মোটিভেশনাল উক্তি
মোটিভেশনাল উক্তি | Motivational Ukti
হ্যালো বন্ধুরা, আমরা সবাই আমাদের জীবনের সফলতা পেতে চাই, কিন্তু তাই বলে কি আমরা সবাই আমাদের জীবনে সফলতা অর্জন করতে পারি? – না, কারণ সফলতা হলো এমন একটি বস্তু যা সর্বদা সবার জন্য উন্মুক্ত হয়না। কিন্তু এর পরও আমরা প্রত্যেকেই নিজের সফলতা কে অর্জন করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাই। আর কোন একজন ব্যক্তিকে সফলতার কাজে ধাবিত করার উপযুক্ত একটি মাধ্যম হলো মোটিভেশন।
এই মোটিভেশন এর মাধ্যমেই মূলত কোন একজন ব্যক্তির ভেতরে থাকা লুকায়িত প্রতিভা কে জাগ্রত করা সম্ভব। মোটিভেশন হল এমন কিছু শব্দের সমন্বয় যা শুনলে অথবা যা বুঝলে আপনার ভেতরে থাকা অনুভূতি গুলো কে নাড়া দিবে। কোন একটি কঠিন কাজ করার জন্য আপনাকে উৎসাহ প্রদান করবে।
আর আপনার ভেতরে থাকা উৎসাহ কে আরো দুই গুণ বাড়িয়ে দেওয়ার জন্য মূলত আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। কেননা আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমি আপনার জন্য সেরা কিছু মোটিভেশনাল উক্তি নিয়ে হাজির হয়েছি। আর একজন মানুষ হিসেবে কোন কাজে উৎসাহ প্রদানের জন্য আজকের এই মোটিভেশনাল উক্তি গুলো শোনা আপনার জন্য অনেক অনেক জরুরী।
তাই আপনার উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি আপনি আজকের এই মোটিভেশনাল উক্তি গুলো পড়তে চান। তাহলে আজকের পুরো আর্টিকেল টি মনোযোগ দিয়ে পড়বেন। আর আপনার ভেতরে থাকা উৎসাহ কে জাগিয়ে তোলার দায়িত্ব সম্পূর্ণ আমার। তাহলে আর দেরি কেন চলুন সরাসরি মূল আলোচনায় ফিরে যাওয়া যাক।
আরো দেখুন: জীবন নিয়ে উক্তি।
মোটিভেশনাল উক্তি
এবার আমি আপনার সাথে সেরা কিছু মোটিভেশনাল উক্তি শেয়ার করব। একজন মানুষ হিসেবে একটি কাজে আগ্রহ প্রদান এবং কোন কাজে আপনার নিজের ভেতরে থাকা উৎসাহ কে জাগিয়ে তোলার জন্য এই ধরনের মোটিভেশনাল উক্তি গুলো জেনে নেওয়াটা খুব জরুরি একটা বিষয়। তাই চেষ্টা করবেন নিচে আলোচিত প্রত্যেকটা মোটিভেশনাল উক্তি গুলো পড়ার। আমার আজকের আলোচিত কোন মোটিভেশনাল উক্তি গুলো আপনার ভাল লেগেছে তার নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
💌Motivational Ukti💌
আপনি কি সফল হতে চান, তাহলে আজ থেকে বেশি কথা বলা বন্ধ করে দিন। এবং চেষ্টা করুন কোনো একটি কাজে মনোযোগ দেয়ার। সেই কাজটি করার পূর্বে নিজের মনকে বোঝান, যেভাবেই হোক আপনি সেই কাজটি সম্পন্ন করেই ছাড়বেন। নিজের মনের ভেতর একটা দৃঢ় আকাঙ্ক্ষা তৈরি করুন। সেই কাজে সফলতা পাওয়ার জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখুন। আপনার ভেতরে যদি এরকম দৃঢ়-সংকল্প তৈরি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই এই কাজে সফলতা অর্জন করতে পারবেন।
💌Motivational Ukti💌
সফলতার রাস্তা এবং ব্যর্থতার রাস্তার এ দুটোই কিন্তু একই রকম। তবে আপনি আসলে কোন রাস্তাটি বেছে নিবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজের উপর। যদি আপনি সময়ের সাথে সাথে শ্রম বিনিময় করেন, তাহলে আপনি সফলতার রাস্তা টি বেছে নিতে পারবেন। কিন্তু আপনি যদি ক্রমাগত ভাবে নিজেকে শ্রম বিমুখ করেন। সেক্ষেত্রে আপনার জন্য ব্যর্থতার রাস্তাকেই যোগ্য বলে বিবেচিত হবে। তাই কোন প্রকার অলসতা নয় বরং শ্রম দিয়ে সামনের দিকে অগ্রসর হন।
💌Motivational Ukti💌
