প্রপোজ করার ছন্দ | প্রপোজ করার নিয়ম
প্রপোজ করার ছন্দ | প্রপোজ করার রোমান্টিক কথা | প্রপোজ করার রোমান্টিক ছবি | প্রপোজ করার রোমান্টিক চিঠি
আপনি কি কাউকে মন থেকে ভালোবাসেন? আপনার মনের মানুষ কে প্রপোজ করতে ভয় পাচ্ছেন? -তাহলে আজকের এই লেখাটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ন। কারণ, আজকে আমি আপনাকে প্রপোজ করার নিয়ম গুলো সম্পর্কে বলবো। সেইসাথে আজকে আমি চমৎকার কিছু প্রপোজ করার ছন্দ ও রোমান্টিক কথা কথা শেয়ার করবো। যেগুলো আপনার অনেক ভালো লাগবে।
প্রপোজ করার নিয়ম
প্রেমের কোন বয়স হয়না, প্রেমের আসার কোন সময় থাকেনা। বরং জীবনে চলার পথে হুট করে কখন যে আপনার জীবনে প্রেম আসবে, তা আপনি নিজেও বলতে পারবেন না। কিন্তুু আপনার মনের মধ্যে থাকা ভালোবাসা তখনি পূর্নতা পাবে। যখন আপনি আপনার ভালোবাসা কে প্রকাশ করবেন। আপনার ভালোবাসা তখনি স্বার্থক হবে, যখন আপনি আপনার মনের মানুষ কে প্রপোজ করতে পারবেন।
তাই এবার আমি আপনাকে এমন সব প্রপোজ করার নিয়ম গুলো সম্পর্কে বলবো। আপনি যদি সেই প্রপোজ করার নিয়ম গুলো ফলো করেন। তাহলে আপনার মনের মানুষটি আপনার প্রপোজালে রাজি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর সেই প্রপোজ করার নিয়ম গুলো নিচে উল্লেখ করা হলো।
নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন-
মনে রাখবেন, যখন আপনি আপনার মনের মানুষ কে প্রপোজ করবেন। তখন আপনাকে সর্বদা আপনার ব্যক্তিত্ব বজায় রাখতে হবে। অনেক সময় আমরা প্রপোজ করার সময় সিনেমাটিক হিরোদের ফলো করি। কিন্তুু এটা আপনার কখনই করা উচিত নয়।
বরং আপনি আপনার মনের মানুষকে প্রপোজ করার সময় বন্ধত্বসুলভ আচরন করুন। এবং নিজের মতো করে তাকে প্রপোজ করুন। কেননা, মেয়েরা সর্বদা সেই সকল মানুষকে অনেক পছন্দ করে। যে সকল ছেলেরা নিজের ব্যক্তিত্ব কে বজায় রাখতে পারে।
প্রপোজ করার সঠিক স্থান নির্বাচন করুন-
আপনি যখন আপনার মনের মানুষ কে প্রপোজ করবেন। তখন প্রপোজ করার সঠিক স্থান নির্বাচন করবেন। আর এমন একটি স্থান নির্বাচন করার চেস্টা করবেন। যেখানে গেলে মন ভালো হয়ে যায়। এবং আপনার প্রপোজ করার স্থানটি যেন, জনবহুল না হয়। কেননা, যেখানে মানুষের ভিড় থাকবে। সেরকম স্থানে প্রপোজ করা থেকে বিরত থাকবেন।
ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করুন-
আমরা এমন অনেক রেষ্টুরেন্ট দেখতে পারবো। যেখানে ক্যান্ডেল লাইট দিয়ে খুব সুন্দর পরিবেশ তৈরি করা হয়। আপনি চাইলে এমন কোন রেষ্টুরেন্ট এর মধ্যে যেতে পারেন। আর সেখানে গিয়ে যদি আপনি আপনার মনের মানুষ কে প্রপোজ করেন। তাহলে ব্যপারটা আরো বেশি রোমান্টিক হবে।
প্রপোজ করার বিশেষ দিনে নির্ধারন করুন-
