চীনের জাতীয় খেলা কি?
চীনের জাতীয় খেলা কি? | Chinar Jatiyo Khela Ki
চীন দেশের জনপ্রিয় খেলার মধ্যে রয়েছে বাস্কেটবল, ফুটবল, টেবিল টেনিস। কিন্তু চীনের জাতীয় খেলা কি? চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই খেলাটিতে তারা বেশ দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়েছে। টেবিল টেনিস চীনাদের ভাষায় পিংপং নামেও পরিচিত।
টেবিল টেনিস আগে অভিজাত শ্রেণীর খেলা হলেও পরবর্তীতে তা জনসাধারণের খেলায় পরিণত হয়েছিল। চীনের কিংবদন্তি দে ইয়াপিংককে সবকালের সেরা টেবিল টেনিস খেলোয়াড়দের বলে মনে করা হয়। একসময় টেবিল টেনিস ছাড়াও বাস্কেটবলেও চীনারা প্রথম কাতারে ছিল। অলিম্পিকে চীনারা ৩ বার স্বর্ণপদক জয় করেছে।
ইউরোপীয় চ্যাম্পিয়ন বেটিন ভ্রিসেকোপ বেশ কৌতূহলী ছিলেন চীনের টেবিল টেনিসে অসাধারণ সাফল্যের জন্য। তাদের এই সাফল্যের পিছনে রয়েছে যে, চীনার মৌলিক তিন বা চারটি ব্যায়াম করে তারপর টেবিল টেনিস খেলতে থাকে যতক্ষণ না তারা এটি ভালোভাবে রপ্ত করতে পারছে।
আরো দেখুনঃ
সমাপ্তি: চীনের জাতীয় খেলা কি আশা করি আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি স্পষ্ট উত্তর পেয়েছেন। টেবিল টেনিসে চীনাদের ভালো করার একটিই রহস্য রয়েছে আর তা হলো “অনুশীলন