vlxxviet mms desi xnxx

আইসোটোপ কাকে বলে?

0
5/5 - (2 votes)

আইসোটোপ কাকে বলে? | What is an isotope?

রসায়ন বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকঃ হচ্ছে আইসোটোপ। আজ আমরা আপনাদের মাঝে আইসিটি  বিষয়ে আলোচনা করব। আইসোটোপ কাকে বলে এবং আইসোটোপ এর বৈশিষ্ট্য এবং এর ব্যবহার সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। 

আইসোটোপ কাকে বলে?

যেসকল মৌলের বিভিন্ন ধরনের পরমাণু  থাকে এবং এদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে ওই সকল মৌলের আইসোটোপ বলে।

উদাহরণ স্বরূপ- বেশিরভাগ কার্বনের পরমাণু ৬টি প্রোটন এবং ৬টি নিউট্রন থাকে। কিন্তু কার্বনের কিছু পরমাণুতে ৭টি বা ৮টি নিউট্রন থাকে। আর সেজন্য বলা হয় কার্বন এ তিনটি আইসেডো থাকে।

আইসোটোপ এর ধর্ম

আইসোটোপের ধর্ম নিম্নে দেয়া হল-

  •  আইসোটোপবিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে থাকে।
  •  আইসোটোপ স্থায়ী হয়।

আইসোটোপ এর বৈশিষ্ট্য

আইসোটোপ এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। আর এই বৈশিষ্ট্যগুলো কে কেন্দ্র করে আইসোটোপ এর পরিচয় পাওয়া যায়।  সুতরাং নিম্নে কিছু বৈশিষ্ট্য উপস্থাপন করা হলো-

  • আইসোটোপের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়।
  • আইসোটোপের রাসায়নিক ধর্ম যোজ্যতা ইলেকট্রন সব সময় অভিন্ন থাকে।
  • আইসোটোপ এর ভর,গলনাঙ্ক,ঘনত্ব,স্ফুটনাঙ্ক ইত্যাদি উপাদান গুলির ভৌত ধর্ম সব সময় পৃথক হয়।
  • আইসোটোপ এর ক্ষেত্রে একই মৌলের পর্যায় সারণী একই অবস্থানে থাকে।

আইসোটোপ এর ব্যবহার

নিম্নে কিছু আইসোটোপের ব্যবহার দেয়া হলো-

  • আইসোটোপের সাহায্যে তেজস্ক্রিয় কার্বন এর মাধ্যমে পুরাতন শিলা,গাছ এবং পৃথিবীর বয়স নির্ণয় করা যায়।
  • কোবাল্টের আইসোটোপ ক্যান্সার কোষ এবং ম্যালিগন্যান্ট টিউমার কোষ ধ্বংস করতে সাহায্য করে।
  • চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সার এবং টিউমার চিকিৎসাযর জন্য তেজস্ক্রিয় আইসোটোপ (১৩১) ব্যবহার করা হয়।
  • কৃষিক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করে উদ্ভিদের বৃদ্ধি ও রোগ সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়।
  • বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ণয় এর জন্য তেজস্ক্রিয় আইসোটোপ (C13 , N15 , O18 , S35 ইত্যাদি) ব্যবহার করা হয় ।
  • খাদ্য ও ফলমূল সংরক্ষণে আইসোটোপ ব্যাকটেরিয়া সহ অনেক ধরনের জীবাণু ধ্বংস করে থাকে।
  • মাটির মধ্যে থাকা বিভিন্ন ফসলের বয়স নির্ণয় করে থাকে আইসোটোপ।
  • আইসোটোপ পতঙ্গ নিয়ন্ত্রণে রাখে।
  • ফসলে কোন ধরনের সার কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে তা নির্ণয় করতে আইসোটোপ সাহায্য করে।
  • ডাক্তারি সকল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে আইসোটোপ ব্যবহার করা হয়।
  • মানবদেহে যদি কোন ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় তা সনাক্ত করতে আইসোটোপ ব্যবহার করা হয়।
  • মানবদেহের বিভিন্ন রোগ নির্ণয় এবং নিরাময় করতে আইসোটোপ ব্যবহার করে থাকে। 

উপসংহার: আশা করি রসায়ন বিভাগের শিক্ষার্থীরা আইসোটোপ সম্পর্কে অবগত হতে পেরেছেন। আইসোটোপ কাকে বলে এবং এর ব্যবহার সহ অন্যান্য বিষয় সম্পর্কে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এছাড়াও যদি আপনাদের আইসোটোপ সম্পর্কে কোন প্রশ্ন থেকে থাকে তা হলে নিম্নের কমেন্ট সেকশনে ও জানাতে পারেন।

আরো দেখুনঃ 

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex