লেন্স কোন দেশের ক্লাব?
লেন্স কোন দেশের ক্লাব? | লেন্স ক্লাবের প্রতিষ্ঠাতা কে? | Lens Which Country Club?
ক্লাবটির পুরো নাম হলো রেসিং ক্লাব ডি লেন্স। এটি একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এর ডাক নাম লেস সাং এট। ক্লাবটির চির প্রতিদ্বন্দ্বী হল তাদের প্রতিবেশী লিল ফুটবল ক্লাব। চলুন জেনে নেওয়া যাক, লেন্স কোন দেশের ক্লাব?
লেন্স কোন দেশের ক্লাব?
লেন্স ফুটবল ক্লাব ফ্রান্সে অবস্থিত। দেশটির পাস-ডি-ক্যালাইস বিভাগের উত্তরের শহর লেন্সে এই ক্লাবের অবস্থান।
লেন্স ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
আজ থেকে ১১৭ বছর আগে ১৯০৬ সালে লেন্স ফুটবল ক্লাব যাত্রা শুরু করেছিল। ক্লাবটি তখন লেন্সে পড়াশোনা করা স্থানীয় ছাত্রদের দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল। ছাত্ররা শহরের প্লেস ভার্তে-তে ফুটবল ম্যাচগুলো উপভোগ করতেন।
বর্তমান জায়গাটি প্লেস দে লা রিপাবলিক নামেই পরিচিত। “রেসিং ক্লাব ডি লেন্স” নামটি রেসিং ক্লাব ডি রুবেইক্স এবং রেসিং ক্লাব ডি ফ্রান্স ক্লাব দুইটির নাম থেকে অনুপ্রানিত হয়ে বেছে নেয়া হয়। দুইটি ক্লাবই সেই সময়ের জনপ্রিয় ক্লাব হিসেবে পরিচিত ছিলো।
আরো দেখুনঃ
যাই হোক, ক্লাবটি প্রতিষ্ঠা করা ছাত্রদের অভিভাবকদের একত্রিত করেই ক্লাবের প্রথম পরিচালনা পর্ষদ গঠন করা হয়। ক্লাবটি এ পর্যন্ত অনেক গুলো শিরোপা অর্জন করেছে। তবে এর মধ্যে অন্যতম ১৯৯৮ এর চ্যাম্পিয়নশীপ এর ট্রফি জেতা। লীগ-১ এ একবার বিজয়ী (১৯৯৭-৯৮) ও ৪ বার রানার্স আপ হয় ক্লাবটি। লীগ-২ তে ৪ বার বিজয়ী ও ২ বার রানার্স আপ হয় এই ক্লাবের দল।