রম্বস কাকে বলে?
রম্বস কাকে বলে? রম্বসের বৈশিষ্ট্য
জ্যামিতি বিষয়টি সাথে আমরা সকলেই পরিচিত। ছোট বেলা থেকেই এর ব্যাসিক ধারণা দেয়া হয় কিংবা বুঝানো হয়। ব্যাসিকের কথা যদি বলি তাহলে জ্যামিতি বিষয়ে রম্বস একটি পার্ট। জ্যামিতি বিষয়ে ভালো ধারণা পেতে হলে রম্বস সম্পর্কেও জানতে হয়।
আজকের আর্টিকেল তাই এই রম্বস এর তার উপর। এখানে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে রম্বস কাকে বলে কিংবা রম্বস কি সেগুলোর উপর। চলুন তাহলে, শুরু করা যাক।
আরো দেখুনঃ পরিসংখ্যান কাকে বলে?
রম্বস কি?
রম্বস মূলত একটি সামন্তরিকের বিশেষ রূপ। এর ইংরেজি শব্দ হচ্ছে “Rhombus” যার বাহুগুলো সাধারণত পরস্পর সমান থাকে। এর বাহু গুলোর দৈর্ঘ্যও সমান হয়ে থাকে।
রম্বস কাকে বলে?
এতক্ষণ আমরা রম্বর মূলত কি তা জানার এবং বুঝার চেষ্টা করলাম। এবার একটু বিস্তারিত ভাবে রম্বস কাকে বলে তা জানার চেষ্টা করি।
যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয় কিন্তু এর মধ্যে বিদ্যমান কোণ গুলো সমকোণ নয় তাকেই রম্বস বলা হয়। এছাড়া রম্বসের বিপরীত কোন গুলো পরস্পর সমান হয় থাকে। এর কর্ণদ্বর সব সময় পরস্পরকে সমদিখন্ডিত করে থাকে।
রম্বস কাকে বলে জানার পর এবার চলুন এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই।
রম্বসের বৈশিষ্ট্য
রম্বস কাকে বলে এটি সম্পর্কে জানতে গিয়ে আমরা বুঝতে পারলাম এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য গুলো জেনে নেয়া যাক তাহলে চলুন।
- মূলত রম্বসের চারটি বাহু থাকে এবং এই চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়।
- এর কোণ গুলো সমকোণ নয়।
- এর কর্ণদ্বয় পরস্পরকে সমদিখন্ডিত করে থাকে সব সময়।
- বিপরীত বাহু গুলো সব সময় একটি রম্বসে সমান্তরাল হয়ে থাকে।
- রম্বসের মধ্যে সন্নিহিত কোণ গুলো ১৮০° পর্যন্ত যোগ হয়।
আরো দেখুনঃ
সবশেষে বলা যায়, রম্বস কাকে বলে এ সম্পর্কে জানার পাশাপাশি এর বৈশিষ্ট্য সম্পর্কেও বেশ কিছু আলোচনা করা হলো। তবে রম্বসের পরিধি, ক্ষেত্রফল এর কিছু সূত্রও রয়েছে। যা অনেক সময় জ্যামিতি কিংবা অংক করার ক্ষেত্রে কাজে লাগে।