আপনি যদি কোন সফলতার গোপন রহস্য খুঁজতে যান, তাহলে বলব আপনি বৃথা চেষ্টা করছেন। কারণ আপনি শতবার খোজার পরেও সফলতার কোন গোপন রহস্য খুঁজে পাবেন না। সত্যি বলতে সফলতা মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। কেননা সফলতা হলো আপনার ভেতরে থাকা কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং আপনার ব্যর্থতা থেকে নেয়া শিক্ষাই হলো সফলতার মূল বিষয়। তাই জীবনে চলার পথে অবশ্যই আপনি এই বিষয় গুলো কে যথেষ্ট গুরুত্ব দিবেন।
💌Motivational Ukti💌
আমাদের মধ্যে যারা হতাশাবাদী টাইপের মানুষ তারা তাদের জীবনে আসা প্রতিটা সুযোগেই প্রথমে অসুবিধা কে প্রাধান্য দেন। যার কারণে এই মানুষ গুলো না কোন কাজ শুরু করতে পারে, না কোন কাজ ভালোভাবে করতে পারে। আর এর ফলেই এই মানুষ গুলো সফলতা থেকে অনেক দূরে চলে যায়। আর এই মানুষ গুলোই মূলত প্রতিনিয়ত ও হতাশার সাগরে হাবুডুবু খায়।
💌মোটিভেশনাল উক্তি💌
সফলতা হলো এমন একটি বস্তু যা কখনোই নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে না।বরং আমাদেরকেই কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে সফলতা কে অর্জন করে নিতে হবে। কিন্তু যদি আপনি সফলতা পাওয়ার আশায় পথ চেয়ে বসে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য হতাশা ছাড়া কপালে কিছু জুটবে না। কারণ সফলতা শুধুমাত্র তাদের কাছে ধরা দেয়, যারা ভবিষ্যতের জন্য বর্তমান সময়কে কাজে লাগায় এবং এই সময়ে কঠোর পরিশ্রম করে।
💌Motivational Ukti💌
যদি আপনি জীবনে চলার পথে কোন একটা সময়ে সফলতা অর্জন করতে পারেন, তাহলে কখনই ভাববেন না যে এটি আপনার জীবনের শ্রম দেওয়ার মতো সর্বশেষ কাজ। কারণ সফলতা স্বাধীনতার মতোই অর্জন করা যতটা সহজ, রক্ষা করা তার থেকে আরো বেশী কঠিন। অপরদিকে আপনি যদি জীবনে চলার পথে কখনো ব্যর্থতা লাভ করেন। সেক্ষেত্রেও কখনই ভাববেন না যে আপনার এখানেই শেষ। সর্বদাই একটা কথা মাথায় রাখবেন, যেখানে শেষ সেখান থেকেই কিন্তু পুনরায় শুরু হয়।
💌Motivational Ukti💌
সফলতা শুধুমাত্র সেই সব ব্যক্তিদের কাছে এসে ধরা দেয়, যেসব ব্যক্তি সফলতা পাওয়ার উদ্দেশ্যে খুবই ব্যস্ত থাকে। অপরদিকে সফলতা সেই সব মানুষদের থেকে অনেক দূরে চলে যায়, যেসব মানুষ শুধুমাত্র কল্পনার স্বপ্ন দেখে।
💌মোটিভেশনাল উক্তি💌
যদি আপনি নিজেকে শুধুমাত্র কল্পনায় একজন সফল মানুষ হিসেবে দেখেন। তাহলে এখান থেকে আপনি কোন প্রকার লাভের অংশ পাবেন না। কেননা কল্পনায় নিজেকে সফল ভাবা আর বাস্তবে নিজেকে ব্যর্থ হওয়ার মধ্যে কোন প্রকার বিভেদ নেই।
💌Motivational Ukti💌
জীবনে কখনো সুযোগের জন্য বসে থাকবেন না কারণ সুযোগ কখনো নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে না। বরং আপনাকে নিজে থেকেই সুযোগ কে তৈরি করে নিতে হবে। যারা এই সুযোগের জন্য বসে থাকে, তাদের মত বোকা মানুষ আর এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই।
💌Motivational Ukti💌
এ জীবনে চলার পথে আপনি দুই ধরনের মানুষ পাবেন, যারা সর্বদাই আপনাকে বলবে যে, আপনাকে দিয়ে কোনদিন সফলতা অর্জন করা সম্ভব হবে না। আর এই দু’ধরনের মানুষের মধ্যে প্রথমটি হলো, যারা একেবারেই অলস, এবং দ্বিতীয়টি হলো যারা সফলতা কে ভয় পায়। তাই সর্বদা আপনি এই ধরনের মানুষ গুলোর থেকে দূরে থাকার চেষ্টা করবেন।
💌Motivational Ukti💌
জীবনের সফলতা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টার পাশাপাশি নিজেকে একজন মূল্যবান মানুষ হিসেবে তৈরী করার চেষ্টা করবেন। কারণ চলার পথে সর্বদাই একটা কথা মাথায় রাখবেন সেটি হল, যোগ্য ব্যক্তি উপযুক্ত স্থানে সম্মান পায়।
💌মোটিভেশনাল উক্তি💌
আপনি যদি একজন মানুষ হিসেবে রিস্ক নিতে পছন্দ না করেন। তাহলে আপনার উচিত হবে সাধারণ এবং স্বাভাবিক ভাবে জীবন-যাপন করার অভ্যাস তৈরি করা। কারণ যতক্ষণ আপনি কোন কাজে রিস্ক নিবেন না ততক্ষণ আপনি সেই কাজের সফলতা পাবেন না।
💌Motivational Ukti💌
একটা কথা সর্বদার জন্য মাথায় রাখবেন সেটি হলো যে, যতক্ষন না আপনি কোন কাজে সফলতা অর্জন করতে পারবেন ততক্ষন উক্ত কাজটি কে অসম্ভব বলে ধারণা তৈরি হবে। আর কোন কাজ আপনার কাছে তখনই সম্ভব মনে হবে, যখন আপনি সঠিক এবং সফলভাবে উক্ত কাজটি কে শেষ করতে পারবেন।
💌Motivational Ukti💌
বর্তমানে তুমি যেখানে দাড়িঁয়ে আছো সেখান থেকেই কোন কিছু কে শুরু করো। বর্তমানে তোমার কাছে যেটুকু সম্বল আছে সেটুকু দিয়েই শুরু করো। বর্তমানে তোমার মধ্যে যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা টুকু দিয়ে শুরু করো। তাহলে দেখবে তুমি একদিন সফলতা অর্জন করতে পারবে।
💌মোটিভেশনাল উক্তি💌
সময়ের সাথে যদি কখনো নিজেকে বদলে ফেলতে হয় তাহলে কোন প্রকার চিন্তা না করে তাৎক্ষণিক ভাবে নিজেকে বদলে ফেলুন। কারণ সময় বদলানোর সাথে সাথে নতুন দিন গুলো তে নতুন নতুন শক্তি এবং চিন্তা ধারার উৎপত্তি হয়।
💌Motivational Ukti💌
মনে রাখবেন আপনি কোন কাজের চেষ্টা না করে যদি বসে থাকেন তাহলে এটা আপনার বোকামি। কারণ চেষ্টা না করে বসে থাকার চেয়ে, চেষ্টা করে ব্যর্থ হওয়ার মধ্যে সার্থকতা আছে। যে সার্থকতা আপনার মধ্যে থাকা আত্মনির্ভরশীল ক্ষমতা কে বৃদ্ধি করবে।
💌Motivational Ukti💌
যেহেতু জীবনটা আপনার একান্তই নিজের সেহেতু আপনি একমাত্র ব্যক্তি যিনি কিনা নিজেই নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন। কিন্তু আপনি যদি অন্য কারো মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন আনার চেষ্টা করেন তাহলে তা হবে রীতিমতো বোকামি। কারণ অন্য কেউ এসে কখনোই আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে না।
💌Motivational Ukti💌
কখনো ঘড়ির দিকে তাকিয়ে থেকে নিজের মূল্যবান সময়কে নষ্ট করোনা। কারণ সময় তার নিজের মতই বয়ে চলবে। আর সেই সাথে সাথে আপনাকেও সেই সময়ের সাথে নিজেকে চলতে হবে। আর এই সময়ের প্রয়োজনে করতে হবে অনেক কাজ। যে গুলোর কোন একটি থেকে আপনি আপনার নিজের জীবনকে পরিবর্তন করে নিতে পারবেন
💌Motivational Ukti💌
জীবনে চলার পথে সর্বদাই একটা কথা মাথায় রাখবেন। আর সেই কথাটি হলো যদি আপনার মধ্যে স্বপ্ন দেখার মত ক্ষমতা থাকে। তাহলে সেই স্বপ্ন পূরণ করার মতো ক্ষমতাও আপনার মধ্যে অবশ্যই থাকবে। তাই কোন কাজে সফলতা পাওয়ার আগেই সেই কাজের স্বপ্ন দেখতে থাকুন। এবং নিজেকে সেই স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে তৈরি করে নিন।
ইসলামিক মোটিভেশনাল উক্তি
প্রিয় পাঠক, উপরের আলোচনায় আপনি সেরা কিছু মোটিভেশনাল উক্তি সম্পর্কে জানতে পেরেছেন। যেহেতু মোটিভেশনাল উক্তি মানে হল আপনার ভেতরে থাকা সুপ্ত প্রতিভা কে জাগিয়ে তোলা। আর আমার বিশ্বাস উপরে আলোচিত এসব মোটিভেশনাল উক্তি থেকে আপনি আপনার মনের ভিতরে থাকা সুপ্ত প্রতিভা কে জাগিয়ে তুলতে পারবেন।
আর ধারাবাহিকতা রক্ষার জন্য এবার আমি ইসলামিক মোটিভেশনাল উক্তি শেয়ার করব আপনার সাথে। আশা করি এই ইসলামিক মোটিভেশনাল উক্তি গুলো আপনার অনেক অনেক ভালো লাগবে।
