ভারতের প্রদেশ কয়টি?
ভারতের প্রদেশ কয়টি? | How Many Provinces Of India
ভারতের প্রদেশ কয়টি জানার জন্য যারা আমাদের ওয়েবসাইটে এসেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত। আর এই ভারত সম্পর্কে জানার জন্য আমরা সকলে আগ্রহী হয়ে থাকি। তাছাড়া ভারত বর্তমান বিশ্বে সপ্তম স্থান দখল করে রেখেছেন দেশের আয়তনের দিক থেকে। তাই ভারতের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে সকলের মধ্যে আগ্রহ অনেক বেশি হয়ে থাকে।
ভারত এমন একটি দেশ যেখানে একাধিক রাজ্য বা প্রদেশ এবং একাধিক কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা গঠিত। আর এই সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ সংঘটিত হয় যুক্তরাষ্ট্রের রাজ্য সংঘ হতে। আবার এই সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলোর জেলা এবং ক্ষুদ্র প্রশাসনিক বিভাগ রয়েছে। তাই আজ আমরা আপনাদের জন্য ভারত সম্পর্কে অর্থাৎ ভারতের প্রদেশ সম্পর্কে খুঁটিনাটি বিষয় নিয়ে এসেছি। চলুন তাহলে জেনে নেই ভারতের প্রদেশ কয়টি সম্পর্কে।
আরো দেখুন: ভারতের জনসংখ্যা কত?
ভারতের প্রদেশ কয়টি
ভারতীয় উপমহাদেশে শাসিত হয়েছিল ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠী ধারা। বিশেষ করে ব্রিটিশ শাসনে ছিল ভারতীয় উপমহাদেশ। আর এই ভারতীয় উপমহাদেশ যখন বিভক্ত হয়ে ভারত তৈরি হয় তখন ভারত মোট মোট ২৮টি রাজ্য বা প্রদেশ এ বিভক্ত করা হয়। নিম্নে ভারতের প্রদেশসমূহ উল্লেখ করা হলো-
- অন্ধ্রপ্রদেশ।
- অরুণাচল প্রদেশ।
- অসম।
- বিহার।
- গোয়া।
- হরিয়ানা।
- হিমাচল প্রদেশ।
- ঝাড়খন্ড।
- কেরালা।
- মধ্যপ্রদেশ।
- মনিপুর।
- ছত্রিশগড়।
- গুজরাট।
- কর্ণাটক।
- মহারাষ্ট্র।
- পশ্চিমবঙ্গ।
- উত্তর প্রদেশ।
- সিকিম।
- রাজস্থান।
- তামিলনাড়ু।
- নাগাল্যান্ড।
- পাঞ্জাব।
- তেলেঙ্গানা।
- উত্তরাখণ্ড।
- ত্রিপুরা।
- রাজস্থান।
- ওড়িশা।
- মেঘালয়।
- মিজোরাম।
ভারতের রাজ্য কয়টি?
