এক বিঘা সমান কত শতক? | ১ বিঘা সমান কত শতাংশ?
এক বিঘা সমান কত শতক? | ১ বিঘা সমান কত গন্ডা | ১ বিঘা সমান কত শতাংশ?
এক বিঘা সমান কত শতক সাধারণত জমির পরিমাপ করার ক্ষেত্রে এই এককগুলো ব্যবহার করা হয়ে থাকে যেমন কাঠা, বিঘা, একর ইত্যাদি। কিন্তু আমরা কয়জনই বা জানি যে এক বিঘা সমান কত শতক বা কত শতাংশ কত কাঠা বা কত শতক কয় একর হয়? জমির হিসাবটা কিন্তু জটিল কিছু নয়! চাইলে খুব সহজেই আপনি শিখে ফেলতে পারবেন জমির হিসাব। ১ বিঘা সমান ৩৩ শতাংশ (প্রায়)। কথায় প্রকাশ করলে হয়, এক বিঘা সমান সমান তেত্রিশ শতাংশ।
চলুন এক নজরে দেখে নেই বিঘা ও কাঠার সূত্রগুলো কি কি…
- ১ বিঘা = ২০ কাঠা
- ১ বিঘা = ৩৩ শতাংশ
- ১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
- ১ বিঘা = ৬৪০০ বর্গহাত
- ১ বিঘা = ১৬০০ বর্গগজ
- ১ বিঘা = ১৪৪০০ বর্গফুট
- ১ বিঘা = ১৩৩৮ বর্গমিটার
- ১ বিঘা = ৮০ হাত
- ১ বিঘা = ১৬ গন্ডা দুই কড়া দুই ক্রান্তি।
একর- শতাকের ব্যাখ্যা:
- ১ শতক = ১ একরের ১০০ ভাগের একভাগ।
- ১ শতক = ০.১ বর্গ চেইন
- ১ শতক = ১০০০ বর্গ লিংক
- ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট
- ১ শতক = ১৯৩.৬ বর্গহাত
- ১ শতক = ৪৮.৪০ বর্গগজ
- ১ শতক = ৪০.৪৭ বর্গমিটার
- ১ শতক = ২ কড়া
নোট: সরকরি মাপে : ৩৩ শতাংশ = ২০ কাঠা = ১ বিঘা ও ১.৬৫ শতাংশে = ০১ কাঠা। কিন্তু ঢাকার স্থানিয়মপে (মহানগরীর বাইরে): ৩০ শতাংশ = ২০ কাঠা = ১ বিঘা ও ১.৫ শতাংশ = ১ কাঠা।
এক বিঘা সমান কত শতক?
১ বিঘা = ৩৩ শতাংশ (প্রায়)।
উদাহরণ ১: ৩০ বিঘা = কত শতাংশ?
আমরা জানি,
১ বিঘা সমান ৩৩ শতাংশ (প্রায়)
∴ ৩০ বিঘা = ৩০ × ৩৩ শতাংশ
= ৯৯০ শতাংশ
উদাহরণ ২: ৪৫ বিঘা = কত শতাংশ?
আমরা জানি,
১ বিঘা = ৩৩ শতাংশ (প্রায়)।
∴ ৪৫ বিঘা = ৪৫ × ৩৩ শতাংশ
= ১৪৮৫ শতাংশ
বিঘাকে শতাংশে রূপান্তর করার ধারাবাহিক কিছু নমুনা
- ১ বিঘা = ৩৩.০৫৭৯ শতাংশ
- ২ বিঘা = ৬৬.১১৫৮ শতাংশ
- ৩ বিঘা = ৯৯.১৭৩৭ শতাংশ
- ৪ বিঘা = ১৩২.২৩১৬ শতাংশ
- ৫ বিঘা = ১৬৫.২৮৯৫ শতাংশ
- ৬ বিঘা = ১৯৮.৩৪৭৪ শতাংশ
- ৭ বিঘা = ২৩১.৪০৫৩ শতাংশ
- ৮ বিঘা = ২৬৪.৪৬৩২ শতাংশ
- ৯ বিঘা = ২৯৭.৫২১১ শতাংশ
- ১০ বিঘা = ৩৩০.৫৭৯ শতাংশ
- ১১ বিঘা = ৩৬৩.৬৩৬৯ শতাংশ
- ১২ বিঘা = ৩৯৬.৬৯৪৮ শতাংশ
- ১৩ বিঘা = ৪২৯.৭৫২৭ শতাংশ
- ১৪ বিঘা = ৪৬২.৮১০৬ শতাংশ
- ১৫ বিঘা = ৪৯৫.৮৬৮৫ শতাংশ
- ১৬ বিঘা = ৫২৮.৯২৬৪ শতাংশ
- ১৭ বিঘা = ৫৬১.৯৮৪৩ শতাংশ
- ১৮ বিঘা = ৫৯৫.০৪২২ শতাংশ
- ১৯ বিঘা = ৬২৮.১০০১ শতাংশ
- ২০ বিঘা = ৬৬১.১৫৮ শতাংশ
- ৩০ বিঘা = ৯৯১.৭৩৭ শতাংশ
- ৪০ বিঘা = ১৩২২.৩১৬ শতাংশ
- ৫০ বিঘা = ১৬৫২.৮৯৫ শতাংশ
আরো দেখুনঃ
১ বিঘা সমান কত গন্ডা
১ বিঘা = ১৬ গন্ডা দুই কড়া দুই ক্রান্তি = ০.০৬ গন্ডা।
উদাহরণ ১: ৮০ বিঘা = কত গন্ডা?
আমরা জানি,
১ বিঘা = ১৬ গন্ডা দুই কড়া দুই ক্রান্তি
বা, ১ বিঘা = ০.০৬ গন্ডা
∴ ৮০ বিঘা = ৮০ × ০.০৬ গন্ডা (প্রায়)
= ৪.৮ গন্ডা
উদাহরণ ২: ১৭০ বিঘা = কত গন্ডা?
আমরা জানি,
১ বিঘা = ১৬ গন্ডা দুই কড়া দুই ক্রান্তি
বা, ১ বিঘা = ০.০৬ গন্ডা
∴ ১৭০ বিঘা = ১৭০ × ০.০৬ গন্ডা (প্রায়)
= ১০.২ গন্ডা।
বিঘাকে গন্ডায় রূপান্তর করার ধারাবাহিক কিছু নমুনা
- ১ গন্ডা = ০.০৬ বিঘা
- ২ গন্ডা = ০.১২ বিঘা
- ৩ গন্ডা = ০.১৮ বিঘা
- ৪ গন্ডা = ০.২৪ বিঘা
- ৫ গন্ডা = ০.৩ বিঘা
- ৬ গন্ডা = ০.৩৬ বিঘা
- ৭ গন্ডা = ০.৪২ বিঘা
- ৮ গন্ডা = ০.৪৮ বিঘা
- ৯ গন্ডা = ০.৫৪ বিঘা
- ১০ গন্ডা = ০.৬ বিঘা
- ১১ গন্ডা = ০.৬৬ বিঘা
- ১২ গন্ডা = ০.৭২ বিঘা
- ১৩ গন্ডা = ০.৭৮ বিঘা
- ১৪ গন্ডা = ০.৮৪ বিঘা
- ১৫ গন্ডা = ০.৯ বিঘা
- ১৬ গন্ডা = ০.৯৬ বিঘা
- ১৭ গন্ডা = ১.০২ বিঘা
- ১৮ গন্ডা = ১.০৮ বিঘা
- ১৯ গন্ডা = ১.১৪ বিঘা
- ২০ গন্ডা = ১.২ বিঘা
- ৩০ গন্ডা = ১.৮ বিঘা
- ৪০ গন্ডা = ২.৪ বিঘা
- ৫০ গন্ডা = ৩ বিঘা
১ বিঘা সমান কত শতাংশ?
এক বিঘা সমান ৩৩ শতাংশ। শতাংশ বা শতক যাই বলি না কেন এক বিঘা সমান ১০০ ভাগের ৩৩ ভাগ বা শতাংশ হয়।
সমাপ্তি: আজকের পোস্টটিতে ছিল এক বিঘা সমান কত শতক, ১ বিঘা সমান কত গন্ডা, এবং ১ বিঘা সমান কত শতাংশ। আশা করি জমির হিসাব এর ক্ষেত্রে যে এই একক গুলোর হিসাব যারা জানতেন না তারা পরিষ্কারভাবেই বুঝতে পেরেছেন। জমির পরিমাপে আশাকরি সমস্যা হবে না আর।