💌Motivational Ukti💌
যদি আপনার আকাশের চাঁদ লক্ষ্য হয়, তাহলে কোন একটা সময়ে যদি আপনি সেই চাঁদকে না পান। কিন্তু তারপরও আপনি অন্ততপক্ষে একটি তাঁরা পাবেন। এ থেকে বোঝা যায় যে, আপনার লক্ষ্য এবং স্বপ্নটা অনেক বড় হওয়া উচিত। যাতে করে আপনার সেই স্বপ্ন পূরণ না হলেও যেন খালি হাতে আসতে না হয়।
💌মোটিভেশনাল উক্তি💌
যখন আমরা কোনো কাজ করতে চাই এবং সেই কাজে বাধা আসে তখন আমরা রীতিমতো হতাশ হয়ে যাই। কিন্তু আমাদের সবার একটা কথা মাথায় রাখা উচিত। সেই কথা টি হলো জীবনে চলার পথে অনেক কাঁটা থাকবে। কিন্তু সেই কাঁটা গুলো কে বাধা হিসেবে নেয়া যাবে না। কারণ এগুলো হলো আপনার সফলতার পথ এর নির্দেশিকা। যেটাকে অনুসরণ করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
💌Motivational Ukti💌
আপনি কি আপনার জীবন কে পরিবর্তন করতে চান? তাহলে আজ এই এই মুহূর্তে আপনার জীবনকে পরিবর্তন করে ফেলুন। যদি আপনি জীবনে কোন কাজে সফলতা পেতে চান। তাহলে এই মুহূর্ত থেকে সেই কাজে লেগে পড়ুন। এবং সেই কাজটি ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত আপনি সেই কাজে সফলতা অর্জন করতে পারছেন।
💌Motivational Ukti💌
আপনার ভেতরে থাকা সফলতার স্বপ্নকে আরো উঁচু থেকে আরও উঁচুতে নিয়ে যান। এবং নিজের মধ্যে একটা সংকল্প তৈরি করুন যে, আপনি যেভাবেই হোক সেই স্থান পর্যন্ত পৌঁছেই ছাড়বেন।
💌Motivational Ukti💌
জীবনে চলার পথে কখনো যদি আপনি হোঁচট খেয়ে পড়ে যান, তাহলে কখনই সেই কাজের জন্য নিজেকে হতাশায় ভোগাবেন না। চেষ্টা করুন এখন, এই মুহূর্ত থেকে সেই কাজটি পুনরায আরেকবার করার। তাহলে দেখবেন আপনার এই আপ্রাণ চেষ্টার কারণে অবশ্যই সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন।
💌Motivational Ukti💌
আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগে থাকতে পারবে যে মোটিভেশনাল উক্তি আসলে কি। তাহলে শুনুন এই ধরনের মোটিভেশনাল উক্তি গুলো হলো এমন এক ধরণের শিল্প যা কোনো একজন মানুষের ভেতরে থাকা ইচ্ছা পূরণের উদ্দেশ্য কে কয়েক ধাপ এগিয়ে দিতে পারে। আর এই শিল্পের মাধ্যমে একজন মানুষ সেই স্থান পর্যন্ত যেতে পারবে যে স্থান পর্যন্ত উক্ত মানুষটির যাওয়ার ইচ্ছে ছিলো।
💌Motivational Ukti💌
আমাদের বাস্তবিক জীবনে নিজের মধ্যে থাকা সমস্যার পরিমাণ তখনই বাড়তে থাকে, যখন আমরা সেই সমস্যা গুলোর সমাধান না করে উল্টো দিকে হতাশায় ভুগতে থাকি। কিন্তু আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত যে, হতাশা কখনোই কোনো সমস্যার সমাধান করতে পারে না। বরং এই হতাশা হলো সমস্যা বাড়িয়ে দেয়ার উপযুক্ত একটি ওষুধ।
💌মোটিভেশনাল উক্তি💌
একটি বাজ পাখি যেমন উপর থেকে নিচে থাকা খাদ্য গুলো কে অনেক ছোট ছোট আকারের দেখে থাকে৷ ঠিক তেমনি ভাবে আপনার জীবনে আগত সমস্যা গুলো কে এই বাজ পাখির চোখের মতো দেখতে হবে। তাহলে আপনার জীবনে যত বড় সমস্যা আসুক না কেন সেই সমস্যাগুলো আপনার কাছে অনেক ছোট এবং ক্ষুদ্র মনে হবে।
💌Motivational Ukti💌
আমরা সবাই স্বপ্ন দেখতে ভালবাসি কিন্তু সেই স্বপ্ন গুলো দীর্ঘদিন নিজের মধ্যে বহন করতে পারিনা। তবে একটা কথা জেনে রাখুন যে নিজের স্বপ্ন গুলো ঠিক তখনই সত্যি হবে যখন আপনার সেই স্বপ্ন গুলো কে বহন করার মতো ক্ষমতা থাকবে। কারণ আপনি হুট করে কোন স্বপ্ন দেখলেন আর তড়িৎ গতিতে সেই স্বপ্নটা পূরণ হল বিষয়টা এতটা সহজ নয়। বরং আপনার মধ্যে আপনার ভেতরে থাকা স্বপ্ন গুলো কে বহন করার মতো ক্ষমতা তৈরি করে নিন।
💌Motivational Ukti💌
আপনি যদি আপনার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে চান। তাহলে আপনার জন্য উপযুক্ত একটি উপায় হলো এখন থেকে এই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে নিজেকে তৈরি করতে থাকুন। কারন ভবিষ্যতের দোহাই দিয়ে কখনই আপনি নিজেকে অলসতার সাগরে ডুবিয়ে দিবেন না। বরং আপনি যে কাজটি করতে চান সে কাজটি এখন এই মুহূর্ত থেকেই শুরু করে দিন।
💌Motivational Ukti💌
যখন আপনার জীবনের লক্ষ্যে পৌঁছানোর সময় আশ পাশের লোকজন আপনার লক্ষ্য নিয়ে কটু কথা বলে। তাহলে কখনই সেই কথা গুলো তে কান দেবেন না। বরং যারা এই ধরনের কথা বলবে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। কেননা এরা হল সেই ব্যক্তি যারা আপনার সফলতা কে অনেক বেশি ভয় পায়।
💌Motivational Ukti💌
জীবনে চলার পথে কখনো কোনো সিদ্ধান্তে আপনি ব্যর্থতা লাভ করবেন। তাই বলে নিজের প্রতি কখনোই রাগ হবেন না কারণ ব্যর্থতা হল সফলতার আরেকটি রুপ। আপনি ক্রমাগত ভাবে যখন কোন কাজে ব্যর্থতা লাভ করবেন। তখন আপনি সেই কাজের পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে পারবেন।
💌Motivational Ukti💌
যখন কোন কাজে ব্যর্থতার কারণে আপনার সুখের দরজা বন্ধ হয়ে যায়। তাহলে কখনই সেই বন্ধ হওয়া সুখের দরজার দিকে তাকিয়ে বসে থাকবেন না। কারন একটি সুখের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আরো অনেক দরজা খুলে যায়। কিন্তু আপনি যদি সেই বন্ধ হওয়া দরজার দিকে তাকিয়ে থেকে বসে থাকেন। তাহলে অন্যান্য খুলে যাওয়ার দরজা গুলো কে আপনি দেখতেই পারবেন না।
💌Motivational Ukti💌
মনে রাখবেন যখন আপনি কোথাও নাচবেন তখন আপনি ধরে নিবেন যে আপনার নাচ দেখার মত সামনে কোন ধরনের দর্শক নেই। তাহলে দেখবেন সেই নাচে আপনি সেরা হয়ে উঠবেন। ঠিক একইভাবে যখন আপনি গান গাইবেন, তখন আপনি ভাববেন যে আপনার গান শোনার মতো তেমন কেউ নেই। তাহলে দেখবেন যে আপনার এই গান গাওয়াতে নিজের মধ্যে আলাদা রকমের একটা ভালো লাগা কাজ করবে।
💌Motivational Ukti💌
অতীতে কী হয়েছে তা ভুলে যান, কারণ গত কালকে যা হয়েছে সেটি মনে করে আপনি সেখান থেকে কোন কিছুই লাভ করতে পারবেন না। তবে মনে মনে শুধু একটা কথাই ভাববেন, যে গতকাল আপনি অন্যরকম মানুষ ছিলেন এবং আজকের দিনের শুরু হওয়ার পর থেকেই আপনি আলাদা একটি মানুষ হয়ে গেছেন। তাহলে দেখবেন অতীতের কষ্ট গুলো আপনার চুল পরিমান ক্ষতি করতে পারবে না।
💌Motivational Ukti💌
পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি মূর্খ, যারা মনে করেন যে তাদের পূর্বে থেকেই সকল প্রশ্নের উত্তর জানা আছে। আর বুদ্ধিমান ব্যক্তি তো তারাই যারা সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে ভালোবাসে। কেননা বর্তমান সময়ে যারা সাধারন মানুষ তারা এই শিক্ষা থেকেই নিজের অভিজ্ঞতা কে বৃদ্ধি করে। তাই নিজেকে জ্ঞানী হিসেবে প্রকাশ না করে সর্বদা অন্যের জ্ঞান কে আহরণ করতে শিখুন।
💌মোটিভেশনাল উক্তি💌
সর্বদাই একটা কথা মাথায় রেখে চলবেন। সুখ কখনো তৈরি করা বস্তু হতে পারেনা। বরং সুখ নির্ভর করবে আপনার বর্তমান কর্মফল এর উপর। যদি আপনি ভালো কাজ করে নিজেকে সফলতার পর্যায়ে নিয়ে যেতে পারেন। তাহলে কিন্তু আপনি সুখের দেখা পাবেন, অন্যথায় আপনাকে দুঃখের ঘানি টানতে হবে।
আরো দেখুন:
💌Motivational Ukti💌