ভারতে যে কয়টি রাজ্য বা প্রদেশ রয়েছে তাদের একটি তালিকা রাজধানী এবং আয়তন সহকারে নিম্নে উল্লেখ করা হলো-
ভারতের রাজ্যের নাম | ভারতের রাজ্যের রাজধানী নাম | আয়তন |
ঝাড়খন্ড | রাচি | ৭৯,৭১৬ বর্গ কিলোমিটার। |
হিমাচল প্রদেশ | শিমলা | ৫৫,৬৭৩ বর্গ কিলোমিটার। |
হরিয়ানা | চন্ডিগড় | ৪৪,২১২ বর্গ কিলোমিটার। |
গুজরাট | গান্ধীনগর | ১৯৬,২৪৪ বর্গ কিলোমিটার। |
গোয়া | পানাজি | ৩,৭০২ বর্গ কিলোমিটার। |
ছত্রিশগড় | রায়পুর | ১৩৫,১৯২ বর্গ কিলোমিটার। |
বিহার | পাটনা | ৯৪,১৬৩ বর্গ কিলোমিটার। |
অসম | দিসপুর | ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার। |
অরুণাচল প্রদেশ | ইটানগর | ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার। |
অন্ধ্রপ্রদেশ | হায়দ্রাবাদ | ১৬০,২০৫ বর্গ কিলোমিটার। |
পাঞ্জাব | চন্ডিগড় | ৫০,৩৬২ বর্গ কিলোমিটার। |
উড়িষ্যা | ভুবেনশ্বর | ১৫৫,৭০৭ বর্গ কিলোমিটার। |
নাগাল্যান্ড | কোহিমা | ১৬,৫৭৯ বর্গ কিলোমিটার। |
মিজোরাম | আইজল | ২১,০৮১ বর্গ কিলোমিটার। |
মেঘালয় | শিলং | ২২,৪২৯ বর্গ কিলোমিটার। |
মনিপুর | ইম্ফল | ২২,৩২৭ বর্গ কিলোমিটার। |
মহারাষ্ট্র | মুম্বাই | ৩০৭,৭১৩ বর্গ কিলোমিটার। |
মধ্যপ্রদেশ | ভোপাল | ৩০৮,২৫২ বর্গ কিলোমিটার। |
কেরালা | তিরুবন্তপুরম | ৩৮,৮৫২ বর্গ কিলোমিটার। |
কর্ণাটক | বেঙ্গালুরু | ১৯১,৭৯১ বর্গ কিলোমিটার। |
পশ্চিমবঙ্গ | কলকাতা | ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার। |
উত্তর | লখনৌ | ২৪০,৯২৮ বর্গ কিলোমিটার। |
উত্তরখন্ড | দেরাদুন | ৫৩,৪৮৩ বর্গ কিলোমিটার। |
ত্রিপুরা | আগরতলা | ১০,৪৮৬ বর্গ কিলোমিটার। |
তেলেঙ্গানা | হায়দ্রাবাদ | ১১৪,৮৪০ বর্গ কিলোমিটার। |
তামিলনাড়ু | চেন্নাই | ১৩০,০৬০ বর্গ কিলোমিটার। |
সিকিম | গ্যাংটক | ৭,০৯৬ বর্গ কিলোমিটার। |
রাজস্থান | জয়পুর | ৩৪২,২৩৯ বর্গ কিলোমিটার। |
আরো দেখুন: ভারতের আয়তন কত?
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল মোট ৮টি। সেই কেন্দ্রশাসিত অঞ্চল গুলো নিম্নে তালিকা অনুসারে দেয়া হল যেখানে রাজধানী এবং আয়তন উল্লেখ করা হয়েছে।
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের নাম | ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী নাম | আয়তন |
পুদুচেরি | পুদুচেরি | ৪৯০ বর্গ কিলোমিটার। |
লাক্ষাদ্বীপ | কাভারাত্তি | ৩০ বর্গ কিলোমিটার। |
দিল্লি | দিল্লি | ৫৯,১৪৬ বর্গ কিলোমিটার। |
লাদাখ | লেহো | ১১১ বর্গ কিলোমিটার। |
দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ | সিলভাসা | ৪৯১ বর্গ কিলোমিটার। |
চন্ডিগড় | চন্ডিগড় | ১৪৪ বর্গ কিলোমিটার। |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | পোর্ট ব্লেয়ার | ৮,২৪৯ বর্গ কিলোমিটার। |
জম্মু ও কাশ্মীর | জম্মু ও শ্রীনগর | ২২২,২৩৬ বর্গ কিলোমিটার। |
উপসংহারঃ ইতিমধ্যে আপনারা আমাদের এই আর্টিকেল থেকে ভারতের প্রদেশ কয়টি এবং ভারতের রাজ্য কয়টি সেইসাথে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের নাম জানতে পেরেছেন। আশা করছি আপনাদের এই আর্টিকেলটি উপকার বয়ে আনবে এবং আপনারা যদি আরো ভারত সম্পর্কিত তথ্য জানতে চান তাহলে আমাদেরকে জানাতে পারেন। এছাড়াও আপনারা যদি ভারত এবং অন্যান্য যে কোন দেশ সম্পর্কে তথ্য জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।