দেখুন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন। এবং আপনি যদি সেই মানুষটি কে প্রপোজ করতে চান। তাহলে অবশ্যই আপনি বিশেষ একটি দিন নির্বাচন করবেন। যেমন, ফেব্রুয়ারি মাসের ০৮ তারিখে প্রপোজ ডে পালন করা হয়। আপনি চাইলে এই বিশেষ দিনে আপনার মনের মানুষ কে ভালোবাসার কথা খুলে বলতে পারবেন।
প্রয়োজন হলে চিঠি দিন-
যদিওবা চিঠির মাধ্যমে প্রপোজ করার বিষয়টা অনেক দিনের পুরোনো একটি প্রক্রিয়া। তবে আপনি যদি এখনও এই প্রক্রিয়া টি ফলো করেন। তাহলে বিষয়টা মোটেও খারাপ হবেনা। বরং আপনি যখন একটি চিঠি তে আপনার ভালোবাসার কথা গুলো লিখে। তারপর সেই চিঠির সাথে সুগন্ধি ফুল দেন। তবে আপনার মনের মানুষটি প্রপোজে রাজি হওয়ার সম্ভাবনা কয়েক গুন বেড়ে যাবে।
প্রপোজ এর ভাষা ঠিক রাখুন-
আপনি যদি হুট করে কাউকে ভালোবাসি বলে দেন। তাহলে কিন্তুু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তুু আপনি যখন কিছু রোমান্টিক কথা বা প্রপোজ করার ছন্দ বলে আপনার প্রিয় মানুষটি কে প্রপোজ করনে। তাহলে আপনার প্রপোজ করার স্টাইলটি অন্যদের থেকে ভিন্ন হবে। তাই প্রপোজ করার সময় অন্যান্য মানুষ কে ফলো না করে। বরং আপনি নিজে থেকে ভিন্ন কিছু করার চেস্টা করুন।
প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসুন-
আপনি জানলে অবাক হয়ে যাবেন , কারণ যখন কোন ছেলে একটি মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। তখন মেয়েদের কাছে এই বিষয়টি অনেক আর্কষনীয় মনে হয়। তাই এখানে আপনি সিনেমাটিক স্টাইলে আপনার মনের মানুষের সামনে হাঁটু গেড়ে বসুন। তারপর তার হাতের দিকে হাত বাড়িয়ে ভালোবাসার কথা প্রকাশ করুন। এতে করে, আপনার প্রিয় মানুষের মনে একটা সফট কর্ণার তৈরি হবে।
প্রপোজ করার ছন্দ
তো সবার প্রথমে আমি আপনাকে হৃদয় জুড়িয়ে যাওয়ার মতো কিছু প্রপোজ করার ছন্দ বলবো। আর যদি আপনি প্রপোজ করার সময় এই ছন্দ গুলো বলেন। তাহলে আপনার প্রিয় মানুষটি অনেক খুশি হবে। তাই প্রপোজ করার সময় অবশ্যই আপনি নিজে শেয়ার করা প্রপোজ করার ছন্দ গুলোর ব্যবহার করার চেস্টা করবেন।
আমি তোমার মনের ভেতের থাকতে চাইনা। আমি তোমার হৃদয়ের মাঝে থাকতে চাই। মন চাইলে কাউকে ভুলে যেতে পারে। কিন্তুু হৃদয় থেকে কাউকে মুছে ফেলা সম্ভব নয়। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়।
💝 প্রপোজ করার ছন্দ💝
তুমি কি জানো, কত সুন্দর তুমি? তোমার এই সৌন্দর্যতা দেখে তোমার প্রেমে পড়েছি আমি। চলোনা হারিয়ে যাই, যেখানে যেতে চায় মন। যেখানে কেউ থাকবে না, থাকবো শুধু তুমি আর আমি দুজন।
💝 প্রপোজ করার ছন্দ💝
আমি জানিনা, তুমি কতটুকু আপন ভাবো আমায়। আমি শুধু জানি, অনেক বেশি ভালোবাসি তোমায়। তুমি কি থাকবে আমার পাশে?