আমাদের জীবনে পরিবেশের অবদান অন্যতম। কিন্তু আমাদের জীবন কে প্রভাবিত করার জন্য পরিবেশ এর প্রভাব অতি সূক্ষ্ম। কারণ আপনি যদি একটি আলু কে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখেন। তাহলে কিন্তু সেই আলু টি সেদ্ধ হয়ে যাবে। কিন্তু এই গরম জলে আপনি যদি একটি ডিম কে রাখেন। তাহলে সেই ডিম টি কিন্তু পুনরায় শক্ত হয়ে যাবে। আর এ থেকে বোঝা যায় যে, আপনি আপনার জীবন কে কতটা প্রভাবিত করতে পারবেন, সেটা মূলত নির্ভর করবে আপনি আসলে কোন পরিবেশের মধ্যে আছেন তার উপর।
💌মোটিভেশনাল উক্তি💌
আপনি আপনার জীবন নিয়ে যে স্বপ্ন গুলো দেখছেন, সেই স্বপ্ন গুলো কিন্তু কখনোই হারিয়ে যায় না। বরং সেগুলো অপেক্ষা করে আছে আপনার সাহস এর উপর। যখন আপনি আপনার মধ্যে সাহস তৈরি করে সেই স্বপ্ন গুলো কে পূরণ করার উদ্দেশ্যে কাজ করে যাবেন। ঠিক তখনই কিন্তু উক্ত স্বপ্ন গুলো পূরণ হতে শুরু করবে।
💌Motivational Ukti💌
আমাদের মধ্যে থাকা যেসব মানুষ একটি গ্লাস কে পুর্ণ অথবা খালি মনে করে থাকে। তারা হয়তো বা জানে না যে উক্ত গ্লাসটা কে পুনরায় ভর্তি করা সম্ভব। তাই আপনার জীবনে আসা অপূর্ন ইচ্ছা এবং স্বপ্নগুলো নিয়ে কখনোই হতাশায় ভুগবেন না।
মোটিভেশনাল স্ট্যাটাস
প্রিয় পাঠক, উপরের আলোচনায় আপনি সেরা কিছু মোটিভেশনাল উক্তি এবং এর পাশাপাশি ইসলামিক মোটিভেশনাল উক্তি সম্পর্কে জানতে পেরেছেন। সেই ধারাবাহিকতায় এবার আমি আপনাকে বেশ কিছু মোটিভেশনাল স্ট্যাটাস শেয়ার করব। আশা করি এবারের শেয়ার করা মোটিভেশনাল স্ট্যাটাস গুলো আপনার অনেক ভালো লাগবে।
💌Motivational Ukti💌
জীবনে চলার পথে কখনোই স্বল্প সময়ের সুখের জন্য বড় সিদ্ধান্ত নিবেন না। হতে পারে স্বল্প সময়ের এই সুখের জন্য এই সিদ্ধান্ত টি আপনার স্থায়ীভাবে দুঃখের কারণ হয়ে যেতে পারে। আর সে কারণেই বলা হয়ে থাকে যে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
💌মোটিভেশনাল উক্তি💌
ভালো জিনিস সেই মানুষ গুলোর কাছেই এসে ধরা দেয় যারা সেই জিনিসটার জন্য অপেক্ষা করে থাকে। কিন্তু সেরা জিনিস শুধুমাত্র সেই মানুষ গুলোই পায়, যারা সেই সেরা জিনিসটার জন্য লক্ষ্যের প্রতি ক্রমাগত ভাবে দৌড়াতে থাকে। তাই কোন কিছুর অপেক্ষা করার পাশাপাশি আপনার লক্ষ্যের দিকে ছোটা উচিত।
💌Motivational Ukti💌
যখন আপনার জীবনে অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন হবে তখন আপনার জীবনে আশার সেই অন্ধকারের মধ্যে আলোর রেখা কে খুঁজে নিতে হবে। আর যারাই এই আলোর রেখা কে খুজে নিতে পাবে একমাত্র তারাই সফল ব্যক্তি হিসেবে পরিচিত হবে।
💌Motivational Ukti💌
জীবনের সফলতার জন্য কে আপনাকে এগিয়ে দিবে সেটা নিয়ে কখনোই নিজেকে চিন্তায় ফেলার চেষ্টা করবেন না। বরং আপনার সফলতার জন্য কে আপনাকে থামিয়ে দিয়েছে সেটা নিয়ে চিন্তা করুন। তাহলেই দেখবেন আপনি এর সঠিক কারণটা খুব সহজেই খুজে পাবেন।
💌Motivational Ukti💌
জীবনে চলার পথে সর্বদাই একটা কথা মাথায় রাখবেন আর সেই কথাটি হলো, আপনার জীবনে করা সব গুলো চেষ্টা থেকেই সফলতা অর্জন করা সম্ভব না। কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কোন কাজে সফলতা অর্জন করতে পারবেন না। তাই চেষ্টা সফল হোক কিংবা ব্যর্থ আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে।
💌মোটিভেশনাল উক্তি💌
আজকে তুমি সফলতা পাওনি তাই বলে থেমে থেকো না। যদি তুমি মন থেকে সময় ও শ্রম দিয়ে থাকো তাহলে অবশ্যই তুমি সফলতা পাবে হয়তোবা। আজ নতুন কাল, কিন্তু তুমি সফলতা অবশ্যই পাবে।
