১১তম রোজার ফজিলত
১১তম রোজার ফজিলত | 11th Rojar Phajilayt
ইসলামের ৫ টি ভিত্তির মাঝে সাওম বা রেজা একটি। প্রত্যেক মুমিন মুসলমান প্রতিবছর অধীর অপেক্ষায় থাকেন আরবি রমজান মাসের জন্য। এসময়ের ৩০ টি রোজা রাখা আমাদের জন্য ফরজ।
আর এগুলোর প্রতিটিরই কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আর প্রতুট রোজারই আছে নিজস্ব কিছু ফজিলত ও গুরুত্ব। আজ আমরা, ১১তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
১১তম রোজার ফজিলত ও গুরুত্ব
রমজানের ১ম ১০ দিন রহমতের। আর পরবর্তী ১০ দিন মাগফিরাতের৷ এবং মাগফিরাতের ১ম দিনটিই হলো ১১তম রোজা। তাই, এদিন রোজা রাখলে যে, গুণাহ মাফ হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
আর মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের পাশাপাশি, এদিন রোজা রাখলে, রোজাদারের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপ ভাবে নিশ্চিত হয়। তাই ১১তম রোজার ফজিলত অনেক।
আরো দেখুনঃ
১১তম রেজায় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আজকের এই দিনে আপনি আমার নিকট সৎ কাজকে প্রিয় করে দিন। আর, সকল অন্যায় ও নাফরমানীকে আমার নিকট অপছন্দনীয় করে তুলুন। আপনার অনুগ্রহের উসিলাতে আপনি আমার জন্য আপনার সকল ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দিন। হে, সকল আবেদনকারীদের আবেদন শ্রবণকারী!