💝 প্রপোজ করার ছন্দ💝
আমার একটি হৃদয় আছে, এটা সত্য। সেই হৃদয়ে শুধু তোমার ছবি আছে, এটা সত্য। আর আমি সারা জীবন তোমাকেই ভালোবেসে যাবো, এটিও সত্য।
💝 প্রপোজ করার ছন্দ💝
আমার মধ্যে থাকা সব ভালোবাসা শুধু তোমাকে দিতে চাই। আমার মনের ভেতরে থাকা অনুভুতি গুলো শুধু তোমার সাথে ভাগ করতে চাই। কারন, তোমাকে আমি নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি।
💝 প্রপোজ করার ছন্দ💝
তুমি আমার কাছে সুবাসে ভরা ফুল, তুমি হলে আমার কাছে নতুন একটি পৃথিবী। তুমি কি তোমার পৃথিবীতে আমাকে আপন করে নিবে?
💝 প্রপোজ করার ছন্দ💝
আমি অন্য কোন ভাষা বুঝতে চাইনা। আমি শুধু তোমার চোখের ভাষা বুঝতে চাই। আমি অন্য কোন সুর চাইনা। আমি শুধু তোমার কথার সুর শুনতে চাই। তুমি কি সেই সুুযোগ দিবে আমায়।
💝 প্রপোজ করার ছন্দ💝
আমি যতোবার তোমার প্রেমে পড়ি, ততোবার আমি নতুন করে তোমাকে খুজে পাই। আমি যতবার তোমার কাছে আসি, ততোবার আমি নতুন একটি পৃথিবীকে খুজে পাই। তুমিও কি আমাকে নিয়ে ভাবো এমন করে?
💝 প্রপোজ করার ছন্দ💝
তুমি হলে সেই মানুষ, যে আমাকে বুঝতে পারে। তুমি হলে সেই মানুষ, যে আমার সকল অনুভুতি গুলোকে অনুভব করতে পারে। তাই তোমাকে আমি ভালোবাসি প্রিয়।
💝 প্রপোজ করার ছন্দ💝
চলোনা দুজনে আজ এক হয়ে যাই। সারাজীবন একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করি। চলোনা আমরা একটি নতুন পৃথিবী গড়ি, যেখানে শুধু থাকবো আমরা দুজন।
💝 প্রপোজ করার ছন্দ💝
আমি তোমাকে প্রতিদিন মিস করি, আমি তোমার কথা প্রতিদিন ভাবি। আমি জানিনা, ভালোবাসা কি, তবে তুমি না থাকলে যে আমার পুরো পৃথিবীটা অন্ধকারে ঢেকে যাবে।
💝 প্রপোজ করার ছন্দ💝
আমার ভালোবাসার কথা গুলো তোমাকে বলতে চাই। আমার হুদয়ের অনুভুতি তোমার সাথে ভাগাভাগি করতে চাই। কারণ, তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
উপরে আপনি ভালো লাগার মতো কিছু প্রপোজ করার ছন্দ শেয়ার করেছি। আর যখন আপনি আপনার মনের মানুষ কে প্রপোজ করবেন। তখন এই প্রপোজ করার ছন্দ গুলো বললে। আপনাদের মধ্যে আরো বেশি রোমান্টিকতা সৃষ্টি হবে।
প্রপোজ করার রোমান্টিক কথা
আপনি যাকে ভালোবাসেন, তাকে যখন প্রপোজ করবেন। তখন আপনি অবশ্যই কিছু রোমান্টিক কথা বলার চেষ্টা করবেন। কারণ, এমন কিছু কথা আছে। যেগুলো বললে, খুব সহজেই অন্য একটি মানুষ এর মন জয় করে নেওয়া সম্ভব। আর এবার আমি আপনার সাথে এমন কিছু প্রপোজ করার রোমন্টিক কথা শেয়ার করবো।
💝 প্রপোজ করার রোমান্টিক কথা💝
আমার জীবনের স্বার্থকতা আমি তখনি খুজে পাবো। যখন তুমি আমাকে ভালোবাসবে। আমি আমার মনের শীতলতার পরশ তখনি অনুুভব করতে পারবো। যখন তুমি আমার পাশে থাকা প্রতিজ্ঞা করবে।
💝 প্রপোজ করার রোমান্টিক কথা💝
আমার জীবনে দেখা সুন্দর মানুষটি হলে তুমি। আমার জীবনে সবথেকে বেশি ভালোবাসার মানুষ টি হলে, তুমি। তাই তোমাকে আমি বলতে চাই, আই লাভ ইউ। অনেক বেশি ভালোবাসি তোমাকে।
💝 প্রপোজ করার রোমান্টিক কথা💝
আমার হৃদয়ে থাকা সমস্ত ভালোবাসা শুধু তোমাকে দিবো। যদি তুমি সারাজীবন আমার পাশে থাকার প্রতিশ্রুতি দাও। তুমি কি নিবে আমায় আপন করে?
💝 প্রপোজ করার রোমান্টিক কথা💝
আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারিনা। আমি তোমাকে ছাড়া আর কিছু বুঝতে চাইনা। আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমার হাতে হাত রেখে বহুদুরে হারিয়ে যেতে চাই।
💝 প্রপোজ করার রোমান্টিক কথা💝
আমার মন তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারেনা। আমার স্বপ্ন গুলোকে তোমার ছবি ছাড়া আর কিছু দেখতে পারেনা। আমার ভাবনাতে শুধু তোমার বাস। তাই তোমাকেই আমি ভালোবাসি প্রিয়।
💝 প্রপোজ করার রোমান্টিক কথা💝
যখন আমি তোমাকে খুব কাছ থেকে দেখতে পাই। তখন পুরো পৃথিবীটা যেন আমার কাছে নতুনের মতো লাগে। যখন আমি তোমাকে কাছ থেকে দেখি, তখন নিজের অজান্তে ভালোবাসি কথাটি বলতে ইচ্ছে করে।
💝 প্রপোজ করার রোমান্টিক কথা💝
আমার সবকিছুতে শুধু তুমি আছো। আমার চিন্তা, ভাবনা, আশা সবখানেই যেন তোমার প্রতিচ্ছবি ভেসে ওঠে। তোমাকে ছাড়া আমি এক মূহুর্ত বাঁচতে পারবো না। কারন, তুমি হলে আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন।
💝 প্রপোজ করার রোমান্টিক কথা💝
আমি তোমাকে নিয়ে আমার জীবন নামক নৌকায় পাড়ি দিতে চাই। যেখানে আর কেউ থাকবেনা। সেখানে শুধু থাকবো তুমি আর আমি। আর সেখানেই আমরা ভালোবেসে যাবো দুজন দুজনকে।
💝 প্রপোজ করার রোমান্টিক কথা💝
তুমি হয়ত জানোনা, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি হয়ত জানোনা, তোমাকে নিয়ে আমি কত স্বপ্নের জাল বুনি। তাই তোমাকে আজ আমি জানিয়ে দিলাম, আমি তোমাকে ভালোবাসি।
💝 প্রপোজ করার রোমান্টিক কথা💝
তোমার চোখের ভাষা আমাকে এতোটাই মুগ্ধ করেছে। সেই মুগ্ধতা কখনই সমাপ্ত হবেনা। তোমার প্রতি আমার যে ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসা কখনই শেষ হবেনা। আর যতোদিন আমি বেঁচে থাকবো, ততোদিন আমি শুধু তোমাকেই ভালোবেসে যাবো।
💝 প্রপোজ করার রোমান্টিক কথা💝
মনের মানুষ কে প্রপোজ করার সময় একটু রোমান্টিক হওয়া উচিত। আর সে কারনে উপরে আমি ভালো লাগার মতো কিছু প্রপোজ করার ছন্দ ও প্রপোজ করার রোমান্টিক কথা শেয়ার করেছি। যেগুলো আপনি আপনার মনের মানুষ কে প্রপোজ করার সময় বলার চেস্টা করবেন।
প্রপোজ করার রোমান্টিক চিঠি