💌Motivational Ukti💌
কোন একজন মানুষের মনের ভেতরে থাকা সংকল্পই তার ভবিষ্যতের ফলাফল নির্ধারণ করে দেয়। তাই আপনার সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি পাওয়ার জন্য আকুল হয়ে আছেন। কেননা এই চিন্তাই আপনার ভাগ্যকে নির্ধারণ করে দিবে।
💌Motivational Ukti💌
আপনি যদি আপনার জীবনে এমন কিছু পেতে চান যা আপনার অতীতের জীবনে কোনদিন পাননি। তাহলে বর্তমান সময়ে সেই জিনিস কে পাওয়ার জন্য আপনাকে এতটাই শ্রম দিতে হবে যা আপনি অতীতে কখনোই এতটা শ্রম দেননি।
💌মোটিভেশনাল উক্তি💌
একজন মানুষ হিসেবে আপনি জীবনে ভুল করতেই পারেন। বরং এই ভুল করাটা অস্বাভাবিক কিছু নয় এটা হলো স্বাভাবিক একটা বিষয়। আর জীবনে মাঝে মাঝে ভুল করার প্রয়োজন। কারণ এই ভুলগুলো থেকেই বাস্তবিক শিক্ষা পাওয়া যায়। যে শিক্ষা আপনি পরবর্তী সময়ে কাজে লাগাতে পারবেন।
💌Motivational Ukti💌
জীবনে চলার পথে সুখ-দুঃখ আনন্দ-বেদনা থাকবে। জীবনে চলার পথে আপনি বারবার হোঁচট খাবেন। কারণ আপনি হলেন একজন সাধারন মানুষ, কোন দেবতা নয়। তবে এই হোঁচট খাওয়ার কারণে কখনোই আপনার পিছিয়ে যাওয়া উচিত নয়। বরং প্রথমবার হোঁচট খেয়ে পড়ে গেলে পরবর্তীতে আপনাকে ওই পথেই দৌড়ানো উচিত।
💌Motivational Ukti💌
জীবনে চলার পথে সবাইকে অপমানের জবাব কথায় কিংবা হাত উঠিয়ে দেওয়া ঠিক না। কারণ কিছু কিছু অপমানের জবাব আপনাকে কাজের মাধ্যমে দিতে হবে। আপনাকে এমন কোন কাজ করতে হবে যে কাজে মাধ্যমেই সে ব্যক্তি নিজেই নিজেকে অপমানিত বোধ করে।
💌Motivational Ukti💌
আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা কি জানেন?- আপনার জীবনের সবচেয়ে বড় সফলতার নাম হল আপনার নিজের ভেতরে থাকা চেষ্টা। যদি আপনার মধ্যে দৃঢ় চেষ্টা থাকে তাহলে এই চেষ্টায় আপনাকে একটা সময় অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।
💌Motivational Ukti💌
আপনার মনে ভয় নেই তাই বলে ভাববেন না যে আপনার ভেতরে প্রচুর সাহস। কেননা সাহস মানে এই নয় যে আপনার ভেতরে কোন ভয় নেই। সাহস হল আপনার ভেতরে থাকা এমন একটি বস্তু যা আপনার মনের ভয় আছে, কিন্তু তারপরও আপনি সেটিকে জয় করার চেষ্টা করছেন। আর সে কারণেই সাহস আর আত্মনির্ভরশীলতা কে একই পাল্লায় ফেললেও কোন প্রকার ভুল হবেনা।
💌মোটিভেশনাল উক্তি💌
জীবনে যত সমস্যা আসুক না কেন এই সকল সমস্যা থেকে আপনাকে নিজে থেকেই নিজেকে রক্ষা করতে হবে। কারণ আপনাকে এসব সমস্যা থেকে উদ্ধার করার জন্য কেউ আসবে না। আর যদি কেউ এসেও থাকে। তাহলে সে আপনাকে দুর্বল করে দেবে, নতুবা তোমাকে পুরোপুরি ভাবে ভেঙে দিবে। আর এ কারণেই আপনার নিজের ভেতরে থাকা আত্মনির্ভরশীলতা কে বাড়িয়ে তোলা উচিত।
💌Motivational Ukti💌
মানুষ আপনার কে যতগুলো অপমান করেছে। আপনি কি তার প্রতিশোধ নিতে চান? – তাহলে তাদের সাথে কোন প্রকার ঝগড়া-বিবাদ না করে নিজেকে প্রতিষ্ঠিত হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করুন। যখন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সফল হবেন। তখন নিজেই দেখতে পারবেন যে কারো উপর চড়া কথা কিংবা কাউকে চড় মেড়ে অপমান করার চাইতে নিজেকে প্রতিষ্ঠিত করে অপমান করার পাল্লা টা কত ভাড়ি।
💌Motivational Ukti💌
