে অংশগ্রহন করেছে। কারণ এটি এমন একটি স্বপ্ন যার পুরণের স্বপ্ন নিয়ে প্রতিবছর অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে এই পরীক্ষায়।তাই প্রতিবছর বিসিএস সংখ্যা বাড়ছেই।
গুরুত্বপূর্ণ: ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল.
সরকারি কর্ম কমিশনের তথ্যের আলোকে ৪৩ তম বিসিএসের প্রশ্নের নির্ভুল সমাধান দেওয়া হয়েছে আজকের আর্টিকেলের মাধ্যমে। ৪৩ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ সম্পর্কে জানতে হলে সাথেই থাকুন।
বিসিএস পরীক্ষায় MCQ প্রশ্ন ও সমাধান
বিসিএস পরীক্ষার MCQ অংশ প্রিলি নামে পরিচিতি।চলুন জেনে নেই ৪৩তম বিসিএস বিস্তারিত তথ্যসমূহ সম্পর্কে –
- পরীক্ষার নাম: ৪৩ তম BCS ২০২১
- আয়োজন করেছে : বাংলাদেশ কর্ম কমিশন
- প্রশ্নের সংখ্যা: ২০০ টি
- পরীক্ষার নম্বর: ২০০
- পরীক্ষার সময়: ২ ঘন্টা
- পাস নম্বর: ৮০
- বিষয়: বাংলা, গনিত, ইংরেজী, সাধারন জ্ঞান, মানসিক দক্ষতা।
প্রশ্নে সর্বমোট ২০০ টির মত প্রশ্ন থাকবে।প্রতিটি শিক্ষার্থীকে প্রশ্নের উত্তর দিতে হবে।ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক কাটা হবে।তাই যত সঠিক উত্তর দেওয়া যাবে এবং সেই সাথে ভুল উত্তর না দিলে পাস করার সম্ভাবনা থাকবে।
৪৩ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ সম্পর্কে জানতে হলে সাথেই থাকুন। চলুন জেনে নেই ৪৩ তম বিসিএসের প্রিলি অংশের MCQ পার্টের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে।
43 BCS Question Solution 2021 PDF Download
পরীক্ষা নিশ্চয়ই সবার শেষ। এখন আসে উত্তর মেলানোর পালা। আপনার উত্তরের সাথে মিলিয়ে নিন উত্তর। আপনি যদি ৪৩ তম বিসিএস পরীক্ষার উত্তর খুজে থাকেন তাহলে আজকের আর্টিকেলের মাধ্যমে পেয়ে যাবেন আপনি কাংখিত উত্তর।যার সাথে আপনার দেওয়া উত্তর মিলয়ে নিতে পারেন। সেই সাথে আপনারপরীক্ষা কেমন হয়েছে তা যাচাই করে নিয়ে পারেন। ৪৩ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ জানতে হলে সাথেই থাকুন।
গুরুত্বপূর্ণ: চাকরির ইন্টারভিউ এর প্রশ্ন উত্তর।
৪৩ তম বিসিএস MCQ নির্ভূল সমাধান দেখুন
১.কেম্বনের কোন দুটি শাখা এরিয়ার অন্তগত?
উত্তর: হিত্তিক ও তুখারিক।
২.রুখের তেস্তুলি কুমারী খাই এই কথার অর্থ কি?
উত্তর:গাছের তেতুল কুমিরে খায়।
৩.মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি ?
উত্তর: পদ্মপুরাণ।
৪.দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন ?
উত্তর: কোরেশী মাগন ঠাকুর।
৫.চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
উত্তর: নেপাল।
৬.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তর: বীরসিংহ গ্রাম ,মোহিনীপুর।
৭.তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বাড়ে /জনমে জনমে যুগে যুগে অনিবার -রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার লাইন ?
উত্তর: অনন্ত প্রেম।
৮.হরপ্রসাদ শাস্রীর উপাধি কি ?
উত্তর: মহা মহোপাধ্যায়।
৯.ওই খেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে ?
উত্তর: কামাল পাশা।
১০.সজনীকান্ত দাশ সম্পাদিত পত্রিকার নাম কি ?
উত্তর: শনিবারের চিঠি।
১১.মানুষের মৃত্যু হলেও তবুও মানব থেকে যায় -কে রচনা করে এই কাব্যাংশ ?
উত্তর: জীবনানন্দ দাশ।
১২.কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
উত্তর: নেকড়ে অরণ্য।
১৩.মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে ?
উত্তর: শনিবারের চিঠি।
১৪.ক্ষুদ্র জনগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি ?
উত্তর: কর্ণফুলী।
১৫.নীল লোহিত কোন লেখকের ছদ্দনাম?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়।
১৬.মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা হয়?
উত্তর: ১৯ জানুয়ারি ১৯২৬।
১৭.কত সালে দুর্গেশনন্দিনী উপন্যাস প্রথমে প্রকাশিত হয়?
উত্তর: ১৮৬৫ সাল।
১৮.বাংলা সাহিত্য প্রথম মহিলা ঔপন্যাসিক নাম কি?
উত্তর: স্বর্ণকুমারী দেবী।
১৯.আমার দেখা নয়াচীন কে লিখেছেন?
উত্তর: শেখ মুজিবর রহমান।
২০.আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কার লেখা?
উত্তর: আবুল মুনসুর আহমেদ।
২১.নিম্নবর্ধিত স্বরোধনি কোনটি?
উত্তর: আ
২২.আসমান কোন ভাষা থেকে আগত?
উত্তর: ফার্সি
২৩.জিজিবিঘা শব্দের অর্থ কি?
উত্তর: বেঁচে থাকার ইচ্ছা।
২৪.বড়>বড্ড এগুলো কোন ধরণের পরিবর্তন?
উত্তর: ব্যঞ্জনদ্বিত্ব।
২৫.সপ্তকান্ড রামায়ণ শব্দের অর্থ কি?
উত্তর: বৃহৎ বিষয়।
২৬.এটাস্টেড শব্দের বাংলা পরিভাষা কি?
উত্তর: সত্যায়িত।
২৭.ডেকে ডেকে হয়রান হচ্ছি এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করছে?
উত্তর: পৌনঃপুনিকতা।
২৮.ভুল বানান কোনটি?
উত্তর: ভুবন।
২৯.যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয় -এ কোন ধরণের বাক্য?
উত্তর: জটিল বাক্য।
৩০.চিকিৎশাস্ত্র কোন সমাস?
উত্তর: কর্মধারয়।
আশা করি (৪৩ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান) আজকের আলোচনার মাধ্যমে আপনারা আজকের পরীক্ষার সঠিক উত্তর সমূহ জানতে পেরেছেন। নিশ্চয়ই আপনি নাম্বার মিলিয়ে নিতে পেরেছেন?যদি আপনার উত্তরের প্রশ্নের উত্তর মিলে যায় এবং তা ১০০ অতিক্রম করেছে তাহলে আপনি অবশ্যই সময় নষ্ট না করে বিসিএসের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি গ্রহন করুন। শুভকামনা রইলো সকলের জন্য।