তো উপরে আমি প্রপোজ করার নিয়ম গুলো শেয়ার করেছি। এবং সেখানে আমি আপনাকে একটা কথা বলেছি। সেটি হলো, আপনি চাইলে এখনও চিঠির মাধ্যমে আপনার ভালোবাসার মানুষ কে প্রপোজ করতে পারবেন। আর যখন আপনি একটি প্রেমের চিঠির মধ্যে সু্গন্ধি ফুল দিয়ে প্রপোজ করবেন। তখন আপনার মনের মানুষ টি আপনার প্রতি আরো বেশি ইমপ্রেস হবে।
তাই এবার আমি আপনার সাথে আর্কষনীয় কিছু প্রপোজ করার রোমান্টিক চিঠি শেয়ার করবো। যেন, আপনার প্রপোজ করার চিঠি লিখতে সুবিধা হয়। যেমন,
প্রিয় প্রিয়তমা,
চিঠির শুরুতেই আমি তোমাকে জানাচ্ছি একঝাঁক লাল গোলাপের শুভেচ্ছা। আশা নয়, বরং বিশ্বাস করি যে, তুমি অনেক ভালো আছো। কিন্তুু আমি ভালো নেই। কারণ, যে মানুষটা কে আমি এতোদিন থেকে মন প্রান দিয়ে ভালোবাসি। তাকে আজ পর্যন্ত বলার সুযোগ হয়নি। আর সেই ভালোবাসার মানুষটি হলে, তুমি নিজেই।
আমি সত্যি বলছি, যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম। সেদিন থেকেই তোমাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করেছি। তোমার সবকিছু যেন আমার মনে মুগ্ধতা বয়ে আনে। তোমার চলার স্টাইল, কথা বলার ভঙ্গি, তোমার হাসির ধরন সবকিছুই যেন আমার মনে অসম্ভব ভালোলাগা তৈরি করে।
তাই সিন্ধান্ত নিয়েছি, জীবনে যদি কাউকে ভালোবাসতে হয়। তাহলে আমি শুধু তোমাকেই ভালোবাসবো। যদি এই জীবনে কারো হাতে হাত রেখে কাটিয়ে দিতে হয়। তাহলে আমি শুধু তোমার হাতটিকে বেছে নিবো। কারন, রাতের পরে দিন আসবে এটা যেমন সত্য। ঠিক তেমনি তোমাকে আমি এক পাহাড় সমান ভালোবাসি এটাও সত্য।
সেজন্য চিঠির মাধ্যমে আমি আমার ভালোবাসার অনুভূতি গুলো প্রকাশ করলাম। আমি অপেক্ষায় থাকবো তোমার উত্তরের জন্য। ভালো থেকো প্রিয়, সুখে থাকো সারাটি জীবন।
ইতি,
তোমার প্রিয় “আপনার নাম দিন”,
প্রপোজ করার পিক
প্রপোজ করার ছন্দ নিয়ে কিছুকথা
ভালোবাসা মানে হলো, নতুন এক অনুভূতি। ভালোবাসা মানে হলো, প্রিয় মানুষকে কাছে পাওয়ার তীব্র ইচ্ছা। আর আপনার মধ্যে থাকা ভালোবাসা গুলোর যেন প্রকাশ হয়। সে কারনে আজকে আমি চমৎকার কিছু প্রপোজ করার ছন্দ ও প্রপোজ করার নিয়ম শেয়ার করেছি।
আর আমার দীর্ঘ বিশ্বাস যে, আপনি যদি আজকের প্রপোজ করার নিয়ম গুলো ফলো করেন। তাহলে আপনার ভালোবাসার মানুষের মধ্যে আপনার প্রতি একটা সফট কর্ণার তৈরি হবে। যা আপনাদের ভালোবাসার সম্পর্ক কে আরো বেশি মধুর করে তুলবে।
তো আপনি যদি এই ধরনের অজানা বিষয় গুলো খুব সহজ ভাষায় জানতে চান। তাহলে নিয়মিত Wikipedia Bangla এর সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।