যদি আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে তাহলে আপনি সফলতার সিঁড়ি একাই বয়ে উঠতে পারবেন। আর এ কারণে আপনাকে সাহায্য করার মত কারো প্রয়োজন হবে না। তাই সবার আগে আপনি আপনার উদ্দেশ্য কে সৎ করার চেষ্টা করবেন।
💌Motivational Ukti💌
কখনো অন্যের দয়া কিংবা অন্যের ভরসার উপর নির্ভর করে থাকবেন না। সব সময় চেষ্টা করবেন নিজে থেকে কোন কিছু করার। কারণ অন্যের উপর নির্ভর করে থাকলে আপনার সময় এবং শ্রম দুটোই বৃথা যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনি যদি নিজে থেকে চেষ্টা করেন, আপনার যদি আত্মনির্ভরশীলতা থাকে তাহলে আপনি সফলতা পাবেন নতুবা কিছু শিখতে পারবেন।
💌Motivational Ukti💌
হয়তোবা আপনার পাশে থাকা ব্যক্তিটির সফলতা এসেছে কিন্তু আপনার সফলতা আসেনি। কিন্তু এই কারণে আপনার হতাশ হওয়া যাবে না। আর এই সময় একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো যে একটা ছোট বাড়ি তৈরি করতে খুব কম সময় লাগে। কিন্তু একটা প্রসাদ তৈরি করতে অনেক বছর সময় লেগে যায়। হয়তোবা আপনি এখন সফলতা পান নি কিন্তু আপনার সফলতার আকার এই প্রসাদ এর থেকেও অনেক বড় হতে পারে।
💌Motivational Ukti💌
কোন সফলতা একমাসেই পাওয়া যায় না। কারণ একটি সফলতা পাওয়ার জন্য আপনাকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে, আপনাকে বছরের পর বছর শ্রম দিতে হবে। কিন্তু যদি কেউ খুব কম সময়ের মধ্যেই সফলতা পেয়ে থাকে তাহলে ভেবে নেবেন যে তার ভাগ্য ভালো। কিন্তু সবার ভাগ্যে যে ভাল হবে বিষয়টা কিন্তু এমন নয়।
💌Motivational Ukti💌
আপনি এই জীবনে যত কিছু পেয়েছেন তা কখনোই সহজে হারাতে দেবেন না। আপনি এই জীবনে যা হারিয়ে ফেলেছেন তা কখনোই ফিরে চাইবেন না। আপনি যা কিছু চেয়েও পাননি, ভেবে নিবেন সেগুলো কখনোই আপনার ছিল না। জীবনে চলার পথে এই কথাটির বেশ গুরুত্ব দিয়ে চলবেন।
💌মোটিভেশনাল উক্তি💌
যদি কখনো কোনো মানুষ আপনাকে অপমান করে তাহলে কখনই সাথে সাথে সেই অপমানের জবাব দিবেন না। বরং আপনি চেষ্টা করুন নিজেকে প্রতিষ্ঠিত করার। যেন আপনার সফলতা দেখে অপমান করা ওই মানুষটি আপনার সাথে দেখা করার জন্য ছটফট করে। আর এটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ।
💌মোটিভেশনাল উক্তি💌
রোজকার মতো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে নিজের উপর বিশ্বাস রাখুন যে গতকাল আপনি যে দিন টি কাটিয়েছেন তার থেকে আজকের দিনটি অনেক ভালো ভাবে কাটাবেন। আর এই কাজটি আপনি ততদিন করবেন যতদিন আপনি এ পৃথিবীতে জীবিত থাকবেন।
আরো দেখুন:
মোটিভেশনাল কথাবার্তা
প্রিয় পাঠক, আমাদের সবার জীবনে দুঃখ-কষ্ট আনন্দ-বেদনা এর সমন্বয়ে সময় অতিবাহিত হয়। তাই নিজের জীবন যখন কষ্ট অথবা দুঃখে জর্জরিত হবে, তখন কখনোই হতাশ হয়ে যাবেন না। নিজেকে শক্ত করুন, নিজের মনকে আরো দৃঢ় করুন, কঠিন সংকল্প করুন। দেখবেন আপনি একদিন না একদিন সফল হবেন। যে সফলতা আপনাকে অনেক দূর অব্দি নিয়ে যাবে।
আর আপনার সফলতাকে একধাপ এগিয়ে দেওয়ার জন্যই আজকের আর্টিকেলে আমি সেরা কিছু মোটিভেশনাল উক্তি শেয়ার করেছি। আমার আশা নয় বরং দীর্ঘ বিশ্বাস আছে যে এই মোটিভেশনাল উক্তি গুলো আপনার অনেক উপকারী ভূমিকা পালন করবে।
তো যদি আপনি সেই মোটিভেশনাল উক্তি গুলো থেকে নিজের ভেতরে থাকা সুপ্ত প্রতিভা কে জাগ্রত করতে চান, তাহলে আজকের এই আর্টিকেলটি পুরোটা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। আর এমন সব মোটিভেশনাল উক্তি সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।